ব্যস্ততার কারণে অনেক সময়েই আমরা
সামনের মানুষটিকে অপেক্ষা করতে
বলে থাকি। ইংরেজিতে সচরাচর ‘Wait
for me.’ (ওয়েট ফর মি/আমার জন্যে
অপেক্ষা করুন)-এর মতো সাধারণ বাক্য
দিয়ে কাউকে অপেক্ষা করতে বলা
হয়ে থাকে। আমাদের আজকের
আয়োজনে আমরা জেনে নেব একটু
ভিন্নভাবে কাউকে অপেক্ষা করতে
বলার পাঁচটি উপায়।
১) Hang on a moment. (হ্যাং অন আ
মোমেন্ট/একটু অপেক্ষা করুন)
Advertisement
অল্প সময়ের জন্য কাউকে অপেক্ষা
করতে হলে তাকে নম্র স্বরে বলুন, ‘Hang
on a moment.’ অথবা ‘Hold on!’ (হোল্ড
অন)
২) I will be right with you. (আই উইল বি
রাইট উইথ ইউ/আমি কিছুক্ষণের মাঝেই
আপনার কাছে ফিরে আসছি)
সাধারণত কলসেন্টারগুলোয় গ্রাহকদের
অপেক্ষা করতে বলার জন্যে অনুরোধ
করতে বলা হয়, ‘I will be right with you, sir/
madam.’
৩) Bare with me. (বেয়ার উইথ মি/আমার
সঙ্গেই থাকুন বা অপেক্ষা করুন)
বেশি সময় ধরে অপেক্ষা করার
প্রয়োজন হলে এটি ব্যবহার করা হয়।
ধরুন, আপনি টাইপিং-এর কাজ করছেন
এবং কাজটি শেষ করতে আপনার আরো
সময় প্রয়োজন। এই সময়ে টাইপিং-এর
জন্য কেউ তাগাদা দিলে তাকে বলুন,
‘This will take some time. Bare with me.
(দিস উইল টেক সাম টাইম। বেয়ার উইথ

মি)’ অর্থাৎ, কাজটি শেষ হতে আরো
সময় লাগবে। অপেক্ষা করুন।
৪) Let me see. (লেট মি সি/আমাকে
একটু সময় দিন)
হুট করে কারো প্রশ্নের জবাব মাথায়
না এলে বা কাউকে কোনো তথ্য
দেওয়ার জন্য একটু চিন্তা করার সময়ের
প্রয়োজন হলে তাকে কায়দা করে বলুন,
‘Let me see.’ এবং তারপরে প্রয়োজনীয়
সময় নিয়ে চিন্তা করে, গুছিয়ে
সামনের ব্যক্তিকে আপনার উত্তরটি
দিন।
৫) All in good time. (অল ইন গুড টাইম/
আরো কিছু সময়ের প্রয়োজন)
ধরুন আপনি রাতের খাবার রান্না
করছেন এবং আপনার রান্না শেষ করতে
আরো সময়ের প্রয়োজন। এই ক্ষেত্রে
কেউ যদি জানতে চায় রাতের খাবার
কখন পরিবেশন করা হবে তখন গুছিয়ে
বলুন, ‘The dinner will be served all in good
time. (দ্য ডিনার উইল বি সারভড অল ইন
গুড টাইম)’ অর্থাৎ, রাতের খাবার
পরিবেশনে আরো কিছু সময়ের
প্রয়োজন।
এবার আসা যাক আপনার জন্য অপেক্ষা
করে থাকা ব্যক্তিকে অপেক্ষার মতো
ধৈর্যশীল কাজটি করার জন্য
ইংরেজিতে কীভাবে তাকে ধন্যবাদ
জানাবেন সেই প্রসঙ্গে। আপনি
তিনটি ভিন্ন উপায়ে ধন্যবাদ দিতে
পারেন।
১) I apologize for the delay. (আই
এপোলোজাইজ ফর দ্য ডিলে/আমি
দেরি করার জন্য ক্ষমাপ্রার্থী)
কোনো সাক্ষাতে নির্দিষ্ট সময়ের
থেকে দেরিতে পৌঁছালে তার জন্য
ক্ষমা চেয়ে বলুন, ‘I apologize for the
delay’ এবং একই সঙ্গে অপেক্ষা করে
থাকার জন্যে তাকে ধন্যবাদ জানাতে
আগের বাক্যটির সঙ্গে জুড়ে দিন ‘Thank
you for waiting. (থ্যাংক ইউ ফর
ওয়েটিং)’ অর্থাৎ, অপেক্ষা করার জন্য
আপনাকে ধন্যবাদ।
২) Thank you so much for waiting. (থ্যাংক
ইউ সো মাচ ফর ওয়েটিং/অপেক্ষা
করার জন্যে আপনাকে ধন্যবাদ)
অপেক্ষারত ব্যক্তিকে ধন্যবাদ
জানাতে আপনি বলতে পারেন, ‘Thank
you so much for waiting.’
৩) Sorry to keep you waiting. (স্যরি টু
কিপ ইউ ওয়েটিং/আপনাকে অপেক্ষা
করিয়ে রাখার জন্য দুঃখিত)
অনেকক্ষণ ধরে কাউকে অপেক্ষা
করিয়ে রাখলে তাকে বলুন, ‘Sorry to
keep you waiting for so long. Thank you for
waiting.(স্যরি টু কিপ ইউ ওয়েটিং ফর
সো লং।
থ্যাংক ইউ ফর ওয়েটিং/আপনাকে
এতক্ষণ ধরে অপেক্ষা করিয়ে রাখার
জন্য আমি দুঃখিত। আপনাকে অপেক্ষা
করার জন্য ধন্যবাদ।)’
পরেরবার ইংরেজিতে কাউকে
অপেক্ষা করতে অনুরোধ করার জন্য
ইংরেজিতে এই উপায়গুলোর সাহায্য
নিন এবং বিষয়গুলো আরো চর্চা করুন।

