আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ৩টি ইউটিউবের ম্যাজিক টিপস।
১। ফ্রন্ট কালার পরিবর্তনঃ
প্রথমে YouTube যান, এবার সার্চ বার এ Doge meme লিখে সার্চ দিন আর দেখুন ম্যাজিক, আপনার ইউটিউব এর ফ্রন্ট স্টাইল আর কালার পরিবর্তন হয়ে গেছে।
২। অ্যানিমেটেডঃ
এই ম্যাজিকটা খুব মজাদার Use the Force Luke লিখে সার্চ দিন বা এন্টার চাপুন, আপনার ইউটিউব অ্যানিমেটেড হয়ে যাবে ভিডিও এর সঙ্গে টেক্সট গুলো স্ক্রীন এ ভাসতে থাকবে।
৩। গান বাজবে আইকন নাচবেঃ
এবার আসি সবথেকে মজাদার ম্যাজিক। ম্যাজিকটি দেখার জন্য আপনাকে সার্চ বারে Do the Harlem Shake লিখে সার্চ দিতে হবে কিছুক্ষণের মধ্যে একটা গান বাজবে আর ইউটিউব iconটি নাচবে।
আর এরকম মজার টিপস পেতে আজই সোশ্যাল ইন্টারনেট টিপস অ্যাপটি নামিয়ে নিন।
এই অ্যাপে গুগলের, ইউটিউবের, ফেসবুকের, টুইটারের, মেসেঞ্জারের ও হোয়াটসঅ্যাপের মজাদার ও অতি প্রয়োজনীয় টিপস গুলো আছে ।
তাই দেরি না করে এখনি অ্যাপটি নামিয়ে নিন আর উপভোগ করুণ মজাদার ও প্রয়োজনীয় টিপস গুলো।
আর আমার কোন ভুল হলে মাফ করবেন। কোন খারাপ কমেন্ট করবেন না দয়া করে।
ভাল থাকুন । আমাদের ফেসবুক পেজটি হলঃ WoW Turn
9 thoughts on "[Magic Post] ইউটিউবের দারুণ সব মজার মজার টিপস জেনেনিন। *তাড়াতাড়ি*"