আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

পোস্টটি সম্পকে কিছু কথা
প্রথমেই বলছি পোস্ট টি সম্পূর্ণ আমার নিজের হাতে লেখা।স্যাটেলাইট সম্পকে যতটুকু জানি ঠিক তত টুকু তুলে ধরছি আপনাদের মাঝে।আর আমি কোনো ওয়েব সাইট থেকে কপি করি নি।আপনাদের বুঝানোর সুবিধার্থে কিছু ফটো শেয়ার করছি যা গুগল থেকে নেয়া।তাই পোস্টের ব্যাপারে কেউ খারাপ মন্তব্য করবেন না।জানি পোস্ট টি লিখতে অনেক সময় লাগবে কিন্তু যাতে আপনারা এ সম্পকে একটা জ্ঞান লাভ করতে পারেন,,, তাতেই আমি সন্তুষ্ট।,,,আর আপনাদের একটা ভালো কমেন্ট একজন অথর কে লেখতে প্রেরনা যোগায়।
বাংলাদেশে Satellite এর যাত্রাঃ
স্যাটেলাইটটির নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। যদিও বাংলাদেশ এখনো স্যাটেলাইট এর যাএা শুরু করে নি।স্যাটেলাইটটি উৎক্ষেপন হবে,,,১০ মে যুক্তরাষ্ট্রে,,সময় বিকাল ৪ টা ১২ থেকে ৬ টা ১২ এর মধ্যে।আর বাংলাদেশ রাত ২ টা ১২ থেকে ৪ টা ১২ এর মধ্যে,,অথাৎ ১১ ই মে।আপনারা উৎক্ষেপন BTV থেকে লাইভ দেখতো পাবেন। বাংলাদেশের স্যাটেলাইট টি তৈরী হয় ফ্রান্সে,,,যা তৈরী করতে অনেক দিন সময় লেগেছে এবং তা রকেট ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয় ফ্লোরিডা নামক স্থানে।সেখানে থেকেই উৎক্ষেপন হবে আমাদের এই স্যাটেলাইট টি।

