সবাইকে আসসালামু আলাইকুম
আজকে আমি আপনাদের কাছে বিশ্বের সেরা দশটি ধর্ম গ্রন্থ নিয়ে আলোচনা করবো।

ধর্ম গ্রন্থগুলি বিশ্বের সবচেয়ে পঠিত এবং সবচেয়ে জনপ্রিয়।
তাছাড়াও,ধর্মগ্রন্থ গুলোকে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়।
এই ধর্মগ্রন্থ সমূহ অন্যান্য কল্পিত বা ফ্যান্টাসি বইগুলির চেয়ে সেরা।
একটি আকর্ষণীয় সত্য হল এই বইগুলি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিক্রিত ধর্মীয় বই।
তাই আজকে আমি আপনাদের জন্য শীর্ষ দশটি ধর্মীয় গ্রন্থ গুলির একটি তালিকা তৈরি করেছি।
এইগুলির মধ্যে রয়েছে কুরআন, বাইবেল, তালমুদ,বেদ ইত্যাদি।
শীর্ষ দশটি ধর্মীয় গ্রন্থ গুলি হলো:-
10.কোজিকি(The Kojiki)

কোজিকি হলো “শিন্টোজম”(Shintoism) ধর্মের ধর্ম গ্রন্থ।
শিন্টোজম হচ্ছে জাপানের সবচেয়ে প্রাচীনতম জাপান ধর্ম এবং জাতীয় ধর্ম। Shintoism ধর্মের দুটি প্রধান ধর্মগ্রন্থ আছে।
কোজিকি হলো প্রাচীনতম ধর্মীয় বইগুলির মধ্যে একটি।
জাপানে 712 খ্রিস্টাব্দে এটি লেখা হয়েছিল।
কোজিকি “প্রাচীন বিষয়সমূহের রেকর্ড” বা “প্রাচীন বিষয়গুলির একটি অ্যাকাউন্ট” নামেও পরিচিত।
9.তালমূদ(The Talmumd)

ইহুদী ধর্মের প্রধান পবিত্র বই হল তালমুদ।
তালমুদ ইহুদি প্রথা এবং প্রবিধান একটি বিশাল সংগ্রহ।
তালমুদের দুটি প্রধান অংশ আছে।
প্রাথমিক অংশটি “মিসেস” (২০০ খ্রিস্টপূর্ব সালে প্রকাশিত)
এবং দ্বিতীয়টি হল “জিমারা”(৫০০ খ্রিস্টপূর্ব সালে প্রকাশিত)
8.তাও তী চিং(The Tao Te Ching)

তাও তী চিং তাওবাদ(Taoism) ধর্মের প্রথম পবিত্র ধর্মগ্রন্থ।
ঋষি লোপি এটি লিখেছেন,
এবং তিনি ষষ্ঠ শতকের পূর্বে লাও তেজু নামেও পরিচিত ছিলেন।
“তাও তী চিং” ধর্ম গ্রন্থ দো দে জিং বা লাওজি নামেও পরিচিত।

৭.চার বই(The Four Books

কনফুসিয়াসিস নামে পরিচিত একটি ধর্মের একক ধর্মগ্রন্থের চারটি বই হচ্ছে “চার বই”।
কনফুসিয়াসিস্ট একটি ধর্ম যা ৬০০ খ্রিস্টপূর্বাব্দে কং কুই দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
কনফুসিয়াসির অধিকাংশ অনুসারী চীনে বসবাস করে।

৬.উপনিষদ(The Upanishads

উপনিষদ হিন্দুধর্মের একটি পবিত্র ধর্মগ্রন্থ।
উপনিষদগুলি “বেদ” -এর শেষ অংশ।

৬.পবিত্র বেদ(The Holy Bedas

বেদ সবচেয়ে প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ।
এটি প্রায় ২৫০০ বছর আগে লিখিত হয়েছিল।
ধর্ম গ্রন্থ বেদ “শ্রুতি” নামেও পরিচিত।
এর মূল সংস্করণটি সংস্কৃত ভাষাতে লেখা হয়েছিল।

৪.ত্রিপিটক(The Tripitaka)

ত্রিপিটক শব্দটি সংস্কৃত ভাষা থেকে চালিত হয়েছে।
ত্রিপাটাক (ত্রি-পিতাকা) অর্থ তিনটি ঝুড়ি।
বৌদ্ধরা বেশিরভাগই ত্রিপিটক বইটি পড়ে থাকেন,
এবং এটি তাদের ধর্মীয় গ্রন্থ।
ত্রিপিতাটা মূলত “পালি” নামে একটি ভাষাতে লেখা হয়েছিল।

