আশা করি সবাই ভালো আছেন।

[আল্লাহর রহমতে]।

তো চলুন দেখে নেওয়া যাক………
.
##[ফিফা বিশ্বকাপের ইতিহাস] সংক্ষেপ এ।

##বিশ্বের প্রথম আন্তর্জাতিক ফুটবল খেলা হয়েছিল ১৮৭২ সালে স্কটল্যান্ডও ইংল্যান্ডের মধ্যে। প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা ছিল ১৮৮৪সালে শুরু হওয়া ব্রিটিশ হোম চ্যাম্পিয়নশিপ।

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
——————————————————
ফিফা বিশ্বকাপ (ইংরেজিতে: FIFA World Cup) (ফুটবল বিশ্বকাপ, সকার বিশ্বকাপ, অথবা শুধু বিশ্বকাপ নামেও পরিচিত)

একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা যেখানে ফিফা বা ফরাসি: FIFA বা Federation Internationale de Football Association — উচ্চারণ: ফরাসি ভাষায় (ফেদেরাসিওঁ অ্যাঁতের্নাসিওনাল্‌ দ্য ফুৎবল্‌ আসোসিয়াসিওঁ‌) অর্থাৎ “(আন্তর্জাতিক ফুটবল সংস্থা”) সহযোগী দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়। ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা। ১৯৩০ সালে এই প্রতিযোগিতা শুরু হয় এবং এখন পর্যন্ত চার বছর পর পর অনুষ্ঠিত হচ্ছে। মাঝে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে (১৯৪২ ও ১৯৪৬) সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।

প্রতিযোগিতাটি দুটি ভাগে বিভক্ত, বাছাইপর্ব ও চূড়ান্ত পর্ব (মূল বিশ্বকাপ)। চুড়ান্ত পর্যায়ে কোন দল খেলবে তা নির্বাচনের জন্য অংশগ্রহণকারী দলগুলোকে বাছাইপর্বে অংশ নিতে হয়। বর্তমানে মূল বিশ্বকাপের আগের তিন বছর ধরে প্রতিযোগিতার বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বর্তমান ধরন অনুযায়ী ৩২টি জাতীয় দল চূড়ান্ত পর্বে অংশ নেয়। আয়োজক দেশে প্রায় একমাস ধরে এই চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা চলে। দর্শক সংখ্যার দিক দিয়ে বিশ্বকাপ মূল পর্ব বিশ্বের বৃহত্তম অনুষ্ঠান। ফিফার হিসেব অনুযায়ী ২০০৬ সালের বিশ্বকাপের ফাইনাল খেলা দেখেছেন প্রায় ৭১৫.১ মিলিয়ন দর্শক।

এ পর্যন্ত অনুষ্ঠিত ২০টি আসরে কেবল ৮টি জাতীয় দল বিশ্বকাপ শিরোপা জিতেছে।

##১৯৯১ সাল থেকে ফিফা ফিফা মহিলা বিশ্বকাপ আয়োজন শুরু করেছে। এটিও সাধারণ বিশ্বকাপের ন্যায় চার বছর পর পর অনুষ্ঠিত হয়।

πΠπΠπΠπΠπΠπΠπΠπΠπΠπΠπΠπΠπΠπΠπ

একনজরে দেখে নেওয়া যাক FiFa WoRLd CuP এর আয়োজক দেশ, চ্যাম্পিয়ন দল ও ৩য়,৪থ স্থান পাওয়া দলগুলোর তালিকা।


↓↓↓
↓↓

1930
আয়োজক ( উরুগুয়ে ) স্টাডিও সেন্টেনারিও, মোন্তেবিদেও, উরুগুয়ের যে স্টেডিয়ামে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়

→→→ফাইনাল←←←
উরুগুয়ে ৪-২ আজেন্টিনা [উরুগুয়ে চ্যাম্পিয়ন]