উদ্বোধন
উদ্বোধন করার সময় সেখানে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়,,প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে পারেন,,, আবার নাও পারেন।আমি যতটুকু জানি।আরো উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীসহ আরো অনেকে।তারপর ফ্লোরিডায় স্যাটেলাইট টি উদ্বোধন করা হবে।
Satellite তৈরীতে খরচ
স্যাটেলাইট তৈরীতে খরচ অনেকাংশে বেশি,,,,যা আপনারা ভালো করে জানেন।তবুও দেশের প্রধানমন্ত্রী এই উদ্যেগ না নেওয়ার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ।যাহোক তিনি এই জিনিস টার প্রতি গুরুত্ব দিয়েছেন। প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ হচ্ছে ২ হাজার ৯৬৭ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে দেওয়া হচ্ছে ১ হাজার ৩১৫ কোটি টাকা। আর ঋণ হিসেবে বহুজাতিক ব্যাংক এইচএসবিসি দিচ্ছে বাকি ১ হাজার ৬৫২ কোটি টাকা। মোট প্রায় ৩ হাজার কোটি টাকার মধ্যে সবচেয়ে বড় খরচ হচ্ছে থ্যালেস অ্যালেনিয়া থেকে স্যাটেলাইট সিস্টেম কেনায়। এ জন্য খরচ হচ্ছে ১ হাজার ৯৫১ কোটি টাকা। স্যাটেলাইটটি যে কক্ষপথ বা অরবিটাল স্লটে উড়বে, সেটি কেনা হয়েছে রাশিয়ার ইন্টারস্পুটনিক নামের একটি প্রতিষ্ঠান থেকে। এ জন্য খরচ হয়েছে প্রায় ২১৯ কোটি টাকা। বাকি প্রায় ৮০০ কোটি টাকা স্যাটেলাইট উৎক্ষেপণ, গ্রাউন্ড স্টেশন তৈরি ও রক্ষণাবেক্ষণের কাজে খরচ হচ্ছে।
যেসকল দেশ এই স্যাটেলাইটটির সুবিধা পাবেঃ
সুবিধা বলতে সেই সুবিধার কথা বলছিনা।স্যাটেলাইট যেসকল দেশে পরিভ্রমন করবে সেসব দেশ হলো সার্কভুক্ত দেশসহ,,, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ও কাজাখস্তান ইত্যাদি।তারা অর্থের বিনিময়ে তা বাংলাদেশের কাছ থেকে শেয়ার করবে।
স্যাটেলাইট উৎক্ষেপনে বাংলাদেশের অবস্থানঃ
আপনারা অনেকে জানেন যে,,, আমেরিকার অনেকগুলো কোম্পানির নিজস্ব স্যাটেলাইট আছে।ওদের কথা বাদ দেন।ওরা বড় লোক মানুষ???।তো কথা হচ্ছে,,,,,বাংলাদেশ বিশ্বের ৫৭ তম দেশ হিসাবে স্যাটেলাইট উৎক্ষেপন করছে।যা আমাদের জন্য গৌরবের।সত্যি ভালো লাগছে।
স্যাটেলাইট এর গঠনঃ
স্যাটেলাইট বিভিন্ন আকৃতির হতে পারে। প্রত্যেক স্যাটেলাইট এর ২টি সাধারণ অংশ থাকেঃ অ্যান্টেনা এবং শক্তির উৎস। অ্যান্টেনা তথ্য গ্রহণ ও সংগ্রহের কাজ করে থাকে। সোলার প্যানেল অথবা ব্যাটারি, উভয়েই শক্তির উৎস হিসেবে কাজ করতে পারে। নাসা’র স্যাটেলাইটে ক্যামেরা এবং কিছু সেন্সর লাগানো থাকে।
স্যাটেলাইট এর ব্যবহারঃ
স্যাটেলাইট খামার গুলোর ডিজিটাল মাপ তৈরি করে । ফলে কৃষক দের মাটির গুনাগুণ , ফসলের ফলন সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়।সড়ক দুর্ঘটনার কারণে প্রতি বছরই অনেক মানুষ মারা যায়। স্যাটেলাইট এর মাধ্যমে আমরা বিভিন্ন সড়কের খুঁতগুলো বের করতে পারি।নগরায়ন এর কাজে অনেক অনেক উপকারে আসে।এখন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নানাবিধ পণ্য আমদানি রপ্তানি হয়। ঘরে বসেই এদের অবস্থান ট্র্যাক করতে স্যাটেলাইট আমাদের সাহায্য করে ।বাতাসের বেগ এবং বায়ু দূষণের পরিমাণ নির্ণয়ে স্যাটেলাইট আমাদের সাহায্য করে থাকে।প্রাকৃতিক দুর্যোগের পর ক্ষতিগ্রস্থদের সাহায্য করার কাজে স্যাটেলাইট সবচেয়ে বেশি কাজে আসে।
স্যাটেলাইট যেভাবে উৎক্ষেপন করা হয়ঃ
(১)কক্ষপথে স্যাটেলাইট স্থাপন করার জন্য আলাদা মহাশূন্য যান রয়েছে। একে বলা হয় “উৎক্ষেপণ যন্ত্র (Launch Vehicle)“। কক্ষপথে স্যাটেলাইট স্থাপনের ক্ষেত্রে যে বিষয়ে সবচেয়ে বেশি মাথা ঘামাতে হয়, তা হলো অভিকর্ষজ ত্বরণ এবং মহাশূন্য যানটির গতির সমতা রক্ষা করা। কারণ অভিকর্ষজ ত্বরণ আমাদের উৎক্ষেপণ যন্ত্রকে পৃথিবীর দিকে টানতে থাকে।
(২)দুই ধরনের উৎক্ষেপণ যন্ত্র রয়েছে – অপচয়যোগ্য রকেট এবং মহাশূন্য শাটল। অপচয়যোগ্য রকেটগুলো স্যাটেলাইট স্থাপন শেষে ধ্বংস হয়ে যায়। অপরদিকে মহাশূন্য শাটলগুলো স্যাটেলাইট স্থাপনের কাজে বারবার ব্যবহার করা যায়। উৎক্ষেপণ যন্ত্রের গতিবেগ উচ্চতার উপর অনেকটা নির্ভর করে। কম উচ্চতার কক্ষপথে (Low Earth Orbit = LEO) এর বেগ ৭.৮ কি.মি./সেকেন্ড, বেশি উচ্চতার কক্ষপথে (Geostationary Earth Orbit =GEO) এর বেগ ৩.১ কিমি/সে ।

