আসসালামু আলাইকুম৷ আশা করি সবাই ভালো আছেন৷ আমার ইচ্ছা ছিল আজকে ফটো এডিট নিয়ে তৃতীয় পোস্ট দেব৷
কিন্তু কিছুদিন ধরে ইউটিউব নিয়ে প্রচুর পোস্ট দেখছি৷ তাই ভাবলাম একটা youtube নিয়ে post করি৷এটা সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরছি৷
তবে একটা ছোট্ট অনুরোধ please সম্পূর্ন পোস্টটা পড়বেন৷
## আমার ইউটিউব চ্যানেল ছিল৷ ভিউ মোটামুটি ছিল৷ মনিটরাইজ ও করছিলাম৷ কিন্তু বন্ধুর ভুলের কারণে চ্যানেল ব্যান হয়৷
কারণ যখন gp free net বের হয় ও তখন বিভিন্ন vpn দিয়ে ঢুকছিল৷তারপর আর কি!ব্যান৷
তো আসলে যেটা হয় তা বলি:
## আমরা ইউটিউবে পোস্ট দেওয়ার আগে কি ভাবি? “যে ইডিট করছি,যে video বানাইছি মানুষ দেখব আবার না! কমপক্ষে এক লাখ ভিউ তো পামুই৷ ওরা যে খেত মার্কা ইডিট করে তার চেয়ে একশগুন ভালো আমারটা,মানুষ না দেখলে জোর কইরাই দেখামু”
কিন্তু ভিডিও আপলোড করার পর কি হয়৷ সাতদিন পর মোট view ১০৷ তার মধ্যে 4 টা আমার বাকি 6 টা বন্ধুদের”৷এটা হলো আসল চিএ৷
##আপনাদের অনেকেরই প্রশ্ন “ভাই ইউটিউবে ভিউ পাই না,ইউটিউবে ভিডিও শুধু কপিরাইট ধরে,প্রচুর কষ্ট করালাগে,All time নেটে থাকতে হয়,আমার চ্যানেল ব্যান হইছে আমি কি করবো,সহজ কোন সামাধান নাই,কি নিয়ে ভিডিও বানাবো?”৷ থামেন৷
**আপনি একবার ভেবে দেখুনতো আপনার ভিডিও মানুষ কেন দেখবে? আপনার ভিডিওতে কি আছে? ভালো কনটেন্ট হলে video হয়?
উওর: একটা কথা মনে রাখবেন ভাল কন্টেন্টেই ভিডিও হয়না৷ভালো প্রেজেন্টেশন ও করতে হয়৷ ধরুন আপনি ময়লা প্লেটে সুস্বাদু খাবার খাচ্ছেন৷ এতে আপনার পেট ভরতে পারে কিন্তু মন ভরবে না৷ভিডিওও তাই৷
## তাহলে ইউটিউবে ভালো ভিউ পেতে হলে কি করতে হবে?
⇒ ok এবার আসি মূল কথায়৷ ইউটিউবে ভিউ পেতে হলে যা যা করতে হবে:
1. ইউটিউব ইন্ট্রো: ট্রিকবিডির অনেকে চ্যানেলে দেখলাম শুরুতেই টিউটোরিয়াল ও কথা দিয়ে শুরু করছে৷ ভাই আপনি কি হরর flim বানাইতেছেন?
হুট করে আসলাম আর মুভি শুরু হয়ে গেল?অন্তত ভালো কিছু দিয়ে তো শুরু করতে হবে৷ আমরা সেই ভালো টাকেই বলবো ইন্ট্রো৷তবে ইন্ট্রো আপনি 2 ভাবে দিতে পারেন৷
① ভিডিওর শুরুতে৷
② আপনার ভিডিওর বিষয়টা বলার পর৷
যেমন: হ্যালো Guys! আসসালামু আলাইকুম৷আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা চ্যানেল ইন্ট্রো বানাবেন৷ এজন্য যা যা লাগবে তা ভিডিও ডিসক্রিপসনে দেয়া আছে৷
অ্যাপস গুলো নামিয়ে নিন৷তো lets start! (ইন্ট্রো) তারপর discription৷কিন্তু এভাবে ইন্ট্রো দিতে হলে সুন্দর একটি সাউন্ড নির্বাচন করতে হবে৷
এটা আপনাকে মাথায় রাখতে হবে৷তো এভাবেই ইন্ট্রো দিতে পারেন৷
2.টিউটোরিয়াল Talk: আপনি যেই ভিডিওই বানান না কেন আপনার ভাষা টাকা সুন্দর করতে হবে৷এক্ষেত্রে voice কেমন তা Doesn’t matter.অর্থাৎ গ্রামের ভাষা গুলো ব্যবহার করবেন না৷আর আপনার দূর্বলতা যদি এটাই হয় তবে যতসম্ভব এরিয়ে যাবেন৷
আর একটি কথা, মোটেই বইয়ের ভাষা ব্যবহার করবেন না৷বইয়ের ভাষা বলতে, অনেকেই বক্তব্য দেয় যেটা শুনলে ঘুমিয়ে পরতে ইচ্ছে করে৷অর্থাৎ আপনি কথা গুলো কে যতটা সম্ভব রম্য করে বলবেন৷
3.Sound কোয়ালিটি:আপনার ভিডিও কোয়ালিটির চেয়ে Sound কোয়ালিটি সবচেয়ে বেশি প্রয়োজনীয়৷
কারন শব্দ শ্রুতিমধুর না হলে viewars রা বিরক্ত হয়৷ “এর আগে এক ভাই মাইক্রোফোন নিয়ে পোস্ট দিয়েছিলো,আপনারা অনেকেই গালি দিছেন৷কাজটা ঠিক করেন নাই”!
