আশা করি সবাই ভাল আছেন।
আপনাদের সামনে হাজির হলাম, আরেকটি আতঙ্কিত গেম নিয়ে।
আগেই বলে রাখি যে
পোষ্ট টা
বাংলাদেশ প্রতিদিন থেকে নেয়া।
গত কিছুদিন আগে ব্লু হোয়েল আতঙ্ক বেশ ভাবিয়ে তুলেছিল সবাইকে। সেই আতঙ্ক পুরোপুরি শেষ হবার আগেই ফেসবুকে ছড়িয়েছে নতুন আরেক বিপজ্জনক গেম।
এই গেম কিশোর-কিশোরীদের দু’দিনের জন্য বাড়ি থেকে নিখোঁজ থাকতে উৎসাহিত করে।
জানা গেছে, ১৪ বছর বয়সি অনেক কিশোর-কিশোরী ফেসবুকে ৪৮ ঘণ্টা চ্যালেঞ্জের এই গেমটি খেলছে বলে মনে করা হচ্ছে। অল্পবয়সিরা প্রায়ই দুজন মিলে বা কয়েকজনের গ্রুপ হিসেবে খেলার সাহস দেখাচ্ছে। যার ফলে নতুন এই গেম অভিভাবকদের কাছে নতুন এক চিন্তার এক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই গেমে নিখোঁজ কিশোররা পুরস্কৃত হয় যখন, তাদের চিন্তিত বাবা তাদের খোঁজে ফেসবুকে বন্ধুদের সাহায্যের জন্য জিজ্ঞাসা করেন।
পুলিশের মতে, অনেক কিশোর এ খেলায় ৪৮ ঘণ্টার সময়সীমা উপেক্ষা করে আরো বেশি সময় নিখোঁজ থাকতে আগ্রহী থাকে অযৌক্তিকভাবে নিখোঁজ হওয়াটা পরিবারের জন্য উদ্বিগ্নের।
আতংকে থাকতে হয় যে, তারা মারা গিয়েছে, ধর্ষণের শিকার হয়েছে, পাচার করা হয়েছে বা হত্যা করা হয়েছে। কিন্তু এই বাচ্চারা মনে করে এটা মজার খেলা।
মনে হলো, সবার কাছে জানানো উচিৎ, তাই দিলাম।
ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।
ভালো থাকুন সুস্থ থাকুন।
আর বলেন আপনার কি সমস্যা,,,,,,,,,,?????
ট্রাই করে দেখি পারি কিনা,,,
fb. com/nbliton2
কেউ জানতো না, এখন সবাই জানলোঁঁ আজব
Then Facebook a suru hobe notun abal der jonmo…
Jemon ta hoyechio blue wheal er somoy.