বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন?
আজকে আমি এইচ টি এম এল এর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম।
বন্ধুরা আপ্নারা হয়তা গত টিউটোরিয়াল দেখে কিছুটা ধারণা পেয়েছেন কিভাবে কোড লিখতে হয় কিভাবে কোড লিখে রান করাতে হয়।
আজকে থাকছে তার চেয়ে ভিন্ন কিছু নিয়ে আলোচনা।
আজকের টিউটোরিয়ালে থাকবে হেড, টাইটেল, বডি, প্যারাগ্রাফ, হেডিং, এই সমস্থ ট্যাগ এর আলোচনা।
আমি চেষ্টা করেছি তোমার বা তোমাদের বোঝার মত করেই বানিয়েছি। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না।

যদি কোনো সমস্যা হয়েও থাকে তাহলে টিটিতে অথবা টেক টিউব ইনফিনিটিতে কমেট করলে ইনশাহ আল্লাহ্‌ তোমাদের সমস্যা সমাধান পেয়ে যাবে।

এইচ টি এম এল তেমন কঠিন কোনো বিষয় না, তোমরা যদি সঠিক ভাবে শিখতে থাকো অবশ্যই সেটা তোমাদের হাতের নাগালে চলে আসবে।
ওয়েব ডিজাইন করে অনেকেই ফ্রিল্যান্সারে কাজ করেন, আমরা চেষ্টা করলে অবশ্যই তাদের মতই ডিজাইনার হয়ে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারবো।

তাহলে চলো আজের পর্বটা দেখে নেই?

https://youtu.be/AEMn9oqmyN0

ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখেবন। আল্লাহ হাফেয

6 thoughts on "এন্ড্রয়েডেই শিখি এইচ টি এম এল, পর্ব ০২"

    1. Innovations Insight Logo মেহেদী হাসান Author Post Creator says:
      ভিডিও দেবো না?
    2. Avatar photo Raju Das Rudro Author says:
      Na dite bolinai. But apni tho post e kichu na likhei video link diyechen.
    3. Innovations Insight Logo Server Error Author Post Creator says:
      আচ্ছা সামনের ভিডিও টিউটোরিয়াল না বানিয়ে টিউন আকারে দিবো পড়ে না বুঝলে তার পর পোস্ট এডিট করে ভিডিও আপডেট করবো। ধন্যবাদ ভাই সুন্দর মতামতের জন্য।
    4. Avatar photo Raju Das Rudro Author says:
      Prothome bistarito likhben. Then valovabe bujhar jonno video link diye diben. 2 tai thakbe post e.
  1. Innovations Insight Logo Server Error Author Post Creator says:
    হ্যাঁ, রুদ্র ভাই ধন্যবাদ মতামতের জন্য।

Leave a Reply