আসসালামু-আলাইকুম
আমি হৃদয়
আমি আজকে একটা নতুন টিওটিরিয়াল শেখাবো
কি ভাবে PicsArt দিয়ে Face Logo বানবেন।
এই টিওটিরিয়াল টি আগে কখনো পোষ্ট করা হয়নি। Pice Art দিয়ে ফেইস লোগো বানান একদম ফুল HD তে।কথা না বারিয়ে কাজে আসি Screen এ দেওয়া ScreenShot গুলা ভালো ভাবে লক্ষ করুন।
১)আপনি প্রথমে PicsArt ওপেন করুন এবং যে ছবি দিয়ে ফেইস লোগো বানাবেন সেটি সিলেক্ট করুন বা সরাসরি Gallery থেকে শেয়ার করুন।
যেমন :
২) সারাসরি চলে যান Draw তে।
৩)এবং লাল চিহ্নিত স্তানে Click করুন।
৪)এখন দেখেন আপনার ছবিটি নিচে আছে।এখন আপনার ছবিটি উপরে আনতে লং প্রেস করে উপরে টেনে নিয়ে আসুন।
যেমন:
৫) এখন আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ড কেটে ফেলুন। শুধু আপনার মুখমন্ডল বাদে।
যেমন:
৬)ছবি কাটার জন্য নির্দিষ্ট ব্রাশের মাপ নিয়ে নিন।যেমন:
৭)বুঝার সুবিধার জন্য ঠিক এই ভাবে ছবিটি কাটবেন।
যেমন :
৮)এখন এই ছবিটি সাদা Background এ বসিয়ে নিন। সময় সাপেক্ষ দেখাতে পারি নি। তাই আপনি বসিয়ে নিন।
যেমন:
৯)এখন টিক চিহ্নন Click করে সরাসরি চলে জান FX এর Color Effect এ এবং Black & White Effect এ Click করুন।
যেমন :
১০)কাজ এখানেই শেষ না। এখন আবার টিক চিহ্ন তে Click করুন এবং Add Photo তে Click করুন।
যেমন:
১১)এখন আপনি Google থেকে বিভিন্ন ধরনের Png Background Image, Colorfull Background Image নামিয়ে নিন।
আমার এই সব Background Image নাই। ছিল আমি পোস্টের আগে ডিলিট করে দিছি।আমি এখানে একটা Simple পিক দিয়ে বুঝিয়ে দিলাম।
যেমন:
১২)এখন photo টি Blend এ Click করে Screen করে দিন বা অইখনে অনেক অফসন পাবেন একটা একটা দিয়ে Try করেন। আমি Screen দিলাম কারন Screen এ ভালো Effect হয়।
যেমন:
১৩) এখন টিক দিয়ে দিন। এরপর আপনি যদি চান Text বসাতে। তাহলে Add Text এ জান এবং আপনার নাম দিতে পারেন।এরপর সেভ করে দেন।
১৪)আপনি যদি HD Mode Pic টি সেভ করতে চান তাহলে Draw Options গিয়ে উপরে তিন ডটে Click করুন এখন সেভ Option পাবেন। Pic টি সেভ করুন।
★আপনি যদি PicsArt এর আরো টিওটিরিয়াল পেতে চান তাহলে Trick BD এর সাথে থাকুন।
★আর পোস্টের বিস্তারিত কিছু না বুজলে Youtube এ ভিডিও দেখুন।
★আর পরবর্তী পোষ্ট হবে কিভাবে অন্য Apps এর ফন্ট কি ভাবে PicsArt এ যোগ করতে হয়।
★আর এই পোষ্টটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করুন। আর বেশী সারা পেলে পরবর্তী তে আরো ভালো পোষ্ট করব।
★বানান ভুল হলে ক্ষমা করবে।
★ধন্যবাদ
আজকে এই পর্যন্ত ভালো থাকুন….
MASUD