আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন, স্মার্ট- ফোন এ ইন্টারনেট বেশি খরচ হওয়া নতুন কিছু নয়,
অনেকেই কম এমবির প্যাক ব্যবহার করেন, এবং তারা পড়েন বিপাকে,
চলুন জেনে নিই অত্যন্ত কার্যকর কিছু টিপস যা আপনার মোবাইল ডেটা সাশ্রয় করবে।
কোনো অ্যাপ ছাড়াই,,,
ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন রিফ্রেশ বন্ধ করুন,

যখন ব্যাকগ্রাউন্ড অ্যাপস চালু থাকে, অ্যাপগুলো নির্দিষ্ট সময় পরপর কাজ করতেই থাকে। এমন সব অ্যাপ্লিকেশনের মধ্যে ফেসবুক, ইমেইল, আবহাওয়া ইত্যাদি অনেক বেশি ডেটা খরচ করে। ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ বন্ধ করতে নিচের উপায় অনুসরণ করুন।

আইফোনে ওপেন করুনঃ Settings > General > Background App Refresh

অ্যান্ড্রয়েডের জন্য ওপেন করুনঃ Settings > Data Usage > Restrict App Background Data (আলাদা আলাদা ব্র্যান্ডের এন্ড্রয়েড ফোনে এই মেন্যুর ভিন্ন ভিন্ন লোকেশন থাকতে পারে। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড ডেটার অপশনটি খুঁজে বের করুন)।

উপরের মেন্যুগুলোতে গিয়ে আপনি চাইলে সকল অ্যাপ বা যেকোনো নির্দিষ্ট অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডাটা ব্যবহার বন্ধ করতে পারেন।
অ্যাপ্লিকেশন অটো আপডেট বন্ধ করুন

ফোনের বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রায়ই স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। অটো অ্যাপ আপডেট বন্ধ করতে নিচের নিয়ম অনুসরণ করুন।

আইফোনের জন্যঃ Settings > iTunes & App Stores > Use Cellular Data অপশন বন্ধ করুন।

অ্যান্ড্রয়েডের জন্যঃ গুগল প্লে স্টোর ওপেন করে এর মেন্যুতে Settings > General > Auto Update Apps > Auto Update Apps over Wi-Fi Only নির্বাচন করুন। অথবা অটো আপডেট বন্ধও করতে পারেন এখান থেকে।
Wi-Fi Assist বন্ধ করুন

Wi-Fi Assist চালু থাকলে ওয়াইফাই সিগন্যাল খারাপ হলে ফোন আপনার মোবাইল ডাটা স্বয়ংক্রিয়ভাবে ব্যবহার করতে শুরু করে। এই নেটওয়ার্ক সুইচিং বন্ধ করুন।

আইফোনের জন্যঃ Settings> Cellular অপশন থেকে Wi-Fi Assist বন্ধ করুন।

এন্ড্রয়েডে WLAN অর্থাৎ ওয়াইফাই সেটিংসে গিয়ে Switch between data and WLAN অপশন বন্ধ করুন। এর ফলে আপনার ফোনে যখন ওয়াইফাই এবং মোবাইল ডেটা উভয় সংযুক্ত থাকবে, তখন ফোন শুধুমাত্র ওয়াইফাই ব্যবহার করবে। যদিও আপনি চাইলে মোবাইল ডেটা বন্ধ করে ওয়াইফাই চালু রাখতে পারেন।
ক্লাউড স্টোরেজ সিনক্রোনাইজেশন নিয়ন্ত্রণ করুন,

গুগল ড্রাইভ, ওয়ানড্রাইভ, আইক্লাউড ড্রাইভ, গুগল ফটোস প্রভৃতি ক্লাউড স্টোরেজ সেবা ব্যবহারের জন্য শুধুমাত্র ওয়াইফাই নির্দিষ্ট করে দিন। অন্যথায় মোবাইল ডেটা ব্যবহার করে এসব সার্ভিস সিনক্রোনাইজ করলে প্রচুর মোবাইল ডেটা খরচ হবে।
কাজ শেষে সেলুলার ডাটা সম্পূর্ণ বন্ধ করুন,

কাজের পর মোবাইল ডাটা বন্ধ করে রাখতে পারেন। জরুরি কোনো ইমেইল বা এ ধরনের নোটিফিকেশনের অপেক্ষায় না থাকলে মোবাইল ডেটা বন্ধ রাখুন। এতে ব্যাকগ্রাউন্ড অ্যাপসও ডাটা ব্যবহার করতে পারবেনা।
আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আপনি এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনি সর্বোচ্চ ৩০-৪৫% ডাটা সেভ করতে পারেন।

বি:দ্র: ইন্টারনেট স্লো হওয়ার কোনো ভয় নেই।
সময় পেলে আমার সাইট ঘুরে আসার অনুরোধ রইল:
Forum Site: TrickMasti.Ga
Download Site: TopMobi.Ga

14 thoughts on "ইন্টারনেট ব্যবহারে খরচ কমানোর উপায় এবং টিউটোরিয়াল Without Any Apps [Save Your Data]"

    1. Emon Patwary@17 Contributor Post Creator says:
      Thx…?
  1. আল-আমিন® Author says:
    Restrict Background Data kora o kaj hoy na.horahor mb kata.mobile samsung galaxy slll neo.
    1. Emon Patwary@17 Contributor Post Creator says:
      এই ভাই বুঝলেন নাহ,,প্রথম স্টেপ যেটা ব্যাকগ্রাউন্ড এমবি খরচ বন্ধ রাখে,,,
      সেটা শুধু মাত্র কাজ করবে আপনি যখন কোনো অনলাইন অ্যাপ/গেমস ব্যাকগ্রাউন্ড এ রাখবেন,
      যেমন আপনি যদি গুগুল ক্রোম ব্যাকগ্রাউন্ড এ রাখেন তাহলে যে এমবি টা কাটত তা আর কাটবে নাহ,,,,বাকি স্টেপ ফোলো করুন।।।।ধন্যবাদ।
    2. আল-আমিন® Author says:
      সবই করছি রে ভাই কাজ হয় না।আমার symphony মোবাইল আছে মডেল zv অনেক কম এমবি কাটে।samsung মোবাইল কাষ্টমার কেয়ার এ নিয়ে ও ঠিক হয় নি। “★”
    3. Emon Patwary@17 Contributor Post Creator says:
      ভাই মূলত স্যামসাং ডিভাইসে সবকিছুই আসল থাকে কোনো কিছু কপি থাকে নাহ,তাই এখানে আপনি একমাত্র স্যামসাং এই অ্যান্ড্রোয়েড এর অরিজিনাল সকল সুবিধা পাওয়া যায়,এবং এখানে ইন্টারনেট স্পিড ও অনেক ভালো থাকে,তাই এখানে এমবি বেশি কাটে, আর যেহেতু কাস্টমার কেয়ারে গিয়েও আপনার সমস্যা সমাধান হয়নি, তাই হয়ত আপনার মোবাইল এ কোনো প্রবলেম আছে।ধন্যবাদ।
  2. Emon Patwary@17 Contributor Post Creator says:
    নিয়মিত আপনার মোবাইল এর Junk File Clear করুন,,তাহলে সবকিছু ভালো মত কাজ করবে।
  3. Riad Hasan Contributor says:
    admin bro pls reviw my post
  4. Emrus Legend Author says:
    রানা ভাই,
    পোষ্ট রিভিউ করেন প্লিজ।
    1. Emon Patwary@17 Contributor Post Creator says:
      thx.
    1. Emon Patwary@17 Contributor Post Creator says:
      thx,,?

Leave a Reply