আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন।

এর আগে আমি একটি পোস্ট করেছিলাম “কিভাবে IDM দিয়ে ইউটিউবের Playlist এর সকল ভিডিও একসাথে ডাউনলোড করবেন”।
ওই পোস্টে অনেকেই কমেন্ট করেছেন, “কিভাবে IDM ফ্রিতে ইউজ করব? কিভাবে Creak Version এর ইরর ম্যাসেজ গুলো তাড়াবো………. ইত্যাদি”।
তাই আমি আজকে এই পোস্টটি করলাম। এবং এতে আপনার IDM সম্পর্কিত সকল সমস্যা চুকে যাবে।

ধাপ-১
প্রথমে নিচের লিংক থেকে IDM+Creak File (64bit+32bit সহ) একসাথে ডাউনলোড করে নিন। আমি Zip ফাইল করে একসাথে আপলোড করে দিয়েছি এই লিংকটি থেকে আজীবন ডাউনলোড করতে পারবেন।

ধাপ-২

ডাউনলোডের পর Zip ফাইলটি Extract করে নিন। তাহলে একটি ফোল্ডার পাবেন সেখানে সব গুলো ফাইল দেয়া আছে।


ধাপ-৩

আপনার পিসির ইন্টারনেট কানেকশন অফ করুন। এবং যদি এন্টিভাইরাস ইন্সটল করা থাকে তাহলে তা বন্ধ করুন বা সাময়িক ভাবে অফ করুন।
ধাপ-৪
Extract করা ফোল্ডার থেকে IDM সফটওয়ারটি ইন্সটল করুন। ইন্সটল করেই অপেন করবেন না, যদি ওপেন হয়ে যায় তাহলে Exit করে দিন।
ধাপ-৫
আপনার পিসি যত বিট সে অনুযায়ী Extract ফোল্ডার থেকে ক্রেক ফাইল ইনস্টল করুন। ক্রেক ফাইল ইন্সটল আর IDM ইনস্টল একই রকমই। ক্রেক ইন্সটল করলেই কাজ শেষ। এবার নেট কানেকশন আর এন্টিভাইরাস ও অন করতে পারেন। আর আজীবন চালাইতে থাকেন।

(কিভাবে কত বিট দেখবেন, ডেক্সটপ থেকে My Computer এর উপর রাইট ক্লিক করে Properties এ ডুকুন। এখানে সব তথ্য দেয়া আছে।)

যাদের IDM registered with fake serial code” মেসেজ শো করে বা কিছু বুঝতেছেন না তারা এই ভিডিওটি দেখুন-

সতর্কতাঃ কখনোই IDM আপডেট দিবেন না। আপডেট দিলেই ক্রেক কাজ করবে না! আবার নতুন করে ইনস্টল করতে হবে।

এই কাজগুলো একজন সাধারণ ইউজারের পক্ষে করা খুবেই সহজ তাই বেশি স্কিনশট দেয়ার প্রয়োজন মনে করি নাই।
পিসি এর যেকোনো সমস্যার কথা আমাকে জানাতে পারেন ১০০% সাহায্য চেষ্টা করব। ইউটিউব চ্যানেলে কমেন্টে জানাতে পারেন। বা আমাকে ইমেইল করতে পারেন (firakib1@gmail.com)
ধন্যবাদ।

8 thoughts on "কিভাবে কোন সমস্যা ছাড়াই আজীবন IDM ফ্রিতে ইউজ করবেন। (All Problem Fixed)"

  1. Trickbd lover Muzahid Author says:
    ভাই আমি আগে থেকেই idm ব্যবহার করে মেয়াদ সেশ করেছি তাই এখন এটা আমার install হয় কিন্তু সিরিয়াল নাম্বার চায় ।এখন কি করব??
    1. Avatar photo Bellal Contributor Post Creator says:
      ager gula uninstall kore…..amar trick ta follow koren…..100% hobe
  2. Avatar photo Ajoybd Contributor says:
    Aita ki free net naki???
    R free net hole kon sim a ???
    Pls Help me

    Advance_Thanks

    1. Avatar photo Bellal Contributor Post Creator says:
      na vai….wifi
    2. Avatar photo Ajoybd Contributor says:
      ok vaita thanks..
  3. Avatar photo Sajib055 Contributor says:
    vi apnr tai ki google crome e youtube theke download hoy
    1. Avatar photo Bellal Contributor Post Creator says:
      hm

Leave a Reply