34 thoughts on "ইংরেজিতে অপেক্ষা করতে বলার ৫টি উপায়"

    1. Pranto Paul Author Post Creator says:
      thank You
  1. Shakil Mahmud Contributor says:
    Thanks for share
    1. Pranto Paul Author Post Creator says:
      tnx a lot
  2. Md Noor Hasan Contributor says:
    <[font color="red"]Good post[/font]
    1. Pranto Paul Author Post Creator says:
      ?
  3. Abdus Salam Author says:
    এসব অপ্রয়োজনীয় পোস্ট করা থেকে বিরত থাকুন। এতে করে দরকারি পোস্ট গুলো নিচে চলে যায়।
    1. Pranto Paul Author Post Creator says:
      আপনার একার ভালো নাও লাগতে পারে!! but বাকিদের প্রয়োজন পড়তে পারে!!
    2. hasibul hasan Contributor says:
      aisob akon bacca rao jane…
    1. Pranto Paul Author Post Creator says:
      ধন্যবাদ আপনাকে ✌
    1. Pranto Paul Author Post Creator says:
      ধন্যবাদ আপনাকে ✌
    1. Pranto Paul Author Post Creator says:
      ধন্যবাদ আপনাকে ✌
  4. hasibul hasan Contributor says:
    really a sob polapan author hoilo kemne…..
    1. Pranto Paul Author Post Creator says:
      ?
  5. RJ Contributor says:
    Screenshots edit korar 1ta valo software er nam bolen to…amar dorkar…
    1. Pranto Paul Author Post Creator says:
      pic art দিয়া সব করা যাই!! try করে দেকতে পারেন!!
    2. RJ Contributor says:
      ?
    3. Pranto Paul Author Post Creator says:
      ?
  6. Abdus Salam Author says:
    পোস্টের ভিউ কতো একবার দেখ ভাই! তাহলেই বুঝবে।
    1. Pranto Paul Author Post Creator says:
      আমি ভিউ দিয়া কি করমো?? আমি চাই এর থেকে কারো সাহায্য হক!!
    2. Abdus Salam Author says:
      বলেন তো আমি কিসের ভিউ এর কথা বলছি!
    3. Pranto Paul Author Post Creator says:
      ভাই আমি জানি আপনি অনেক ভালো ভালো post করেন!! আমি তা দেখেছি!! আপনি আমার post এর ভিউ এর কথা বলছেন!!
  7. Shahriar Nafiz Contributor says:
    টেকনোলজি বিষয়ক পোস্ট করেন এতে করে মানুষ উপকৃত হবে। ধন্যবাদ।?
    1. Pranto Paul Author Post Creator says:
      ঠিক আছে!!! next time থেকে!!
    1. Pranto Paul Author Post Creator says:
      ধন্যবাদ আপনাকে ✌
  8. AH Raju Author says:
    Amake Author banan Rana vai..ami Je post korechi shegula review korun.plss
  9. TųsĦař Contributor says:
    Good Post,bro..??
  10. Mahbub Subscriber says:
    ami besircag time ay hold on ata use kori…

Leave a Reply