মোবাইলে নেট ব্রাউজ করছেন
কিন্তু
মোবাইলের উপরে ‘E’ কিংবা ‘H’
লেখাটা কি লক্ষ্য করেছেন?
মনে প্রশ্ন
জাগে না,কেনইবা ‘E’ অথবা ‘H’
লেখা থাকে???
মোবাইলে ইন্টারনেট
ব্রাউজ করার
সময়
আপনার পার্শ্ববর্তী নেটওয়ার্ক-এর
উপর
নির্ভর করে G, E, 3G, H, H+, LTE
উঠে থাকে। এগুলো সবই নেটওয়ার্ক-
এর সংস্করণ। G অর্থ GPRS
আপনার মোবাইল স্ক্রিনে যদি ‘G’
লেখা উঠে থাকে তবে আপনি ইন্ট
সর্বনিম্ন কোয়ালিটি ইউজ করছেন।
অর্থাত এক্ষেত্রে আপনার নেট
স্পিড
থাকবে খুবই কম। E অর্থ EDGE
যদি E লেখা থাকে তার
মানে আপনি GPRS এর
ইন্টারনেট
ব্যবহার করছেন। এটিই মূলত 2G
ইন্টারনেট। বাংলাদেশের প্রায়
সব
এলাকাই
EDGE
কাভারেজ সম্পন্ন।
3G হল GSM এবং EDGE এর চেয়ে দ্রুত
গতির ইন্টারনেট সংস্করণ।
3G = 3rd Generation বাংলাদেশে 3G
চালু হলেও
মোবাইল
অপারেটরগুলা এর চেয়ে উন্নত
সংস্করণের
ইন্টারনেট চালু করেছে।
যার কারণে 3G কাভারেজ
এলাকায় নেট
ব্রাউজ করলে মোবাইল স্ক্রিনে H
অথবা H+ উঠে।
H = HSDPA / 3.5G
H+ = 3.9G
3G/3.G+ এর চেয়ে দ্রুত গতির
ইন্টারনেট হল LTE বা 4G
যা আমাদের
দেশে বাণিজ্যিকভাবে এখনও চালু
হয়নি।
বাংলালায়নসহ অন্যান্য
ওয়াইম্যাক্স
কোম্পানিগুলো LTE চালু
করতে চাচ্ছে কিন্তু নরমাল
মোবাইল
অপারেটর গুলোর কারনে তা সম্ভব
হচ্ছেনা বলে জানা গেছে।
সারা বাংলাদেশে 3G পৌঁছার
এবং LTE
চালু হওয়ার আশায়….
যে কোন প্রয়োজনে ফেসবুকে আমি
আমার ছোট সাইটটিতে ঘুরে আসার আমন্ত্রন রইলো।
9 thoughts on "আপনি জানেনকি মোবাইলের নেট চালানোরসময় G, E, 3G, H, H+, LTE উঠারকারন,দেখে নিন।"