আমার মনে হয় না আর স্যাটেলাইট নিয়ে আর ট্রিকবিডিতে পোস্ট করার দরকার আছে।

যাহোক লিখতে আমাকে দেড় ঘন্টার বেশি লেগেছে,,, তাই আশা কেউ একটা কমেন্ট না করে যাবেন না।আপনারা ভালো কমেন্ট করলে আমাকে ভালো লাগে লিখতে।আর আপনাদের কিছু শেখাতে পারি তাতেই আমার আনন্দ।

আশা করি সবাই ভালো থাকবেন।নিত্য নতুন ট্রিক ও ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।পরবর্তীতে আরো এরকম টিপস্ পেতে সাথেই থাকুন।
সকলের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন।

আশা করি কেউ খারাপ কমেন্ট করবেন না।কোন সমস্যা হলে কমেন্ট করে জানান।

আল্লাহ হাফেজ

যেকোন প্রয়োজনেঃ

130 thoughts on "[Hot] জেনে নিন বাংলাদেশ,,,,Satellite সম্পকে সবকিছু।কি হবে এই,,,, Satelite দিয়ে।,,সবাইকে দেখার জন্য অনুরোধ করছি।"

  1. Istiak A Contributor says:
    Aro Aktu Kotha Likle Vlo Hoto,bt Nice Post
    1. Md. Mahfuz Author Post Creator says:
      thc,,,,অনেকক্ষন ধরে লিখছি।
    2. Shariar Islam Author says:
      কি কথা আর লিখা যেতো? আপনি একটু Hint দিন।
  2. Satellite ৭ তারিখে উৎখেপন করা হবে।।
    1. Md. Mahfuz Author Post Creator says:
      thc
    1. Md. Mahfuz Author Post Creator says:
      thc
  3. Skp2 Contributor says:
    7মে Nasa tv তে হয়তো বা লাইভ দেখা যেতে পারে!!!
    1. Md. Mahfuz Author Post Creator says:
      প্রথমে বললো ১৬ ই ডিসেম্বর,,, তারপর বললো ২৪ এপ্রিল,,,তারপর বললো ৫ ই মে।,,,আল্লাহ জানে কখন হবে।
    2. Skp2 Contributor says:
      16 ডিসেম্বর ওখানকার আবহাওয়া খারাপ ছিল,,
    3. xD Duha Contributor says:
      আমি যতটুকু জানি যে ১০ই মে বিকাল ৪টাই উৎক্ষেপন করা হবে..!
    1. Md. Mahfuz Author Post Creator says:
      wlc.
  4. Sanjit Author says:
    7 মে মহাকাশে যাবে । আর আপনিতো সম্পূন্ন Youtube থেকে Copyright মারছেন
    1. Md. Mahfuz Author Post Creator says:
      আরে ভাই আপনাদের জন্য লিখতে ভালো লাগে না।এত কষ্ট করে লিখলাম।আর পোস্টটা সম্পূর্ণ পড়ে কমেন্ট করুন।Youtube থেকে দেখে কখনো এতগুলো কথা লিখা যায় না,,, সেটা আপনার মাথায় আছে।তাই বুঝে শুনে কমেন্ট করবেন।
    2. Md_Samiul_Alim Contributor says:
      দেখেন Sanjit ভাই তিনি ইউটিউব থেকে দেখলেও ইউটিউবে তো আর তারা লিখে আপনাকে মেসেজ করে না……. তারা শুধু ভিডিও দেখায়…….. আর এখানে তো আর আপনি ভিডিও দেখেন নাই পড়ছেন… আশা করি বুঝতে পারছেন আমি কি বলছি
  5. Polashfp Contributor says:
    Good job
  6. kartiek Contributor says:
    nice post
    1. Md. Mahfuz Author Post Creator says:
      thc
  7. HABIB99 Contributor says:
    balo post
    1. Md. Mahfuz Author Post Creator says:
      thc
  8. 444mdzahid Contributor says:
    ধন্যবাদ তথ্যমুলক পোস্ট করার জন্য
    1. Md. Mahfuz Author Post Creator says:
      wlc
  9. 444mdzahid Contributor says:
    ধন্যবাদ তথ্যমুলক পোস্ট করার জন্য
  10. 444mdzahid Contributor says:
    ধন্যবাদ তথ্যমুলক পোস্ট করার জন্য
  11. 444mdzahid Contributor says:
    ধন্যবাদ তথ্যমুলক পোস্ট করার জন্য
  12. S R Shahin Rana Contributor says:
    nice কিন্তু কিছু বানান ভুল আছে
    যেমন:
    বাংলাদেম(বাংলাদেশ) ৫৭ তম দেশ
    জিসিন (জিনিস) টার প্রতি গুরুত্ব দিয়েছেন
    1. Md. Mahfuz Author Post Creator says:
