আসসামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবারাকাতু

সূপ্রিয়,
Trickbd’s Visitor, Contributor, Author, Administration এবং পাঠক ও দর্শক, আপনাদেরকে আন্তরিক শুবেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পোষ্ট।

আমরা পৃথিবীতে বাস করি। এখানে রয়েছে আমাদের বেঁচে থাকার উপযোগী বায়ু। রয়েছে অক্সিজেন, কার্বনডাইঅক্সাইড সহ নানান গ্যাস বা বায়ু।
আমরা বেঁচে থাকার জন্য নিশ্বাসের সঙ্গে অক্সিজেন গ্রহণ করি এবং কার্বনড্রাই অক্সাইড ত্যাগ করি।

পৃথিবীতে অক্সিজেন থাকার করনে আমরা শ্বাসগ্রহণ করতে পারি, আগুন জ্বালাতে পারি ও নানা কাজ করতে পারি। এখন পৃথিবীতে যদি অক্সিজেনের পরিমান বৃদ্ধি পায় তা হলে কি হবে, তা সম্পর্কে এখন জানা যাবে।

পৃথিবীতে যদি অক্সিজেনের পরিমান বৃদ্ধি পায় তবে আপনার বানানো কাগজের প্লেনগুলি খুব ভাল উড়বে। কারণ মাটির কাছাকাছি বায়ুচাপ বেড়ে যাবে। একই কারণে প্যারাসুট নিয়ে মাটিতে নামতে দেরী হবে। পাখিরা আকাশে আরো বেশী উঁচুতে উড়তে পারবে।

– এটা যদি হয় তবে যাদের মোটরকার বা মোটরসাইকেল আছে তাদের জন্য সুখবর। অক্সিজেন বেশী বাতাস ইন্জিনের পারফরমেন্স বাড়িয়ে দেয়।

– যারা পর্বতারোহী তাদের উঁচু পর্বতে উঠে অক্সিজেনের অভাবে হাঁসফাঁস করতে হবেনা।

– যত পোকা-মাকড় আছে তারা আকারে দ্বিগুন হতে শুরু করবে। পোকামাকড়দের আকার নির্ভর করে বাতাসে কি পরিমান অক্সিজেন আছে তার উপর ও তাদের জেনেটিক কোডের উপর।

– মানুষ আরও বুদ্ধিমান ও তৎপর হয়ে উঠবে। যারা এথলেট আছেন তারা একের পর এক পুরাতন রেকর্ড ভাঙতে থাকবেন।

– মানুষের শরীরের অসুখ-বিশুখ কমা শুরু হবে। নিউট্রোফিল NADP অক্সিডেজ এনজাইমের সাহায্যে ব্যাকটেরিয়া ধ্বংস করে। যত বেশী অক্সিজেন তত বেশী অক্সিডেজ।

– আগুন ধরার সম্ভবনা দ্বিগুন হয়ে যাবে। ফলে দাবানলের সম্ভবনা বাড়লেও ম্যাচের খরচ কমে যাবে।

– উপরের আনন্দগুলি উপভোগের জন্য বেশী সময় পাবেন না। কারণ আয়ু কমে যাবে।

দ্বিগুন অক্সিজেনের প্রভাবে শরীরে দ্বিগুন পরিমান অক্সিজেন ফ্রি রেডিকেল তৈরী হবে। এতে অক্সিডেডিভ স্ট্রেস বেড়ে যাবে যা বয়স বাড়ার ছাপ।
এতে প্রোটিন, ডিএনএ এবং আরএনএ তৈরী বাধাগ্রস্ত হয়। সেই সাথে আন্ত:কোষীয় যোগাযোগও বাধাগ্রস্ত হবে।
এতে আলঝেইমার, পারকিনসন্স ডিজিজ এসব বার্ধক্যজনিত রোগে কম বয়সে আক্রান্ত হবার সম্ভবনা দ্বিগুন হবে।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ট্রিকবিডির সাথেই থাকবেন। ধন্যবাদ।

27 thoughts on "পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পেলে কি হবে? (বিস্তারিত-)"

