আগামীকাল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল থেকে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ মহাকাশে
উৎক্ষেপণ করা হবে।
১০ মে যুক্তরাষ্ট্রের সময় বিকেল ৪টা ১২ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২২ মিনিটের মধ্যে যে কোনো সময় এই উৎক্ষেপণ সম্পন্ন হবে।
তাই ১০ মে বৃহস্পতিবার হতে যাচ্ছে বাংলাদেশের জন্য একটি উৎসবের দিন।
এই দিনেই তথ্য-প্রযুক্তিগত দিক থেকে মর্যাদার আসনে স্থান পেতে যাচ্ছে আমাদের বাংলাদেশ।
দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ মহাকাশে উৎক্ষেপণের মাধ্যমে স্যাটেলাইটের অধিকারী বিশ্বের মধ্যে ৫৭তম দেশ হিসেবে আত্মপ্রকাশ ঘটবে বাংলাদেশের।
যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশিরা ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল থেকে সরাসরি দেখতে পারবেন বঙ্গবন্ধু১ স্যাটেলাইট এর উৎক্ষেপণ।
তবে বাংলাদেশ থেকেও বাংলাদেশের সকলে যেন এই ঐতিহাসিক সময়ের সাক্ষী হতে পারে তাই বিটিভি বৃহস্পতি বার ওই রাত ২টা থেকে উৎক্ষেপণ প্রস্তুতিসহ সার্বিক সব বিষয় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করবে।
তাছাড়াও কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলও একই ধরনের ব্যবস্থা নিতে পারে।
তবে আপনি নিচের লিংকে প্রবেশ করেও বিটিভি থেকে সরাসরি এই চমৎকার উৎক্ষেপনের দৃশ্য উপভোগ করতে পারেন।
এছাড়াও প্লে-ষ্টোরে টিভি দেখার জন্য অনেক অ্যাপ রয়েছে সেই সব অ্যাপ ব্যবহার করেও দেখতে পারেন।
তাহলে এখন থেকেই তৈরি হয়ে জান সেই মাহেন্দ্রক্ষণের জন্য।
আর হ্যাঁ অবশ্যই সকলে প্রার্থনা করবেন যেন সুষ্ঠু ও সফল ভাবে উৎক্ষেপন সম্পন্ন হয়।
ধন্যবাদ সকলকে।
40 টি ট্রান্সপোন্ডার???,,,এর মধ্যে 20 টিই বাংলাদেশের জন্য রাখবে???,,,একবার ভালোভাবে কক্ষপথে যাক,শুধু গুগল ম্যাপস দেখমু??
tnx allah
Rat 2 thaka btv, ekattor, somay tv, live dakabe.
এখন আবহাওয়া ঠিক আছে।
আর স্যাটেলাইটি যাতে ভালো মতো তার কক্ষপথে অবন্থান করতে পারে, সেজন্য দোয় করছি।
যা আছে তাই থাকবে।