      ধন্যবাদ,,,মোবাইল দিয়ে লেখা আর অনেকগুলো লেখা তাই।যাহোক ভুলের পরিমান কম।
  13. SAJIB Contributor says:
    ভালো লাগল
    1. Md. Mahfuz Author Post Creator says:
      ধন্যবাদ,,,যাহোক অনেক কিছু শিখলেন।
    1. Md. Mahfuz Author Post Creator says:
      ধন্যবাদ।
  14. BlaCk & WhitE (TaNjiD) Author says:
    ট্রিকবিডি ডেম হয়ে গেয়ে ৫ লাইন এর বড় কমেন্ট হয় না
    1. Md. Mahfuz Author Post Creator says:
      সবোর্চ্চ দুইশত Word ব্যবহার করা যাবে।একটা পোস্টে দেখেছি।তাছাড়া প্লাগিন use করা আছে।তাই বেশি পরিমানে কমেন্ট করলে মডারেশনে চলে যায়।
  15. md mishu Contributor says:
    Thanks vai onak Kosto kore Likhechen tar jonno…
    1. Md. Mahfuz Author Post Creator says:
      wlc,,,যাহোক আপনারা নতুন কিছু জানতে পারবেন,,, তাতেই আমি খুশি।
  16. Md Jahid Contributor says:
    wow… valo post
    1. Md. Mahfuz Author Post Creator says:
      ধন্যবাদ,,
  17. CoCKroAcH Author says:
    valoi hohse.
    html gula ki kore use koren & kothi theke pabo ektu bolben?
    1. Md. Mahfuz Author Post Creator says:
      ধন্যবাদ,,,তেমার Fb আইডি টা দাও ইনবক্স করে দিছি।
    2. CoCKroAcH Author says:
      /anondo.mia.77
    1. Md. Mahfuz Author Post Creator says:
      thx
    1. Md. Mahfuz Author Post Creator says:
      ধন্যবাদ
  18. PRINCE Contributor says:
    এতো কিছু জানতাম না ৷ আপনার কাছ থেকে জানলাম ৷ ধন্যবাদ ভাই
    1. Md. Mahfuz Author Post Creator says:
      Wlc,,,তোমার সুন্দর মন্তব্যের জন্য।
  19. Nashurollah Contributor says:
    এরকম বিষয়গুলো নিয়ে জানতে অনেক ভালো লাগে, ধন্যবাদ
    1. Md. Mahfuz Author Post Creator says:
      wlc,,,স্যাটেলাইট সম্পকে এখন সবার জানা উচিত কারণ New thing আর তুমি জানলে অনেকের প্রশ্নের উত্তর দিতে পারবা,,,, তখন তোমাকেও ভালো লাগবে।
  20. Nashurollah Contributor says:
    এরকম বিষয়গুলো নিয়ে জানতে অনেক ভালো লাগে, ধন্যবাদ অাপনাকে
  21. Ridoy Khan Contributor says:
    Good post
    1. Md. Mahfuz Author Post Creator says:
      ধন্যবাদ।
  22. IbRaHiM Contributor says:
    Nice Post
    1. Md. Mahfuz Author Post Creator says:
      thx
  23. Labib Author says:
    ভালো পোষ্ট। তবে আরো কিছু তথ্য যোগ করলে ভালো হয় (পরবর্তীতে করব নয়, যদি পারাযায় তাহলে এখন করবেন)। আর – আপনিত স্যাটেলাইট এর নামই বলেন নি! এবং কিভাবে, কোন রকেটের মাধ্যমে,… তাও ত বলেন নি। আর স্যাটেলাইট ৭ মে উৎক্ষেপন করা হবে। (তাই অনুগ্রহ করে এখন ঠিক করুন)।
    “বঙ্গবন্ধু – ১” বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ৭ই মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে “ফ্যালকন ৯” রকেটের মাধ্যমে মহাশূন্যে গিয়ে (..°) কক্ষপথে ঘুরবে।
    এবং এই রকেটের ৪০টি এন্টেনা আছে, যাহার মধ্য ২০টি দেশের জন্য ও বাকি ২০টি বৈদেশিক মুদ্রা আয়ের জন্য ব্যবহার করা হবে।
    এরকম আরো অনেক তথ্য আছে যা আপনার পোষ্টে লেখা নেই। তাই যদি আপনি পারেন তবে এই (Main) তথ্যগুলো এড করবেন।
    1. Md. Mahfuz Author Post Creator says:
      স্যাটেলাইট টির নাম প্রায় সবাই জানে।তাছাড়া উৎক্ষেপনের কথা টা ভালো লাগে না।কয়টার Date দিল বলো।যইবার বলছে ডেট ফিক্সড।কিন্তু হচ্ছে না।তাই রাগ করে দিই নি।

