কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন। অনেক দিন পর নিজের হাতে আর্টিকেল লিখতে বসলাম। কারণ কিছু টুলস নিয়ে এসেছি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী।
এক নজরে টুলস এর লিস্ট
- Skip DNS To preview Website
- Remove Unused Css
- DNS Lookup Tool
- Image Compressor and Resizer
- Any File to Base64 Converter
Skip DNS To preview Website
এই টুলটি কখন ব্যবহার করেঃ যখন আপনি কোন ওয়েব এক সার্ভার থেকে অন্য সার্ভার এ ট্রান্সফার করেছেন কিন্তু নেম সার্ভার আপডেট না করেই সেই সার্ভার এ কনফিগারেশন করা সাইট স্ক্রিপ্ট লাইভ হয়েছে কি না তা দেখার জন্য ব্যবহার করা হয়।
আপনি উক্ত সার্ভার এর আইপি ব্যবহার করে ডোমেইন এর DNS রেকর্ড ইগনোর করে আইপি পোর্ট দিয়ে সেই সাইট লাইভ দেখতে পারেন একদম ফ্রিতে।
টেস্ট করার জন্য প্রথমে Skip DNS To preview Website ওপেন করুন এবং ডেমো হিসেবে ডোমেইন google.com দিন এবং হোস্টেড আইপি 142.250.200.14 দিন । আপনি আপনার জন্য আবশ্যই আপনার ইনফরমেশন দিবেন।
Remove Unused Css
অনেক সময় কোডিং করার সময় এইচটিএমএল এলিমেন্ট এ অতিরিক্ত সিএসএস কোড রিমুভ করার দরকার পরে। সেক্ষেত্রে আপনি Remove Unused Css টুলস এ এইচটিএমএল কোড এবং সিএসএস কোড ইনপুট করে সাবমিত করলেই অতিরিক্ত সিএসএস কোড রিমুভ হয়ে যাবে।
DNS Lookup Tool
কোন ডোমেইন এর DNS রেকর্ড আপডেট করার পর তা গ্লোবালি আপডেট হয়েছে কি না তা দেখার জন্য DNS Lookup Tool ব্যবহার করে অনেক সহজেই দেখা যায়।
Image Compressor and Resizer
অনেক সময় ইমেজ বিভিন্ন ফরম্যাট এ কনভার্ট এবং ফাইল সাইজ কম করার প্রয়োজন হয়। এবং এখনকার সময় ওয়েবসাইটের স্পিড বাড়াতে webp ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়
সেক্ষেত্রে Image Compressor and Resizer টুলস টি আপনার ইমেজ কে এক এমবি থেকে ২০কেবি তে কনভার্ট করতে সক্ষম।
Any File to Base64 Converter
অনেক সময় আমাদের ইমেজ এবং যেকোন ফাইল এইচটিএমএল এর সাথে ইনলাইন ডাটা হিসেবে ব্যবহার করার প্রয়োজন হয়। আর এই কাজটি base64 ডাটা হিসেবে ব্যবহার করলে অনেক সহজেই হয়ে যায়।
তাই আমাদের উক্ত ফাইল base64 যে কনভার্ট করার প্রয়োজন হয়। আর এই কাজ Any File to Base64 Converter টুলস ব্যবহার করে অনেক সহজেই যেকোন ফাইল কে base64 তে কনভার্ট করা যায়।
2 thoughts on "কিছু পাওয়ারফুল ওয়েব টুলস ব্যবহার করে অনেক উপকৃত হবেন ⚡⚡"