৩.ভগবৎ গীতা(The Bhagavad gita

“ভগবত গীতা” এছাড়াও সাধারণত গীতা নামে পরিচিত,

এবং এর অর্থ হল ভগবান এর গান।
ভগবত গীতা হিন্দুধর্মের ধর্মগ্রন্থ এবং বেশিরভাগ হিন্দুদের দ্বারা পড়া হয়।

২.পবিত্র বাইবেল(The Holy Bible)

বাইবেল বিশ্বের বেশিরভাগই খ্রিস্টান এবং ইহুদিদের দ্বারা পড়া বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ধর্ম গ্রন্থ।
তবে পবিত্র বাইবেল একক বই নয়,তবে এটি বেশীরভাগ পবিত্র গ্রন্থে এবং শাস্ত্রের সংগ্রহ।
কিং জেমস সংস্করণ বাইবেল সবচেয়ে অনুমোদিত এবং বিশ্বস্ত সংস্করণ বলে মনে করা হয়।

১.পবিত্র কুরআন(The Holy Quran)

কুরআন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত ধর্মগ্রন্থ।
কুরআন বিশ্বের শত শত মুসলমান দ্বারা দিনে পাঁচবার পড়া হয়।

মুসলমানরা ইসলামের অনুসারী এবং কুরআন মুসলমানদের ধর্মীয় বই।

মুসলমানরা বিশ্বাস করে যে কুরআন হল আল্লাহর পক্ষ থেকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর প্রেরণ করা হয়েছে।

মুসলমানরা দিনে ৫ বার নামাযের মধ্যে কুরআন পাঠ করে।

তাই বিশ্বের সেরা দশটি পঠিত ধর্ম গ্রন্থের মধ্যে কুরআন সর্বসেরা।

আজকে এই পর্যন্তই।

খোদা হাফেজ

24 thoughts on "বিশ্বের সেরা দশটি পঠিত ধর্ম গ্রন্থ"

  1. Mahbub Subscriber says:
    Nice Post
  2. Abir Ahsan Author Post Creator says:
    Thanks
  3. Avatar photo Labib Author says:
    ভালো। ধর্মগ্রন্থ বিষয়ে আরো বিছু ব্যাখ্যা দিলে ভালো হয়।
  4. Avatar photo SafiullahArqami Contributor says:
    এই তথ্যটি কোথাও থেকে পাওয়া বা নেওয়া কিন্তু বাস্তবতা হলো কুরআনের পর ফাজায়েলে আমল নামক গ্রন্থটি পৃথিবীর প্রায় 200 এর অধিক ভাষায় রূপান্তরিত ও দৈনন্দিন আধাঘণ্টা করে মসজিদে মসজিদে পঠিত। ধন্যবাদ।
  5. Avatar photo SafiullahArqami Contributor says:
    এই তথ্যটি কোথাও থেকে পাওয়া বা নেওয়া কিন্তু বাস্তবতা হলো কুরআনের পর ফাজায়েলে আমল নামক গ্রন্থটি পৃথিবীর প্রায় 200 এর অধিক ভাষায় রূপান্তরিত ও দৈনন্দিন আধাঘণ্টা করে মসজিদে মসজিদে পঠিত। ধন্যবাদ।
  6. Avatar photo Maker Contributor says:
    NYc post
    Carry on
  7. Avatar photo Labib Author says:
    *টাইটেলে মনে হয় বানান ভুল আছে। (পঠিত – পাঠিত)
    1. Avatar photo Skp2 Contributor says:
      না,,ঠিক আছে। পঠিতই হবে,,
    2. Avatar photo Labib Author says:
      ওহ!
  8. Abir Ahsan Author Post Creator says:
    Thank you
  9. Avatar photo MD Mizan Author says:
    আরে ভাই এগুলো কি পোস্ট করলেন।
  10. Avatar photo Gangster Contributor says:
    সুন্দর পোস্ট করেছেন brother
  11. Avatar photo Ex Programmer Contributor says:
    nc post ঃ)
  12. Abir Ahsan Author Post Creator says:
    সবাইকে ধন্যবাদ।
    কিন্তু আমি এই পোস্টের জন্য কোনো পেমেন্ট পেলাম না কেন?
    1. Avatar photo Skp2 Contributor says:
      আগামীকাল সকালে পেয়ে যাবেন।
  13. Avatar photo MD Rayhan Hossen Contributor says:
    কোরানের কথাটা আগে লেখা উচিত ছিলো।

Leave a Reply