ইউটিউবে এমন অনেক চ্যানেল বা ভিডিও রয়েছে, যা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবেই উসকে দিচ্ছে সন্ত্রাসী কার্যক্রমকে।
আর এমন সন্ত্রাসবাদের প্রচারণা ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ইউটিউব।
সম্প্রতি যুক্তরাজ্যের ম্যানচেস্টারের একটি কনসার্টে জঙ্গি হামলার কয়েক সপ্তাহ পরই ইউটিউবের সন্ত্রাসবিরোধী নতুন পদ্ধতি নিয়ে ঘোষণা দেয় গুগল। উগ্রপন্থীরা তাদের সন্ত্রাসী ও জঙ্গি হামলার জন্য তথ্য সংগ্রহ, যোগাযোগ এবং নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদানের জন্য ইন্টারনেটকে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করছে। গুগল, ফেসবুক, টুইটারসহ শীর্ষ ইন্টারনেট প্রতিষ্ঠানগুলো বেশ কয়েক বছর ধরে তাদের সাইটে জঙ্গিবাদী কার্যক্রম রোধ করার চেষ্টা করে যাচ্ছে। তবু তা যথেষ্ট নয় বলে ধারণা অনেক সমালোচকের। তাই গুগল তাদের ইউটিউবকে জঙ্গিবাদ সম্পৃক্ত ভিডিও অপসারণ ও আপলোড রোধে আরও শক্তিশালী করে তুলছে। তাদের নতুন পদ্ধতির আওতায় ইউটিউবে যা হালনাগাদ হবে তা হলো—
* জঙ্গিবাদমূলক ভিডিও শনাক্তকরণে উন্নত ‘মেশিন লার্নিং’ পদ্ধতি ব্যবহার করা হবে। এতে স্বয়ংক্রিয়ভাবে এ ধরনের ভিডিও দ্রুত খুঁজে বের করে অপসারণ করতে সক্ষম হবে ইউটিউব।
* ইতিমধ্যে ইউটিউবের ‘ট্রাস্টেড ফ্ল্যাগার’-এর আওতায় বেসরকারি প্রতিষ্ঠান থেকে আরও ৬৩টি বিশেষজ্ঞ দল যোগ করা হয়েছে। এদের তহবিলের জন্য গুগল অনুদানও প্রদান করবে।
* সরাসরি ইউটিউবের নীতিমালা বিরোধিতা করে না তবে জঙ্গি তৎপরতা প্রচারণা করে এমন ভিডিওগুলোতে সতর্কবার্তা জুড়ে দেবে ইউটিউব।
* ‘জিগস’-এর ‘পুনর্নির্দেশ পদ্ধতি’ ব্যবহার করে ইউটিউব নীতিবিরোধী নয় এমন জঙ্গি সম্পৃক্ত ভিডিওকে সরাসরি জঙ্গিবিরোধীমূলক ভিডিওতে নিয়ে যাবে।
(যাদের চেনেলে এরকম কোন ভিডিও আছে তারা এখনি তা রিমুভ করে আপনার চেনেল বাচান..!)
.
(বি:দ্রঃ) পোস্ট টি প্রথম আলো থেকে নেওয়া হয়েছে
.
পোস্ট টি করার কারন হলোঃ
.
আমরা এখানে আমরা অনেকেই YouTube থেকে আয় করে জিবন যাপন করি তাই এত শখের চেনেলে এরকম একটা ভিডিওর জন্য পুরো চেনেলটাই যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে সব মাটি হয়ে যাবে। তো যাদের চেনেলে এরকম ভিডিও আছে তাড়া এখনেই সতর্ক হোন।
{পোস্ট টি আবার ডিলিট করে দিবো}
.
সৌজন্যেঃAndroid King BD
সবধরনের টেকনোলোজি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।
Android King BD- Subscribe Now
কেও জানলে বলবেন প্লিজ