,
আজ আমরা গণিত নিয়ে খেলা করব। বলতে পার গণিতের ম্যাজিক শিখব। ম্যাজিক হলো বুদ্ধির খেলা। আর গণিতের খেলা তো বুদ্ধিরই খেলা। এখানে প্রত্যেকটি বিষয় সুন্দর করে বর্ণনা করা হবে যাতে তোমরা সহজেই বুঝতে পার।

প্রথম ম্যাজিক

১ থেকে ১০০ এর মধ্যে যেকোনো একটি সংখ্যা কল্পনা কর।
এরপর সেই সংখ্যাটির সাথে ২ গুণ কর।
প্রাপ্ত গুণফলের সাথে ৫ গুণ কর।
নতুন গুণফল এর শেষে অবশ্যই ০ আছে । তাই না? এখন শূন্যটি মুছে ফেল। দেখ প্রথমে যে সংখ্যাটি তুমি কল্পনা করেছিলে সেটি পেয়ে গেছো।

উদাহরণ :
মনে কর তুমি কল্পনা করেছ ২৫।
তাহলে ২৫ X ২ = ৫০ 
৫০ X ৫ = ২৫০ 
২৫০ 
২৫ 
এটি আসলে খুব সহজ একটি কৌশল। যেকোনো সংখ্যাকে ১০ দিয়ে গুণ করলে গুণফলের শেষে ০ থাকে। সেই ০ মুছে দিলে তা আবার পূর্বের সংখ্যাটি পাওয়া যায়। এখানেও তাই ঘটেছে। তুমি যে সংখ্যাটি কল্পনা করেছ সেটিকে ১০ দিয়ে গুণ করা হয়েছে। কিন্তু সেটি হয়েছে দুই ধাপে। একবার ২ দিয়ে আর একবার ৫ দিয়ে। ৫X২ = ১০ । এবার নিশ্চয়ই বুঝতে পেরেছে। 
এরকম আরো অনেক ম্যাজিক আছে। চলো এমন কিছু ম্যাজিক শিখে ফেলি। 

————————————–

দ্বিতীয় ম্যাজিক


১ থেকে শুরু করে ১০ এর নিচে যে কোনো একটি সংখ্যা কল্পনা কর। 
সংখ্যাটিকে ২ দিয়ে গুন কর।
এবার গুণফলের সাথে ৬ যোগ কর।
যোগফলকে অর্ধেক কর। মানে ২ দিয়ে ভাগ কর।
এবার ভাগফলের থেকে তোমার কল্পনা করা সংখ্যাটি বিয়োগ কর। 
দেখ বিয়োগফল ৩।

উদাহরণ :
মনে কর তুমি কল্পনা করেছ ৭
তাহলে ৭X২+ 6 = ২০
এবার ২০/২ – ৭ = ৩

এটাও শুধুই বুদ্ধির খেলা। যুক্তিকে কৌশল হিসেবে কাজে লাগিয়ে জাদুতে পরিণত করা হয়েছে। 
————————————–

তৃতীয় ম্যাজিক


যে কোনো একটি সংখ্যা কল্পনা কর। 
সংখ্যাটিকে ৩ দ্বারা গুণ কর। 
সংখ্যাটির সাথে ৬ যোগ কর। 
এবার যোগফলকে ৩ দিয়ে ভাগ কর।
প্রাপ্ত ভাগফল থেকে তুমি যে সংখ্যাটি কল্পনা করেছিলে সেটি বিয়োগ কর। 
দেখ বিয়োগফল ২।

উদাহরণ :
মনে কর তুমি কল্পনা করেছ ৬
তাহলে ৩X২+৬ = ১২
এবার ১২/৩ – ২ = ২
_________________________
,
,
তো এপর্যন্তই ছিল আজকের টেক। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, ট্রিকবিডির সাথেই থাকুন।

9 thoughts on "[MATH TRICKS] শিখুন মজায় মজায় গণিত ধাঁধাঁ। ★★★"

  1. SajibDas Author says:
    এই কি পোষ্ট ছিল ভাই??!!!!!
  2. রিয়াদ Author Post Creator says:
    টাইটেলের সাথে কি বেমানান লাগছে ব্রো??
    1. রিয়াদ Author Post Creator says:
      ধন্যবাদ ব্রো
    1. রিয়াদ Author Post Creator says:
      thank you
  3. Alamgir Author says:
    ata ki android a cholbe naki sudu pc te
    1. রিয়াদ Author Post Creator says:
      thank you

Leave a Reply