      আর আমি যতটুক জানি শেয়ার করেছি।তোমার কথা গুলো বাদে অনেক কিছু জানার আছে স্যাটেলাইট সম্পকে যা লিখতে গেলে ব্যূহ রচনা করা হবে।

      ধন্যবাদ।

    2. ৭ মে যে ফাইনাল তারিখ সেটা কি জানেন না।। এর জন্য প্রধানমন্ত্রী সকলের কাছে দোয়া চেয়েছেন। তা কি জানেন???
    3. Md. Mahfuz Author Post Creator says:
      হুম,,, জানি।
    4. Labib Author says:
      ভালো! তোমার পোষ্ট, তোমার ইচ্ছা…
      তবে অনেক তথ্য নাই এখানে। আর ৭মে Finally ঠিক হয়েছে। আর তথ্যগুলা ভালো লাগলে লেখবেন, না হলে নাই। ধন্যবাদ।
    1. Md. Mahfuz Author Post Creator says:
      thc
  24. শিশির Author says:
    যেহেতু অনেক বড় পোস্ট, সেহেতু ভুল হবে এটাই স্বাভাবিক, তার পরেও যদি পারেন তাহলে ভুল গুলো ঠিক করে নিন।
    “সম্পকে” না লিখে, লিখুন “সম্পর্কে”,
    “যাএা” না লিখে, লিখুন “যাত্রা”,
    “উদ্যেগ” না লিখে, লিখুন “উদ্যোগ “,
    “বাংলাদেম“ না লিখে, লিখুন “বাংলাদেশ “,

    সুন্দর হয়েছে। তবে গুগোল থেকে বারতি কিছু জ্ঞান আহরণ করে আরো বড় করলে বিস্তারিত হতো কিছু বাদ পড়তো না। ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।