    1. Avatar photo Labib Author Post Creator says:
      ? 😉
    1. Avatar photo Labib Author Post Creator says:
      Thank’s
    1. Avatar photo Labib Author Post Creator says:
      ?
    1. Avatar photo Labib Author Post Creator says:
      Thanks 🙂
  1. Avatar photo Labib Author Post Creator says:
    ??
    1. Avatar photo Labib Author Post Creator says:
      ধন্যবাদ 😀
  2. Avatar photo MD.Alomgir Hossain Author says:
    ভালো, কিভাবে অক্সিজেন বাড়াবো টা বলে দিতে পারতেন।
    যেমন গাছ লাগান
    1. Avatar photo Labib Author Post Creator says:
      ওহ!
  3. . Contributor says:
    ভাই,,,, আমার বন্ধু কান্নায় ভেঙে পড়ছে। কাল রাত ধরে এখন পর্যন্ত খাইনি। আপনি নাকি ওনারে বলেছিলেন কিছু ওয়াদা করেছিলেন। ঐ ওয়াদাগুলো রাখেন নাই। ওনি আপনার কষ্ট দেখে মায়া করে আইডিটা দিল। ইচ্ছা করলে ওনি আপনাকে নাও দিতে পারত, কিন্তু দিল। ভাই ওনি আপনাকে অনেক বিশ্বাস করেছিল। ওনি চাইছিল দুজনে মিলে পোস্ট করে আইডিকে এগিয়ে নিয়ে যাবে। ওনি আপনাকে contributor করেনি। আপনি ওনাকে খুবই কষ্ট দিছেন। আমার মনে হয় আমার বন্ধুটা মরে যাবে।
    1. Avatar photo Labib Author Post Creator says:
      আমাকে যে ভাবে কথা বলেছিল! সহ্য করার মতো নয়।
      বলে “আইডি এইভাবে ঐ ভাবে করতে হবে ইত্যাদি”।
      আচ্ছা আমার আইডি হ্যাক করে আবার Contributor করল! আর আপনি বলছেন করেনি?
      তারপর রানা ভাইকে বলে আবার কোনভাবে রাজি করিয়ে Author হলাম!
    2. Avatar photo Labib Author Post Creator says:
      আমি এখন কোন সহসে আবার তাকে আইডি ফেরত দেব?
      ১. যদি রাগে নিয়ে নে!
      ২. রানা ভাই দেখে Subscriberr করে দে।
      ৩. কোন ভুল হলে আমার উপর দুষ পড়ে?
    3. . Contributor says:
      ভাই আপনি ওর সাথে এফবিতে কথা বলেন। ভাই ওনি আপনাকে মেসেজ দিছে।
    4. . Contributor says:
      না, ওনি কিছু করবে না।
  4. . Contributor says:
    প্লিজ এমতাবস্থায় আপনি সাহায্য না করলে ও মরে যাবে। প্লিজ আপনি ওনাকে বাঁচান। ওনার (আফজাল রানা) আইডি ডিজেবল হয়ে গেছে। আপনি ওনাকে নতুন আইডিতে মেসেজ দেন?
    1. Avatar photo Labib Author Post Creator says:
      , সে – আইডির নাম, বিও, ইমেইল সব পাল্টে ফেলেছিল!
      আর নাম এমন দিয়েছিল যে যে কেউ দেখে মাইন্ড করত!
    2. Avatar photo Labib Author Post Creator says:
      Down in comment
  5. . Contributor says:
    plz আপনি ওনাকে মেসেজ দেনঃ fb.com/mdshadin465
  6. Avatar photo Labib Author Post Creator says:
    আচ্ছা বলেন ত এক আইডি কি দু জনে ব্যবহার করা যায়? তাও আবার হ্যাক করে
    1. . Contributor says:
      আরে আপনি ওনার সাথে এফবিতে কথা বলেন। আপনার সাথে নাকি অনেক কথা আছে ওনার।
    2. Avatar photo Labib Author Post Creator says:
      message to pai nai!
    3. . Contributor says:
      Tahole apni onake akta message den? tahole oni apnake reply দিবে। ওনার আইডি নাম ছাড়া। এজন্য দেখতে পাচ্ছেন না। আপনি ওনাকে মেসেজ করেন রিপ্লে দিবে। fb.com/mdshadin465
  7. Avatar photo YASIR-YCS Author says:
    O° oxygen free radical

Leave a Reply