আসসালামু আলাইকুম

আপনারা সবাই কেমন আছেন
নিশ্চয় ভালো আছেন , আর ভালো থাকারই ত কথা Trickbd.Com এর সাথে থাকলে সবাই ভালোই থাকে!
এটা আর নতুন করে বলার কি???

নেশা মানুষের কত ধরনের হতে পারে! তামাক, সিগারেট, গুটখা, পান, মদ, এমনকি চক…. যত নাম বলব, তালিকা ততই লম্বা হবে। কারণ নেশার কোনও শেষ নেই, ইয়ত্তা নেই। কোনও কোনও নেশা আবার মারাত্মকও বটে। যাকে আমরা বলি মারণনেশা! এই যেমন ড্রাগের নেশা, ডেনড্রাইটের নেশা। সম্প্রতি সংবাদ শিরোনামে উঠে আসা ‘ব্লু হোয়েল গেম’-এর নেশাও একইরকম বিপজ্জনক। এবার সামনে এল আরও এক অদ্ভুত নেশার কথা।
উত্তরপ্রদেশের মুজাফ্ফরনগরের বাসিন্দা বছর বিয়াল্লিশের নরেশ কুমার। জ্বলন্ত বাল্বের তার চিবিয়ে ‘এনার্জি কালেক্ট’ করাই তাঁর নেশা। স্থানীয় মানুষ তাঁকে ‘হিউম্যান লাইট বাল্ব’ বলেই ডাকে।

নরেশ কুমারের দাবি, তিনি নিজেকে যেকোনও সময় সরাসরি ইলেকট্রিক লাইনের সঙ্গে ‘প্লাগ ইন’ করে দিতে পারেন। সরাসরি শরীরে ২২০ ভোল্ট বিদ্যুত প্রবাহ সহ্য করতে পারেন তিনি। কোনওরকম শক লাগে না তাঁর। এমনকী তাঁর আরও দাবি, বাড়িতে কোনও খাবার না থাকলে তিনি বিদ্যুতই ‘খেয়ে’ থাকেন! ৩০ মিনিট ‘এনার্জি’ সংগ্রহের পর তিনি আর কোনও খিদে অনুভব করেন না।
নরেশ জানিয়েছেন, একদিন হঠাত্ই কাজ করার সময় অসাবধানতাবশত হাইভোল্টেজ বিদ্যুতের তাঁর ছুঁয়ে ফেলেছিলেন তিনি। তারপর থেকে তিনি নিজেই নিজের বিদ্যুত্ সহ্য করার ক্ষমতার নেশায় পড়ে গেছেন।

আমার সাইট থেকে একবার ঘুরে আসুন

12 thoughts on "শকিং নেশা! আজ আপনাদের জানাবো বিদ্যুত্ ‘খেয়েই’ খিদে মেটান এমন এক মানুষের গল্প"

  1. Ex Programmer Contributor says:
    আগেই দেখেছিলাম নেংস!
  2. bayajid kazi Contributor says:
    আমাকে হেল্প করেন
    bangla city এই নামে youtobe খুজে
    6টা পাইচি তার পর এই নামে yuotob
    cenel খুলচি এখন চেনেল
    খুজে পাইনা কি করব
    1. sanyyy11 Contributor says:
      [+url=youtube.com/idealguys] cheek link [/url]
    2. Md.Al-amin Author says:
      keyword এই জায়গায় আপনার চ্যানেল এর নাম দিয়ে নিচে এসে সেভই এ ক্লিক করেন ২৪ ঘন্টা পর সার্চ দিয়ে দেখুন আপনার চ্যানেল পেয়ে যাবেন।
    3. Jago Tips Author says:
      ভাই কিছু দিন সময় নিবে আর না হয় আপনার চেনেল একদম নিচে পরে আছে
  3. bayajid kazi Contributor says:
    বুজ লাম না
  4. Labib Author says:
    Copy!
    from, Online News PaperS
    (bdnews24.com)
  5. SagorSrkian Author says:
    Discovery তে দেখছিলাম। তবে এই মানুষ না
  6. mdrayhan123 Contributor says:
    উনাকে সরাসরি ডিসকোভারি তে দেখানো হয়েছিলো একবার,আবার কারেন্ট আ্যাফেয়ার্সেও দেওয়া হয়েছে।
  7. Awal Molla Contributor says:
    [url=https://trickbd.com]hi[/url]

Leave a Reply