আসসালামুআলাইকুম

কেমন আছেন সবাই?
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।

আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি।
তাই তো আবারো আপনাদের মাঝে একটি নতুন ট্রিক নিয়ে হাজির হয়েছি।

আজ আপনাদের দেখাবো কিভাবে আপনার লিখা ভয়েসে রূপান্তরিত করবেন,কনো প্রকার এপ ছাড়াই!

তো চলুন, কথা না বাড়িয়ে কাজে নেমে পড়ি!
প্রথমে নিচের লিংকে ক্লিক করুন।

তারপর আপনি নিচের চিত্রের মত একটি পেইজ দেখতে পাবেন।
এবার আপনি প্রথমের ফাঁকা বক্সটাতে ক্লিক করুন।
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

এবার আপনি আপনার যে লিখাটি ভয়েসে রূপান্তরিত করতে চান,
সেই লিখাটি ঐ বক্সের মধ্যে লিখুন।
অবশ্যই আপনার লিখাটি হতে হবে ইংলিশ/বাংলিশ। কারণ বাংলা লিখা সেখানে সাপোর্ট করে না।
উদাহরণ হিসেবে আমি লিখলামঃ mehedi islam ripon. i love trick bd!
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

এবার নিচের চিত্রে দেখানো জায়গায় ক্লিক করুন।
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

এখন আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন।
এই অপশনগুলো হচ্ছে- আপনি কি ধরণের ভয়েসে আপনার লিখাটি কনভার্ট করতে চান?
মেয়ে নাকি ছেলের গলায় শুনতে চান আপনার লিখাটি সেটা সিলেক্ট করুন।
যেমনঃআমি সিলেক্ট করলাম Female Hindi.
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

আবার নিচের চিত্রে দেখানো জায়গায় ক্লিক করুন।

এবারও আপনি বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন।
আপনি আপনার কনভার্টকৃত ভয়েস কেমন গতিতে শুনতে চান, তা এখান থেকে সিলেক্ট করে নিন।
যেমনঃ আমি সিলেক্ট করলাম Slower.
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

এবার নিচেত চিত্রে দেখানো জায়গায় ক্লিক করুন।
আপনি আপনার অডিও ফাইলটি কি নামে দেখতে চান সেটা লিখুন উক্ত ফাঁকা বক্সটিতে।
যেমনঃ আমি লিখলাম ripon.

পরিশেষে পুরো কাজটি কেমন হলো একবার দেখে নিন।
এবং Start এ ক্লিক করুন।
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

এবার একটি নতুন পেইজ আসবে।
এখানে আপনি আপনার অডিও ফাইলটি দুইটি ফরমেটে ডাউনলোড করার সুযোগ পাবেন।
১, mp3
2, wav
আমি mp3 সিলেক্ট করে ডাউনলোড করলাম।
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

ডাউনলোড হয়ে গেলে এবার এবার Open এ ক্লিক করুন।
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

prove!
নিচের চিত্রটি লক্ষ্য করুন।

তো আজকে এখান থেকেই শেষ করছি।
পোষ্টটা ভালো লাগলে একটা thanks আশা করতেই পারি…।


যেকোন প্রকার দরকারে এই ছোট্ট ভাইটাকে ফেসবুকে নক দিতে পারেন।
হেল্প করার চেষ্ঠা করবো ইনশাল্লাহ।

সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।
ট্রিকবিডির সাথেই থাকবেন।

খোদা হাফেজ

8 thoughts on "আপনার লিখাকে কণ্ঠে রূপান্তর করুন কনো প্রকার এপ ছাড়া!(Net Connection Needed)"

    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
  1. Tausif Contributor says:
    vai লিখার সাথে সাউন্ড মিলে নাতো!
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      talking speed: slower
      আর voice: female hindi করে দিন।
      ইনশাল্লাহ মিলবে।
      আর না হলে অন্য লিখা দিয়ে ট্রাই করেন।
  2. Soyeb Author says:
    Awesome post.. I Needed It.
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      Thank you…
  3. NESHAD1122 Author says:
    Khub valo post,,,,
    Bro, তোমার ফোনের Keyboard এ যে পিকটা দিছো সেটার Resolution কত??
    ????*????
    1. Mehedi Islam Ripon Author Post Creator says:
      ঠিক বলতে পারছিনা।
      আমি জাস্ট ক্রপ করে সেট করে দিছি।

Leave a Reply