বন্ধুরা, আসসালামুআলাইকুম। আমি Yeasher Arafath । আশা করি সবাই ভাল আছেন।
Trickbd তে এটাই আমার বারো তম আশা করি সবার ভাল লাগবে।

উপরের টাইটেল টি ‍সিলেক্ট করেছি ইউটিউবের কিছু ভিডিও দেখে!
যাই হোক আসল কথায় আসি।

Payza!


Payza কি???
ট্রিক বিডিতে যারা আমার এই পোষ্টটা পড়ছেন, আশা করি তাদের আর জানাতে হবে না যে পেজা/পেইজা কি!!!
অনেক ফ্রিলান্সারদের কাছে Payza মানে একটা প্রাইমারি ব্যাংক। যাতে তারা তাদের কষ্টের উপার্জিত টাকা প্রথমে এই পেইজাতে জমায় তারপর সেখান থেকে তারা তাদের উপার্জন গুলো আসল ব্যাংক এ ট্রান্সফার করে। মূল কথায় আসি।
গত 22 এপ্রিল 2018 থেকে পেইজা এর অফিসিয়াল সাইটটি বন্ধ। সঠিক বন্ধ না, সার্ভার অফ লাইন করেছে।
কে করেছে?
আমেরিকান সরকার।
কেন করেছে?
অনুমোদন বিহীন ব্যাপক অংকের ট্রানজেকশন

বিস্তারিত:

পেইজা এর অফিসিয়াল সাইটে গেলে দেখবেন payza.com
এমনটা

যেখানে Homeland Security Investigations- Special Agent (U.S) আর Department of Justice এর লগো দেওয়া।
নিচে দেওয়া

SERVER HAS BEEN TAKEN OFFLINE

নিচে একটা লিংক দেয়া। লিংকে ঢুকলেই

যার বাংলা ট্রান্সলেট করলে দাড়ায়:

অর্থ্যাৎ, আমেরিকার কলোম্বিয়া জেলার একটি ফেডারেল গ্র্যান্ড জুরি অভিযোগ করেছে যে, পেইজা হল আমেরিকা সরকারের অনুমতি ব্যতিত মানি সার্ভিসিং ব্যবসা যা অনুমতি বিহীন 2012 সালের মার্চ থেকে এখনো পযর্ন্ত 250 মিলিয়ন ডলারের বেশি( বাংলাদেশী টাকার হিসেবে 20743750000 টাকা ( দুই হাজার কোটি টাকার বেশি টাকা) আদান-প্রদান করে।

বলা হচ্ছে অভিযোগটি শুধু আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হয়েছে।
এটাও বলা হচ্ছে একজন অভিযুক্ত অপরাধমূলক আইন লঙ্ঘন করেছে এবং অপরাধ প্রমানিত নয়। প্রত্যেক প্রতিবাদীকে নির্দোষ মনে করা হয় যতক্ষণ পর্যন্ত না, দোষী সাব্যস্ত হয়।

মূল কথা:

Payza has been indicted by a federal grand jury on charges that it “operated an Internet-based unlicensed money service business that processed more than $250 million in transactions.” The Payza website is inactive, and the company appears to no longer be in operation. At this time, there is no information about how merchants might recover funds that have been withheld by Payza.

আসলে আমার পেইজার জন্য তেমন দুঃখ হচ্ছে না যতটা না হচ্ছে বাংলাদেশী কিছু ফ্রিলান্সারদের জন্য। পেইজার সার্ভার অফলাইন না উপান্ডায় চলে যাক সেটা বিষয় না, দুঃখ হচ্ছে কারন পেইজা বাংলাদেশী ফ্রিলান্সারদের জন্য ব্যপক জনপ্রিয় একটি পেমেন্ট মাধ্যম ছিল। আর এই অনাকাংখিত ঘটনা এখনো পযর্ন্ত অনেকের টাকা উইথ-ড্র পেন্ডিং আছে।
যদিও পেইজা অল্টারনেটিব বা বিকল্প হিসেবে https://www.payza.eu চালূ করেছে।
তবু অনেকের অভিযোগ পেইজার বিকল্প সাইটে উইথ-ড্র ‍দিলে নাকি দুই পর, দুই দিন পর আ্বারো দুই দিন পর এভাবে হয়রানি করছে।

তো আজকে আর না। অনেক কথা বলে ফেলেছি। দোয়া করেন যাতে এই সমস্যার সমাধান হয় এবং যাতে ফ্রিলান্সাররা নিজেদের টাকাগুলো তুলে নিতে পারে। আর আমার জন্য দোয়া করবেন।

Contact with Me on Facebook

YeasherFb

8 thoughts on "Is Payza Scam??"

  1. Shakil Ahammed Contributor says:
    na vai scam kore nai…
    only domain change korche (payza.eu)
    1. Yeasher Arafath Author Post Creator says:
      Hmm vai protomei bollam je Tittle ta youtube teke collect korA
  2. Nikhil Roy Author says:
    Cryptocurrency এতো অনুমতি বিহীন transection হচ্ছে, এটা না বন্ধ করে পেয়জাকে বন্ধ করতে গেল!
    1. Yeasher Arafath Author Post Creator says:
      ক্রিপ্টোকারেন্সির ট্রানজেকশন বন্ধ করা এত সহজ না, যতটা না পেয়জাকে বন্ধ করা । তাছাড়া এর সম্পূর্ন নিয়ন্ত্রন সরকারের হাতে নেই। ???
  3. Reporter Author says:
    ফ্রিলান্সার দের কাজটা কি?
    একটু বলবেন
    1. Yeasher Arafath Author Post Creator says:
      ফ্রিলান্সার দের অনেক কাজই আছে। কপি পেস্ট থেকে শুরু করে প্রোগ্রামিং পযর্ন্ত।
  4. Md Akash Subscriber says:
    এই জন্যই আমি ক্রিপ্টো কারেন্সি দিয়ে লেনদেন করি

Leave a Reply