↓↓↓↓
↓↓↓
↓↓

৩য় স্থান নির্ধারণী ম্যাচ
যুক্তরাষ্ট্র ২-১ যুগোস্লাভিয়া

_________________________________
1934
আয়োজক ( ইতালি )
→→→ফাইনাল←←←
ইতালি ২-১ চেকোস্লোভাকিয়া [ইতালি চ্যাম্পিয়ন]

↓↓↓↓
↓↓↓
↓↓

৩য় স্থান নির্ধারণী ম্যাচ
জার্মানি ৩-২ অস্ট্রিয়া

____________________________________
1938
আয়োজক ( ফ্রান্স )
→→→ফাইনাল←←←
ইতালি ৪-২ হাঙ্গেরি [ইতালি চ্যাম্পিয়ন]

↓↓↓↓
↓↓↓
↓↓

৩য় স্থান নির্ধারণী ম্যাচ
ব্রাজিল ৪-২ সুইডেন

____________________________________
1950
আয়োজক ( ব্রাজিল )
→→→ফাইনাল←←←
উরুগুয়ে ২-১ ব্রাজিল [উরুগুয়ে চ্যাম্পিয়ন]

↓↓↓↓
↓↓↓
↓↓

৩য় স্থান নির্ধারণী ম্যাচ
সুইডেন ৩-১ স্পেন

____________________________________
1954
আয়োজক ( সুইজারল্যান্ড )
→→→ফাইনাল←←←
পশ্চিম জার্মানি ৩-২ হাঙ্গেরি [পশ্চিম জার্মানি চ্যাম্পিয়ন]

↓↓↓↓
↓↓↓
↓↓

৩য় স্থান নির্ধারণী ম্যাচ
অস্ট্রিয়া ৩-১ উরুগুয়ে

____________________________________
1958
আয়োজক ( সুইডেন )
→→→ফাইনাল←←←
ব্রাজিল ৫-২ সুইডেন [ব্রাজিল চ্যাম্পিয়ন]

↓↓↓↓
↓↓↓
↓↓

৩য় স্থান নির্ধারণী ম্যাচ
ফ্রান্স ৬-৩ পশ্চিম জার্মানি

____________________________________
1962
আয়োজক ( চিলি )
→→→ফাইনাল←←←
ব্রাজিল ৩-১ চেকোস্লোভাকিয়া [ব্রাজিল চ্যাম্পিয়ন]

↓↓↓↓
↓↓↓
↓↓

৩য় স্থান নির্ধারণী ম্যাচ
চিলি ১-০ যুগোস্লাভিয়া

____________________________________
1966
আয়োজক ( ইংল্যান্ড )
→→→ফাইনাল←←←
ইংল্যান্ড ৪-২ পশ্চিম জার্মানি [ইংল্যান্ড চ্যাম্পিয়ন]

↓↓↓↓
↓↓↓
↓↓

৩য় স্থান নির্ধারণী ম্যাচ
পর্তুগাল ২-১ সোভিয়েত ইউনিয়ন

___________________________________
1970
আয়োজক ( মেক্সিকো )
→→→ফাইনাল←←←
ব্রাজিল ৪-১ ইতালি [ব্রাজিল চ্যাম্পিয়ন]

↓↓↓↓
↓↓↓
↓↓

৩য় স্থান নির্ধারণী ম্যাচ
পশ্চিম জার্মানি ১-০ উরুগুয়ে

____________________________________
1974
আয়োজক ( জার্মানি )
→→→→→ফাইনাল←←←←
পশ্চিম জার্মানি ২-১ নেদারল্যান্ড [পশ্চিম জার্মানি চ্যাম্পিয়ন ]

↓↓↓↓
↓↓↓
↓↓

৩য় স্থান নির্ধারণী ম্যাচ
পোল্যান্ড ১-০ ব্রাজিল

____________________________________
1978
আয়োজক ( আজেন্টিনা )
→→→ফাইনাল←←←
আজেন্টিনা ৩-১ নেদারল্যান্ড [আজেন্টিনা চ্যাম্পিয়ন]

↓↓↓↓
↓↓↓
↓↓

৩য় স্থান নির্ধারণী ম্যাচ
ব্রাজিল ২-১ ইতালি

___________________________________
1982
আয়োজক ( স্পেন )
→→→ফাইনাল←←←
ইতালি ৩-১ পশ্চিম জার্মানি [ইতালি চ্যাম্পিয়ন]

↓↓↓↓
↓↓↓
↓↓

৩য় স্থান নির্ধারণী ম্যাচ
পোল্যান্ড ৩-২ ফ্রান্স

___________________________________
1986
আয়োজক ( মেক্সিকো )
→→→ফাইনাল←←←
আজেন্টিনা ৩-২ পশ্চিম জার্মানি [আজেন্টিনা চ্যাম্পিয়ন]