আর হ্যা আপনারা অনেকেই হেডফোন দিয়ে রেকর্ড করেন, এতে সমস্যা নেই৷কিন্তু মাইক্রোফোন কাছে নিয়ে বলেন৷ফলে আপনার মুখের বাতাসের আওয়াজ শোনা যায় যেটা খুবই বিরক্তি কর৷
এজন্য ফোনের 3ggp ফরম্যাটে ফোনের স্পিকার দিয়ে অডিও রেকর্ড করতে পারেন অথবা হেড ফোনের রিসিভার এর বাটনের দিক থেকে কথা বলতে পারেন৷
আর Baground sound নিয়ে একটা কথা মনে পরলো৷
এর আগে দেখলাম একজন টিউটোরিয়ালে রানা প্লাজার BG সাউন্ড দিছে৷ ভাই আপনিই বলেন এটা কিছু হইলো? টিউটোরিয়ালে কেউ দুঃখের সাউন্ড দেয়?
তাই সবসময় অন্তত রোমাঞ্চোকর সাউন্ড সিলেক্ট করবেন৷যাতে ভিডিওটা দেখতে ও শুনতে ভালো লাগে৷
4.Innovation (নতুনত্ব): প্রতিটা পোস্টেই নতুনত্ব আনবেন যেটা অন্যরকম অনুভুতি দেবে৷এতে ভিউয়ার্সদের মোটিভটাকে চেন্জ করে৷ যেমন একটা ভিডিওতে শুরু করলেন ইন্ট্রো আগে দিয়ে অন্যটা মদ্ধে দিয়ে৷
5. Attractive (আকর্ষনীয়): ভিডিওকে যতসম্ভব থ্রিলার করার চেষ্টা করবেন৷অর্থাৎ মন যেন হয় এরপর কি হবে,এর পর কি হবে? এবং ভিডিওর শেষে হালকা Touch দিবে যে, পরবর্তি ভিডিও কি নিয়ে হবে ৷এতে সহজেই সাবস্ক্রাইব চেয়ে নেয়াটা সহজ হবে৷
6.Ending: শেষের দিকে একটি সুন্দর আউট্রো দিবেন৷
এবার আপনার মোটামোটি কাজ শেষ৷
7.Subtitle(সাবটাইটেল): আপনার ভিডিওতে সাবটাইটেল যোগ করতে পারেন৷আপনি যদি টিউটোরিয়াল বানান এবং যদি সেটা ইরেজিতে হয় তাহলে বাংলা সাবটাইটেল দিতে পারেন৷অথবা আপনি যদি বাংলা টিউটোরিয়াল দেন এবং বিদেশী ভিউয়ার্স ও পেতে চান তবে অবশ্যই ইংরেজি সাবটাইটেল দিতে পারেন৷ সাবটাইটেল ভিডিওকে প্রফেশনালদের মতো করে তোলে৷
বি:দ্র: সাবটাইটেল কিভাবে বানাতে হয় আপনারা চাইলে দিতে পারি৷
ট্যাগ,টাইটেল ইত্যাদি নিয়ে অনেক পোস্ট আছে তাই দিলাম না৷আপনারা চাইলে এড করতে পরি৷
##আপনার ভিডিও তো শেষ হলো কিন্তু আপনারা অনেকে তো আসল কাজটাই করেন না অর্থাৎ চ্যানেল কাস্টমাইজেশন৷ আমি অনেকের চ্যানেলেই দেখি হোমে কোন ভিডিও নেই৷
আপনি একটা জিনিস ভেবে দেখুন,কেউ সাব্সক্রাইব করার জন্য আপনার চ্যানেলে ঢুকলো কিন্তু হোমে কোন ভিডিও পেল না৷তাহলে কি সে সাবস্ক্রাইব করবে? অবশ্যই করবে না৷
অর্থাৎআপনার ইউটিউব হোমটাকে নিজের বারির মতোই সুন্দর ও সাজিয়ে রাখেতে হবে৷আপনি ভালো ভালো ইউটিউবার দের চ্যানেল ডেক্সটপ মুডে করে দেখুন ও আপনারটা দেখুন৷এবার পার্থক্য টা নিজেই বুঝতে পারবেন৷
##আসা করি সবাই বুঝতে পেরেছেন৷ আমি পোস্টে কিছু গ্রাম্য ভাষা ও ইংরেজি শব্দ ব্যবহার করেছি যেটা শুধুমাত্র বোরিং ভাব কাটানোর জন্য৷এজন্য দুঃখিত৷আমি কেবল অর্ধেক পোস্ট করেছি৷ইংশাল্লাহ ভালো রেসপন্স পেলে নেক্সট পার্ট শুরু করবো৷ ভালো হোক খারাপ হোক সবাই কমেন্ট করবেন৷এতে সকলের expression বোঝা যায়৷ধন্যবাদ৷
•চ্যানেলের কভার – ২ ৫৬০x১৪৪০ পিক্সেল।
•ভিডিও থাম্বনেইল – ১২৮০x৭২০ পিক্সেল।
•চ্যানেল আইকন – ৮০০x৮০০ পিক্সেল।
করলে প্লিজ কেও বলেন অনেক উপকৃত হবো
দরকার হলে রুট করবো