    1. Md. Mahfuz Author Post Creator says:
      ধন্যবাদ,,,ঠিক করেছি।
    2. Md. Mahfuz Author Post Creator says:
      আর মানুষ কে ভালো কিছু দেবার পড় ও যখন কপি পোস্ট বলে তখন আর সেই মানসিকতা থাকে না।নিজে কষ্ট করে এতক্ষন ধরে লেখার পরও একজন বলেছে,,,, আমি নাকি Youtube থেকে কপি করেছি।তখন মাথা ঠিক থাকে না।মনে হয় আর পোস্টই করবনা।যদি কিছু কিছু কপি করতাম তাহলে পোস্ট টা আরো ভালো হতো।কিন্তু না ট্রিকবিডির রুলে নাই।সবই তো বুঝেন।
    3. শিশির Author says:
      কিছু করার নেই ভাই, আপনি লিখে যান।
    1. Md. Mahfuz Author Post Creator says:
      ধন্যবাদ
  25. Mahir Shahriar Contributor says:
    সুন্দর একটি পোস্ট ধন্যবাদ☺
    1. Md. Mahfuz Author Post Creator says:
      thc
  26. ZX kamrul Contributor says:
    পোস্ট টি অনেক সুন্দর হয়েছে
    1. Md. Mahfuz Author Post Creator says:
      ধন্যবাদ
  27. Junayed Reza Contributor says:
    Feeling গর্বিত, Being a বাঙালি
    ধন্যবাদ for giving the জ্ঞান সম্বলিত news
    1. Md. Mahfuz Author Post Creator says:
      হুম,,ধন্যবাদ
  28. Md_Samiul_Alim Contributor says:
    আচ্ছা ৭ই মে তেই তো হবে……. কিন্তু কত সময়ে হবে
    1. Md. Mahfuz Author Post Creator says:
      যুক্তরাষ্ট্রে ২–৫ টার মধ্যে মানে আমাদের দেশে ৮–৯ ঘন্টা পর।
      রাত ১২–২টা,,,, রাতটার মধ্যে। যদি লাইভ দেখায় দেখবো একদিন ঘুম যেতে হবে কে বললো।
    1. Md. Mahfuz Author Post Creator says:
      thc
  29. nadim3205 Contributor says:
    ????? good post?????
    1. Md. Mahfuz Author Post Creator says:
      thc
  30. junaeid Contributor says:
    ভাই, অামার বাড়ি রহনপুরের জাতাহারা তে,,, তোমার??
    1. Md. Mahfuz Author Post Creator says:
      বেগুনবাড়ি,,, হুজরাপুর,,রহনপুর পৌরসভা।
    2. junaeid Contributor says:
      Ooo…valo…ami chine..
    3. Md. Mahfuz Author Post Creator says:
      চিনবা কেমনে,,,তুমি তো Uber চড়ে বেড়াও…???
  31. junaeid Contributor says:
    ভাই, অামার বাড়ি রহনপুরের জাতাহারা তে , তোমার??
  32. Junayed.hasan Contributor says:
    ভালো লাগলো,, তার মানে বাংলাদেশ ও আর পিছিয়ে নেই। ৭ তারিখ উৎক্ষেপন করবে।
    1. junaeid Contributor says:
      Na..7 tarik na..abar pichiyacha…source prothom Alo
  33. Junayed.hasan Contributor says:
    আমাদের এলাকায় নাসা টিভি না। তাইU ⓣⓤⓑⓔ nasa live দেখতে পারবো তো নাকি ?।। রাত ১২ টার দিকে। ইসসস কি মজা
    1. Md. Mahfuz Author Post Creator says:
      মনে হয় আবার পিছিয়ে দিয়েছে নাকি কে জানে,,,তবে দেখার জন্য সবাইকে টেলিভিশনে চোখ রাখা উচিত।
  34. Ajarmam Contributor says:
    ধন্যবাদ ভাই
  35. Naim sdq Author says:
    ভাল হয়েছে।
    1. Md. Mahfuz Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া
  36. MD.Navid Contributor says:
    আমার চুলের পোস্ট? এসব কথা ১ বছর আগে থেকেই শুনছি। কেনো কিছ নতুন কথা লিখতে পারলেন না
    1. Md. Mahfuz Author Post Creator says:
      বুঝছি তোমাকে দিয়েই উদ্বোধন করতে হবে।
    2. MD.Navid Contributor says:
      copy poster proman kintu dey ni
  37. Md Himul Contributor says:
    Nice shere
    1. Md. Mahfuz Author Post Creator says:
      ধন্যবাদ
  38. Gangster Contributor says:
