কেমন আছেন সবাই? আমার আরেকটি পোস্টে আপনাদের স্বাগতম। সবাই জীবনের সাথে ঠিকমতো কোপ করছেন আশা করি।

[বিশেষ দ্রষ্টব্য: আপাতত মনে হয় বন্ধ আছে। আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে যেকোনো সময় চালু হতে পারে কারণ এর আগেও একবার বন্ধ হইছিলো।]

চারদিকে AI এর ছড়াছড়ি। আজকাল সবজায়গায় AI এর কথাবার্তা। আমিও AI এই কথাবার্তার অংশ হতে আসলাম আজকে। কিছুদিন আগে চাইনিজ AI LLM ডিপসিক সিলিকন ভ্যালিকে কাপিয়ে তোলে। চিপ জায়ান্ট NVIDIA এর মূল্য প্রায় ৬০০ বিলিয়ন ডলার কমে যায়। সেই সাথে স্টক মার্কেট ও একটা ঝড়ের মধ্য দিয়ে যায়।

তবে আজকের কথাবার্তা Deepseek নিয়ে নয়। অন্য আরেকটি AI মডেল নিয়ে যার সাহায্যে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন। ভিডিও জেনারেটর ai গুলো সাধারণত পেইড হয়, সেটা যত খারাপ ভিডিওই জেনারেট করুক না কেনো। তবে এই মডেলটি সম্পূর্ণ ফ্রি এবং এটা কোনো নতুন মডেল ও নয়, এটা মার্কেট এ deepseek এর আগে থেকেই আছে, তবে সম্প্রতি তাদের একটি নতুন ভার্সন লঞ্চ হয়েছে যা তাদের ভাষ্যমতে এবং available বেঞ্চমার্ক রেজাল্ট এর উপর ভিত্তি করে deepseek কে টেক্কা দেওয়ার মতো। এর জেনারেট করা ভিডিও গুলো মার্কেট এর পেইড ভিডিও জেনারেটর গুলোর কাছাকাছি। তবে আমরা এখানে comparison করবো না। আমরা এখানে মডেলটির ভিডিও জেনারেশন ফিচার নিয়ে আলোচনা করবো। ভিডিও ছাড়াও এটি টেক্সট, ইমেজ জেনারেট করতে পারে। উল্লেখ্য deepseek মডেলটি তে এখন পর্যন্ত ইমেজ কিংবা ভিডিও কোনোটাই জেনারেট করা যায়না।

মডেলটির নাম QWEN 2.5 Max. Deepseek এর মত এটিও চাইনিজ তবে কোনো startup কোম্পানির নয় বরং চাইনিজ ইকমার্স জায়ান্ট Alibaba এর প্রোডাক্ট। এটিও deepseek এর মত ওপেন সোর্স তবে এর সব ভার্সন(আমার পাওয়া তথ্য হিসেবে) সম্ভবত এখনো পাবলিকলি available না। মানে সোর্স কোড available না। যাই হোক, সোর্স কোড দিয়ে আমাদের কি।

Qwen দিয়ে ভিডিও জেনারেট করতে আমাদের কোনো সাবস্ক্রিপশন প্ল্যান এর দরকার নেই এবং এখানে কোনো লিমিট ও নেই। তো চলুন দেখে নেই কিভাবে এই মডেলটি এক্সেস ও ইউজ করা যায়।

প্রথমে নিচের লিঙ্ক থেকে Qwen এর ওয়েবসাইটে যেতে হবে।

chat.qwenlm.ai

এরপর নিচের মত ইন্টারফেস দেখতে পাবেন। Unfortunately, এই মডেলটির এখনো কোনো android কিংবা ios app এভেইলেবল না। তাই ওয়েবেই কাজ করতে হবে আমাদের।

এরপর আপনাকে নিচের দেখানো ভিডিও আইকনটিতে ক্লিক করে সেটি এক্টিভেট করে দিতে হবে।

আপনি চাইলে নিচের মত ভিডিও এর সাইজ স্পেসিফাই করে দিতে পারেন।

এরপর আপনি আপনার prompt লিখবেন।

আমার প্রম্পট:

এরপর ডানপাশের arrow বাটনে ক্লিক করবেন তাহলে ভিডিও জেনারেশন শুরু হয়ে যাবে।

একটু সময় লাগবে। কিছুক্ষণ পর আপনার ভিডিও পুরোপুরি জেনারেট হয়ে যাবে। মাঝে মাঝে মাঝখানে এসে হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে আবার মাঝে মাঝে দেখবেন শুরুই হচ্ছে না। এরকম হলে ঐ chat টি ডিলিট করে নতুন একটি chat অন করে পুনরায় আপনার prompt লিখবেন।

আমার দেওয়া prompt এর রেজাল্ট:

তো আজকে এই পর্যন্তই। সবাই sigma থাকবেন।

আসসালামু আলাইকুম।🫰

 

6 thoughts on "ভিডিও জেনারেটর AI ব্যবহার করুন ফ্রিতে"

  1. Avatar photo কাব্য Author says:
    Video Generation coming soon dekhacche
    1. Avatar photo Shaddam Corrino IV Author Post Creator says:
      মাঝে মাঝে কিছু সময়ের জন্য অফ থাকে, পরে আবার ট্রাই করবেন।
    1. Avatar photo Shaddam Corrino IV Author Post Creator says:
      Thanks lad
  2. Tito Contributor says:
    ভাইয়া কালকে থেকে অনেক চেষ্টা করে যাচ্ছি সারাদিন চেষ্টা করেছি কিন্তু কোনভাবেই ভিডিও জেনারেশন ওপেন হচ্ছে না। আমি মোবাইল দিয়ে কম্পিউটার দিয়ে দু ভাবে চেষ্টা করেছি কোন ভাবেই হচ্ছে না। দয়া করে সমাধান করে দেবেন
    1. Avatar photo Shaddam Corrino IV Author Post Creator says:
      সরি ভাই এই মোমেন্টে বন্ধ আছে। কোনো সমাধান নাই আপাতত।

Leave a Reply