আজকের পোস্ট এ আমি দেখাব কীভাবে ঘরে বসে কীভাবে মোবাইল এর Cover এ নিজের ছবি বসাবেন একদম সহজেই।
এই ট্রিক্স দিয়ে শুধু মোবাইল এর Cover এ নয় আপনি চাইলে জামা বা অন্য জায়গায় ও বসাতে পারবেন।
যা যা লাগবেঃ
১ঃIron Machine/ইস্ত্রি মেশিন
২ঃআপনার প্রিন্ট করা ছবি(না থাকলে কোন ফটো স্টুডিও থেকে করে নিন)
##প্রথমে যেই Cover এ আপনার ছবি প্রিন্ট করবেন সেই Cover টি নিন।(আপনি চাইলে মোবাইলের ব্যাক পার্টেও বসাতে পারেন)
##তারপর আপনার যেই ছবি প্রিন্ট করতে চান সেটা নিন।
##এবার মোবাইল এর Cover এর উপর বসান।
বসিয়ে চার দিকে ট্যাপ দিয়ে আটকে দিন যাতে নড়া চড়া না করে।
##এবার একটি Iron Machine নিন।
##তারপর Iron Machine প্লাগ এ লাগিয়ে ছবির উপর কিছুক্ষন ছাপ দিন।
##এবার Cover টি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখুন।
##এবার পানি থেকে তুলে ঘষে কাগজ গুলো তুলে নিন।
##দেখবেন আপনার ছবি সুন্দর ভাবে প্রিন্ট হয়ে গেছে।
অনলাইন আর্নিং, টেক আপডেট, টিপস & ট্রিক্স পেতে ভিজিট করুনঃwww.mxtricks.com
Share:
oita bibinno website theke kinte hoi