ভিডিও সাবটাইটেল হলো সিনেমার নিচে যে বাংলা বা অন্য কোনো ভাষা থাকে।যা যে কোনো ভাষাকে অন্য ভাষীকে ভিডিও বুঝতে সহজ করে দেয়।উপরের ছবিটি দেখে হয়তো বুঝতে পেরেছেন।ভিডিও সাবটাইটেল বিভিন্ন ফরমেটের হতে পারে।যেমন:Smi ও srt ইত্যাদি।

সাবটাইটেল দিয়ে ভিডিও দেখবেন যেভাবে।
1.প্রথমে আপনার এন্ড্রয়েড ফোনের Mx player এ যান। আপনার পছন্দের ভিডিও টি চালু রেখে মেনু অপশন থেকে Subtitle এ ক্লিক করুন।

2.অবশেষে “Open”লেখায় ক্লিক করে আপনার সাবটাইটেল টি সিলেক্ট করে দিন আর আপনার পছন্দের সিনেমা উপভোগ করুন।
আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে ফেসবুকে মেসেজ করতে পারেন।

2 thoughts on "যেভাবে সাবটাইটেল দিয়ে ভিডিও দেখবেন।"

  1. Sakil Mia Contributor says:
    দারুন পোষ্ট।
    1. samim ahshan Author Post Creator says:
      Thanks

Leave a Reply