টুইটার ব্যবহারকারীদের জন্য সুখবর। টুইটারে একাধিক অ্যাকাউন্ট থাকা ব্যবহারকারীদের জন্য অ্যাকাউন্ট শেয়ারিং ফিচার চালু করেছে টুইটার কর্তৃপক্ষ। যারা ফেসবুক ব্যবহার করেন, তারা হয়তো এই সিস্টেমটা দেখে থাকবেন। ফিচারটি কাজে লাগিয়ে আইওএস ও অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসে পাসওয়ার্ড পরিবর্তন না করেই নিজের সব অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। এ বিষয়ে এক বার্তায় টুইটার জানিয়েছে, বারবার পাসওয়ার্ড না দিয়ে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের এটিই নিরাপদ পদ্ধতি। প্রাথমিকভাবে শুধু টুইটার অ্যাপের মাধ্যমে মোবাইল ব্যবহারকারীরা এ সুযোগ পাবেন। তাহলে আরকি এখন থেকে ফেসবুকের মত আপনার একাধিক টুইটার অ্যাকাউন্টেও সহজেই ভিজিট করুন পাসওয়ার্ডের ঝামেলা ছাড়াই। আর হ্যাঁ! যাদের টুইটার আইডি আছে, তারা আমাকে টুইটারে ফলো করতে পারেন। টুইটারে আমাকে ফলো করতে @MahbubPathan ক্লিক করুন।

3 thoughts on "এইবার ফেসবুকের মত অ্যাকাউন্ট শেয়ারিং ফিচার চালু করল টুইটার!"

    1. Mahbub Pathan Author Post Creator says:
      thanks!

Leave a Reply