↓↓↓↓
↓↓↓
↓↓

৩য় স্থান নির্ধারণী ম্যাচ
ফ্রান্স ৪-২ বেলজিয়াম

____________________________________
1990
আয়োজক ( ইতালি )
→→→ফাইনাল←←
পশ্চিম জার্মানি ১-০ আজেন্টিনা [পশ্চিম জার্মানি চ্যাম্পিয়ন]

↓↓↓↓
↓↓↓
↓↓

৩য় স্থান নির্ধারণী ম্যাচ
ইতালি ২-১ ইংল্যান্ড

____________________________________
1994
আয়োজক ( মার্কিন যুক্তরাষ্ট্র )
→→→ফাইনাল←←
ব্রাজিল ০-০ ইতালি [ব্রাজিল চ্যাম্পিয়ন]
টাইব্রেকারে ( ৩-২ )

↓↓↓↓
↓↓↓
↓↓

৩য় স্থান নির্ধারণী ম্যাচ
সুইডেন ৪-০ বুলগেরিয়া

____________________________________
1998
আয়োজক ( ফ্রান্স )
→→ফাইনাল←←

ফ্রান্স ৩-০ ব্রাজিল [ফ্রান্স চ্যাম্পিয়ন]

↓↓↓↓
↓↓↓
↓↓

৩য় স্থান নির্ধারণী ম্যাচ
ক্রোয়েশিয়া ২–১ নেদারল্যান্ড

___________________________________
2002
আয়োজক ( দক্ষিণ কোরিয়া ও জাপান )
→→ফাইনাল←←
ব্রাজিল ২-০ জার্মানি [ব্রাজিল চ্যাম্পিয়ন]

↓↓↓↓
↓↓↓
↓↓

৩য় স্থান নির্ধারণী ম্যাচ
তুরস্ক ৩-২ দক্ষিণ কোরিয়া

____________________________________
2006
আয়োজক ( জার্মানি )
→→ফাইনাল←←
ইতালি ১-১ ফ্রান্স [ইতালি চ্যাম্পিয়ন]
টাইব্রে…(৫-৩)

↓↓↓↓
↓↓↓
↓↓

৩য় স্থান নির্ধারণী ম্যাচ
জার্মানি ৩-১ পর্তুগাল

____________________________________
2010
আয়োজক ( দক্ষিণ আফ্রিকা )
→→ফাইনাল←←
স্পেন ১-০ নেদারল্যান্ড [স্পেন চ্যাম্পিয়ন]

↓↓↓↓
↓↓↓
↓↓

৩য় স্থান নির্ধারণী ম্যাচ
জার্মানি ৩-২ উরুগুয়ে

____________________________________
2014
আয়োজক ( ব্রাজিল )
→→ফাইনাল←←
জার্মানি ১-০ আজেন্টিনা [জার্মানি চ্যাম্পিয়ন]

↓↓↓↓
↓↓↓
↓↓

৩য় স্থান নির্ধারণী ম্যাচ
নেদারল্যান্ডস ৩-০ ব্রাজিল

____________________________________
2018
আয়োজক ( রাশিয়া )
শুরু ১৪ জুন↓

এটা নিয়ে আমি মনে করি আমার কিছু বলার নেই আশা করি। আল্লাই জানে ভালো। কে কি হবে।
আর আপনারা আপনাদের প্রিয় দলকে সাপোর্ট করে, এগিয়ে রাখুন। আর আপনাদের সাপোর্ট টিমের প্রতি রইল আমার গভীর শ্রদ্বা।
____________________________________

♥♣♥♣♥♣♥♣♥♣♥♣♥♣♥♣♥♣♥
____________________________________

এই পর্যন্ত সর্বোমোট ৮টি দলই [FiFA WoRld CuP]এর স্বাদ নিতে পেয়েছে।
↓↓↓↓
→→তাদের তালিকা দেওয়া হলো↓↓
↓↓
(১) ব্রাজিল সবোর্চ্চ (৫ বার) (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২)
↓↓
(২) জর্মানি (৪ বার) (১৯৫৪, ১৯৭৪, ১৯৯০, ২০১৪)
↓↓ ↓↑↓↑
(৩) ইতালি (৪ বার) (১৯৩৪, ১৯৩৮, ১৯৮২, ২০০৬)
↓↓
(৪) আজেন্টিনা (২ বার) (১৯৭৮, ১৯৮৬)
↓↓
(৫) উরুগুয়ে (২ বার) (১৯৩০, ১৯৫০)
↓↓
(৬) স্পেন (১ বার) (২০১০)
↓↓
(৭) ইংল্যান্ড (১ বার) (১৯৬৬)
↓↓
(৮) ফ্রান্স (১ বার) (১৯৯৮)

ΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠΠ

কোন ভুল এুটি হলে আপনারা দেখিয়ে দিবেন সকলেই। আশা করি। আমি ঠিক করার চেস্টা করব।

♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
আর পোস্ট এ কিছু ভুল হলে আল্লহর রস্তে মাফ
করে দিবেন। ভুল তো মানুষেরি হই তাই না। ♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣

30 thoughts on "[FIFA WORLD CUP] এর ইতিহাস একনজরে দেখে নেওয়া যাক। কে কত বার চ্যাম্পিয়ন, এবং Cup নিয়েছে বিস্তারিত সব।"

  1. Skp2 Contributor says:
    অসাধারণ পোস্ট????

    আচ্ছা,,1961 সালের পরের Fifa তে কি পশ্চিম জার্মানী না শুধু জার্মানী হবে????

    1. CoCKroAcH Author Post Creator says:
      পশ্চিম জার্মানী হবে।
    2. CoCKroAcH Author Post Creator says:
      আপনার ভালো মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ
  2. নাঈম Contributor says:
    এসব নতুন কিছু না প্রতি চার বছর পর পর ওয়ার্ল্ড কাপ হয়। এর মাঝে মানুষ কোটি বার এই রকম পোস্ট করে বিশেষ করে বলতে গেলে আর্জেন্টিনা ব্রাজিল এই দুই দলের খেলোয়াড় দের সাপোর্ট নিয়ে।

    প্রীতিতদন্ডী হয়ে কোটি কোটি পোস্ট গোলা করা হয়।

    যায় হোক বলতে চাই ট্রিক বিডি তে এই ধরণের পোস্ট না দেয়া ভালো এটা নাম যেমন পোস্ট ও তেমন হওয়া দরকার। এসব পোস্ট ফেসবুক কিংবা ব্লগ এ দিলে ভালো হয়।

    1. CoCKroAcH Author Post Creator says:
      আপনার কথাও ঠিক আছে।
  3. CoCKroAcH Author Post Creator says:
    আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ
    1. CoCKroAcH Author Post Creator says:
      আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ
    1. CoCKroAcH Author Post Creator says:
      ?????
  4. MD:Samiul Contributor says:
    সুন্দর পোস্ট
    1. CoCKroAcH Author Post Creator says:
      আপনার কথা ঠিক আছে।
    2. CoCKroAcH Author Post Creator says:
      Sorry Vai??. আপনার ভালো মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ
  5. MD Mizan Author says:
    ভালো পোস্ট কিন্তু এগুলো এখানে পোস্ট না করাটাই ভালো?
    1. CoCKroAcH Author Post Creator says:
      আপনার কথা ঠিক আছে।
  6. CoCKroAcH Author Post Creator says:
    কিন্তু আপনার ভালো মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।??
    1. CoCKroAcH Author Post Creator says:
      ?????
    1. CoCKroAcH Author Post Creator says:
      আপনার ভালো মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ
    1. CoCKroAcH Author Post Creator says:
      আপনার ভালো মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ
  7. nimur_sarkar_nebir Contributor says:
    great post
    অনেক তথ্য জানা গেল
    1. CoCKroAcH Author Post Creator says:
      হুম
      আপনার ভালো মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ
  8. Labib Author says:
    ভালো পোষ্ট। তবে এরকম পোষ্ট না করাই ভালো।
  9. CoCKroAcH Author Post Creator says:
    আপনার ভালো মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ
  10. shehab143 Contributor says:
    admin vai a dhoroner post kothai pabo??
    1. CoCKroAcH Author Post Creator says:
      mane ki dhoroner post er kotha boltesen apni??
  11. shehab143 Contributor says:
    football niya amn sob post

Leave a Reply