আপনাকে ট্রিকবিডিতে স্বাগতম
পোস্টের বিষয়ঃ
? বিভিন্ন App আছে যেগুলো দিয়ে ফটোতে বিভিন্নরকম png Add করা যায়.. বিশেষ করে photo editor এ.. যেমন কিছু app আছে যেগুলোতে অনেক Anonymous Mask আছে যেগুলো photo তে লাগানো যায়.. আবার কিছু app আছে যেগুলো দিয়ে Photo তে চুল, দাড়ি, গোফ, চশমা, স্টিকার ইত্যাদি লাগানো যায়..আরো অনেক app আছে যেগুলোতে অসাধারণ সব png/img থাকে.. কিন্তু এসব app দিয়ে ঠিকমতো photo তে এই png গুলো লাগানো যায় না.. হয় ঠিকমতো size match করা যায় না, Photo zoom করা যায় না, png এর কোন অংশ কেটে ব্যবহার করা যায় না.. কিন্তু এসব কিছু app এ অসাধারণ সব png দেখে.. আপনারা চাইলে এই png গুলা app থেকে নিয়ে picsart বা অন্য কোন Photo Editor দিয়ে ব্যবহার করতে পারবেন.. আজ আমি আপনাদের সেটাই দেখাবো কিভাবে আপনারা এই png গুলো এসব থেকে পাবেন..তাছাড়াও এই এপ এ ব্যবহার করা অন্যান্য সকল png এবং icon ও নিতে পারবেন..
চলুন শুরু করা যাকঃ
এই কাজের জন্য আপনাদের শুধুমাত্র Es File Explorer লাগবে.. আর এটাতো সবার কাছে নিশ্চয়ই আছে.. তাই লিংক দিলাম না..
যে app এর png/img পেতে চান সেই app টি Es File Explorer এ সিলেক্ট করবেন.. তারপর ডান পাশে উপরে তিনটা ডটে ক্লিক করবেন.. তারপর “Extract to” এ ক্লিক করবেন..
ঐ app এর যে নাম.. সেই নামের একটা folder পাবেন..ঐ Folder এর ভেতর assets নামের Folder এ png গুলো খুঁজে পাবেন.. বা এই ফোল্ডারে খুঁজলে png গুলো পেয়ে যাবেন..
আর কষ্ট করে খুঁজতে না চাইলে Gallery তে যাবেন.. Gallery তে সব png/img গুলো দেখতে পাবেন..
যেকোন img এর info দেখলে দেখতে পাবেন এই img গুলোর Path..
ঐ path অনুযায়ী File Manager এ গেলে দেখতে পাবেন png গুলো..
কিছু কিছু png নিচের ss এর মতো .png/.jpg/.jpeg আকারে থাকে না.. সেগুলো Picsart বা অন্য কোন Photo Editor এ ব্যবহার করতে পারবেন না.. এগুলো সব সিলেক্ট করবেন.. Rename Icon এ ক্লিক করবেন..তারপর ss এর মতো করে করবেন.. Rename extension এর জায়গায় যেকোন image extenaion দিলেই হবে.. যেমনঃ .jpg এর পরীবর্তে .png/.jpeg দিলেও হবে..
দেখুন Animal ফোল্ডারের png গুলো আগে দেখা যাচ্ছিল না.. কারণ আগে .webp ছিল.. এখন দেখা যাচ্ছে এবং এখন এগুলো ব্যবহার করা যাবে..
দেখুন এই id card maker app এর img টা File Manager এ..
এর আগে আমি একটা Live Wallpaper দিয়েছিলাম Spider Man এর.. দেখুন এই Wallaper এর Image এবং Video আমার Gallery তে..
এই png গুলোও একটি app থেকে নেওয়া..
তো এইভাবে আপনারা যেকোন app থেকে Png বের করতে পারবেন এবং সেগুলো যেকোন Photo Editor দিয়ে ব্যবহার করতে পারবেন..
এখন এ পর্যন্তই..কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ..
কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন..সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন
যেকোন সমস্যায় ফেসবুকে আমিঃ
Khob valo hoice “””””””””””