ইন্টারনেট জগতে এটাই প্রথম কোন টিউন একবার দেখুন ১০০% কাজে লাগবে। ক্যালকুলেটর দিয়ে অসাধারণ এক আইডিয়া। এমনটি আগে কখনও দেখেন নিন।
আশারাখি সকল ভিউয়ারদের এই আর্টিকেলটি ভাল লাগবে। আমি ১০০% শিউর হয়ে বলতে পারি আপনার বা আপনাদের এই আর্টিকেল ভাল লাগবে। শুধু তাই নয় আপনি হয়ত এমন কিছুই খুজতেছিলেন। সত্যিই অসাধারণ এক আইডিয়া। ইন্টারনেট জগতে প্রথম
আপনার মনে হতে পারে এমনটিই তো খুজছিলাম।
যেকোন ক্যালকুলেটর দিয়ে বয়স হিসাব করুন অতি সহজে। মাত্র কয়েক সেকেন্ডেই বয়স বের করুন। দিন, মাস, বছর সহ বয়স বের করুন সাধারণ ক্যালকুলেটর দ্বারা। আমার মনে হয় ইন্টারনেট জগতে এটাই প্রথম কোন ভিডিও একবার দেখুন কাজে লাগতে পারে কোন একদিন।
> কোন জটিল বিষয় নয়।
> কোন এক্সট্রা সফটওয়ার লাগবে না।
> কোন সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে না।
> কোন অ্যান্ড্রয়েড/উইন্ডোজ ফোন লাগবে না।
> কোন অ্যাপস/কম্পিউটার লাগবে না।
ইন্টারনেট জগতে এটাই প্রথম কোন টিউন একবার দেখুন ১০০% কাজে লাগবে।
ক্যালকুলেটর দিয়ে অসাধারণ এক আইডিয়া। এমনটি আগে কখনও দেখেন নি।
তাহলে শুরু করা যাক।
★
প্রথম সূত্রঃ- ৮৮০০ (এই কোড টি মনে রাখুন)
দ্বিতীয় সূত্রঃ- ৭০ (এই কোড টি মনে রাখুন)
তৃতীয় সূত্রঃ- কোন সংখ্যা বিয়োগ করতে হবে না।
চতুর্থ সূত্রঃ- ৮৮৭০ (এই কোড টি মনে রাখুন)
উপরের এই সূত্র ৪টি দিয়ে পৃথিবীর যেকোন মানুষের বয়স হিসেব করতে পারবেন। অর্থ্যাৎ সাধারনত চাকুরীর ক্ষেত্রে আমরা যখন বয়স বের করি ঠিক তথন এটি কাজে লাগবে ১০০% ।
★
প্রথম সূত্রঃ-
ধরা যাক একজনের জন্ম তারিখ ২৭-০৮-১৯৮৩ খ্রিঃ
তাহলে ঐ ব্যক্তির বর্তমান বয়স কত?
(৩১-০৫-২০১৬ খ্রিঃ তারিখে)
প্রথমে ক্যালকুলেটর মেশিনে এভাবে তারিখ লিখুন:-
২০১৬০৫৩১ এবং বিয়োগ করুন এভাবে…
ফলাফল= ৩২৯৭০৪
এর পর ফলাফলের সাথে ৮৮০০ আবার বিয়োগ করুন।
ফলাফল= ৩২০৯০৪
ঐ লোকের বয়স হচ্ছে:-
৩২ বছর ০৯ মাস ০৪ দিন।
★
দ্বিতীয় সূত্রঃ-
একজনের জন্ম তারিখ ২৭-০৮-১৯৮৩ খ্রিঃ
তাহলে ঐ ব্যক্তির বর্তমান বয়স কত?
(১৬-১২-২০১৬ খ্রিঃ তারিখে)
প্রথমে ক্যালকুলেটর মেশিনে এভাবে তারিখ লিখুন:-
২০১৬১২১৬ এবং বিয়োগ করুন এভাবে…
-১৯৮৩০৮২৭
ফলাফল= ৩৩০৩৮৯
এর পর ফলাফলের সাথে ৭০ বিয়োগ করতে হবে।
ফলাফল= ৩৩০৩১৯
ঐ লোকের বয়স হচ্ছে:-
৩৩ বছর ০৩ মাস ১৯ দিন।
★
তৃতীয় সূত্রঃ-
একজনের জন্ম তারিখ ৩০-০১-১৯৮০ খ্রিঃ
তাহলে ঐ ব্যক্তির বর্তমান বয়স কত?
(৩১-১২-২০১৬ খ্রিঃ তারিখে)
প্রথমে ক্যালকুলেটর মেশিনে এভাবে তারিখ লিখুন:-
২০১৬১২৩১ এবং বিয়োগ করুন এভাবে…
-১৯৮০০১৩০
ফলাফল= ৩৬১১০১
এর পর ফলাফলের সাথে আর কোন কিছু বিয়োগ করতে হবে না।
ফলাফল= ৩৬১১০১
ঐ লোকের বয়স হচ্ছে:-
৩৬ বছর ১১ মাস ০১ দিন।
★
চতুর্থ সূত্রঃ-
একজনের জন্ম তারিখ ২৭-০৮-১৯৮৩ খ্রিঃ
তাহলে ঐ ব্যক্তির বর্তমান বয়স কত?
(১৫-০১-২০১৭ খ্রিঃ তারিখে)
প্রথমে ক্যালকুলেটর মেশিনে এভাবে তারিখ লিখুন:-
২০১৭০১১৫ এবং বিয়োগ করুন এভাবে…
-১৯৮৩০৮২৭
ফলাফল= ৩৩৯২৮৮
এর পর ফলাফলের সাথে ৮৮৭০ বিয়োগ করতে হবে ।
ফলাফল= ৩৩০৪১৮
ঐ লোকের বয়স হচ্ছে:-
৩৩ বছর ০৪ মাস ১৮ দিন।
ভাল লাগলে আমার channel টি ঘুরে আসবেন প্লিজ।
Our Youtube Channel Plg Visit
এভাবে সকলেই তার জন্ম তারিখ দিয়ে তার বয়স,মাস,দিন বের করতে পারবে। তো বন্ধুরা ট্রিকবিডির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।
age calculator ব্যাবহার করলেই তো নিমেশেই বয়স বের হয়ে জাবে।
হবে?
mental lagce?
হবে?