আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই ? জানি ভাল আছেন

আমি আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে, আজকের বিষয় স্যামসাং মোবাইলে স্টক রম ফ্ল্যাশ দেয়া, অনেক সময় দেখা যায় আমাদের সাধের ফোনটি সফটওয়্যার ব্রিক করে, মোবাইল বুট মেনুতে আটকে থাকে,আবার কাস্টম রম দিতে গিয়ে অনেক ফোন ব্রিক করে ফেলে আর এই তখন স্টক রম ফ্ল্যাশ করা ছাড়া কোন উপায় থাকে না,সার্ভিসিং এর দোকানে গেলে খরচ হয় ৫০০-১০০০ টাকা আমি আজ আপনাদের দেখাবো কিভাবে আপনি নিজেই আপনার মোবাইল ফ্ল্যাশ দিতে পারেন,
অনেক কিছু বললাম তো এবার শুরু করা যাক,
১ম ধাপ: Google.com এ সার্চ দিয়ে আপনার ফোনের স্টক রম ডাউনলোড করে নিন, যেমন : j110f এর স্টক রম সার্চ করার জন্য সার্চ বারে লিখুন samsung J110F Stock Firmware, এভাবে আপনার ফোনের মডেল অনুযায়ী ফার্মওয়ার ডাউনলোড করে নিন,
২য় ধাপ: এবার স্যামসাং মোবাইল এর ড্রাইভার ডাউনলোড করে ইন্সটল করে দিন। আর ওডিন ফ্ল্যাশ টুল লেটেস্ট ভারসন টা গুগল সারচ করে নামিয়ে নিন,
৩য় ধাপ: আপনার ডাউনলোড করা ফার্মওয়ার টি জিপ থেকে এক্সাক্ট্র করে আনজিপ করেন,

৪র্থ ধাপ: এবার ওডিন ফ্ল্যাশ টুলসটি রান করেন এবং pda, অথবা BL ক্লিক করে আপনার ফোনের ফার্মওয়ার দেখিয়ে দিন,
৫ম ধাপ : আপনার ফোন টি এবার ভলিউম ডাউন+হোম+ পাওয়ার অন করুন,পাওয়ার আপ কী চেপে কন্টিনিউ করুন,এবার আপনার ফোনটি ডাউনলোড মোডে অন হবে, এবার ভালো একটি ইউএসবি কেবল দিয়ে মোবাইল পিসির সাথে কানেক্ট করুন, ইউএসবি ড্রাইভার ঠিক মত ইনস্টল করা থাকলে ওডিন ফ্ল্যাশ টুলসে আপনার ফোন টি এড হবে আর হলুদ সাইন দেখাবে।
এবার ফ্ল্যাশ টুলসের অপশন থেকে f reset time আর rebot mark করুন। সব শেষে স্টার্ট বাটনে ক্লিক করুন। ফ্লাশিং শুরু হবে এবং শেষ হলে ফোন অটো রিবুট নিবে। এবার ফোন ইউএসবি কেবল থেকে খেলে ফোনের ভলিউম আপ+হোম+পাওয়ার অন করে factory reset দিয়ে ফোন পুনরায় চালু করুন। এবার ৫-৬ মিনিটের মধ্যে ফোন চালু হবে।
credit:মোঃ মোজাম্মেল হক

সৌজন্য। আমার এই সাইটটি

17 thoughts on "এবার আপনি নিজেই স্যামসাং মোবাইল ফ্ল্যাশ দিন ঘরে বসে আর বাচিয়ে নিন 500-1000 টাকা"

  1. Rasel Contributor says:
    যখন PC দিয়ে Mobile এর stock rom flash করবো তখন কি PC তে Net Connection লাগবে?
  2. Rasel Contributor says:
    ভাই Screenshort দেন Screenshort ছাড়া কিছু বুঝতে পারছি না।
    1. ইমরুজ Legend Author says:
      ভাইয়া,
      আগে হয়তো এ বিষয়ে পোষ্ট করা হয়েছে।
      একটু খুঁজে দেখুন আর না পেলে জানাবেন,
      কিছুদিনের ভেতর ল্যাপটপ কিনবো।
      তখন যেনো স্ক্রিনশট দিতে পারি।
    2. Rasel Contributor says:
      ভাইয়া odin3 নিয়ে কোন Post পেলাম না।
    3. ইমরুজ Legend Author says:
      সবই তো একই!
      শুধুমাত্র সংকেত এ হালকা পরিবর্তন করা হয়েছে।
      যাইহোক,
      দেখি কি করা যায়।
    4. MD SHAWON Author says:
      Inbox kore fb/mdshawon.sheik
  3. Rakibul Islam Shakib Author says:
    Good post but screenshot add koren plz cz ami samsung galaxy j5 use kori…..
    1. MD SHAWON Author says:
      ami help korbo.. fb/mdshawon.sheik
  4. Sujoy Mondal Author says:
    আমার পোষ্ট টা দেখেন আমি স্কিন শট এবং ভিডিও সহ পোষ্ট দিছিলাম
  5. Gazi Subscriber says:
    এ ধরণের পোষ্ট চাই
  6. rabbi. Contributor Post Creator says:
    cesta korbo apnader erokom aro valo valo post upohar deyar jonno
  7. rabbi. Contributor Post Creator says:
    tnx comment er jonnoo!!
  8. Md.Al-amin Author says:
    জানি ভাই
    1. rabbi. Contributor Post Creator says:
      vai ami to r tomar jonno post korinai jara na janr tader jonno
  9. NN TETU Contributor says:
    ekta kotha bola hoe ni…sob sese complete howar pore phone reset kore nite hobe…..
  10. dj imran Contributor says:
    vi…flash deoar por amar phner graphic chole gese…i mean sob kiso onno colour and pic gula black and white show kortace….ki korbu now???

Leave a Reply