    বাংলাদেশের টেলিটক সিম কোম্পানির মতন হবে আমাদের স্যাটেলাইট। হয়তোবা আমরা স্যাটেলাইটের সুফল উপভোগ করতে পারবো না। বড় বড় রাজনীতিবিদদের কাছে স্যাটেলাইটটি কব্জা হয়ে যাবে। সিগারেট তোলার কথা ছিল 2017 তে ডিসেম্বর মাসের 24 তারিখে। আমার মনে হয় সামনে 2019 দিকে তোলা হতে পারে।
  39. Gangster Contributor says:
    বাংলাদেশের টেলিটক সিম কোম্পানির মতন হবে আমাদের স্যাটেলাইট।
    1. Md. Mahfuz Author Post Creator says:
      না ভাই,,,সবাত্নক খরচ ও ঋণ নিয়ে কাজ করছে,,তাছাড়া অনেকগুলো দেশকে সুবিধা দিবে,,, মানে ভালোই হবে।
  40. Gangster Contributor says:
    হয়তোবা আমরা স্যাটেলাইটের সুফল উপভোগ করতে পারবো না।
    1. Md. Mahfuz Author Post Creator says:
      কেন পাবো না,,,অবশ্যই পাবো।সব আল্লাহর ইচ্ছা।
  41. Gangster Contributor says:
    বড় বড় রাজনীতিবিদদের কাছে স্যাটেলাইটটি কব্জা হয়ে যাবে।
    1. Md. Mahfuz Author Post Creator says:
      ওদের কথা বাদ দেন।
  42. Gangster Contributor says:
    স্যাটেলাইটটি তোলার কথা ছিল 2017 তে ডিসেম্বর মাসের 24 তারিখে। আমার মনে হয় সামনে 2019 দিকে তোলা হতে পারে।
  43. Gangster Contributor says:
    এই স্যাটেলাইটটি আকাশে ওড়ার কথা ছিল 2017 সালের ডিসেম্বর মাসের 24 তারিখে।
  44. Gangster Contributor says:
    বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলাদেশের আকাশে ওড়ার কথা
    1. Md. Mahfuz Author Post Creator says:
      হুম।তাছাড়া অনেকগুলো দেশকে পরিক্রমণ করবে।
  45. Gangster Contributor says:
    ছিল 2017 সালে ডিসেম্বর মাসে 24 তারিখে।
  46. Piash Contributor says:
    Amra kono shubidha pabo ki?
    1. Md. Mahfuz Author Post Creator says:
      হ্যাঁ,,অবশ্যই। আপনি কি বাংলাদেশের মানুষ না।
  47. HomayonKobir Contributor says:
    many many tnx vai!
    1. Md. Mahfuz Author Post Creator says:
      wlc…
    1. Md. Mahfuz Author Post Creator says:
      হুম।ধন্যবাদ।
  48. MD.Navid Contributor says:
    copy poster proman kintu dey ni
  49. Uzzal Mahamud Pro Author says:
    কিন্তু হবে যে যাবে স্যাটেলাইট তা এক মাএ আল্লা জানে।
  50. Gangster Contributor says:
    আমাদের দেশের স্যাটেলাইট আকাশে উড়বে। আমরা না খাই, স্যাটেলাইট দেখবো কি মজা। প্রথম থেকেই স্যাটেলাইটের কে নিয়ে দুর্নীতি। আজ আকাশে উড়বে, কাল আকাশে উড়বে, পরেরদিন, তারপর দিন,a ঃ
    1. Md. Mahfuz Author Post Creator says:
      যখন তৈরী হয়েছেে।আজ হোক কাল হোক উড়বেই,,নো টেনশন।
  51. Emon818014 Contributor says:
    ব্রো এটি ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার দূরে উৎহ্মেপন করা হবে?
    1. Md. Mahfuz Author Post Creator says:
      সঠিকভাবে বলা যাবে না,,,তবে সেটা চাদঁ এর মতো উপগ্রহে পরিনত হবে।প্রায় ১-২ লক্ষ কি.মি. উপরে।
  52. Noman Qns Contributor says:
    khubi chomatkar hoeche
    1. Md. Mahfuz Author Post Creator says:
      thc
  53. Gangster Contributor says:
    ৭ may na. 10 a May.. ajob desh.
  54. Maruf Contributor says:
    আবার নতুন করে ১১ তারিখে উক্ষেপন করার কথা ।
  55. Mojahid Author says:
    Good…
    Carry on…
    1. Md. Mahfuz Author Post Creator says:
      thc,,,,
    2. Mojahid Author says:
      wc..

Leave a Reply