??আসসালামু আলাইকুম??

?সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

পোস্টের বিষয়ঃ

?ওপরের টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই অ্যাপটার মাধ্যমে আপনার মোবাইলের সব নাম্বার গুলা হাতের কাছে থাকবে। সেখান থেকে আপনি কল এবং মেসেজ দিতে পারবেন। তো চলেন বেশি কথা না বলে কাজে আসা যাক।

?এর জন্য একটা এপ ডাউনলোড করতে হবে
এখান থেকে ডাউনলোড করুন

?ডাউনলোড করা হলে ওপেন করে নিন।

?নিচের মত আসবে, Continue ক্লিক করুন।

?তারপর কয়েকবার Next করুন।

?তারপর এই ৪টা ডট চেপে ডাম দিকে নিয়ে জান।

?এবার কাজ শেষ, আপনি স্ক্রিনে দেখবেন এই রকম। এইটা ডান পাশে টেনে কাজ করবেন।

?এবার সব নাম্বর আপনার সামনে চলে আসবে। এখান থেকে কল দিতে পারেন অথবা মেসেজ দিতে পারেন।

?কল দিলে এই রকম আসবে।

?নিচে দেখচ্ছেন কোনো লিংক কপি করলে আপনার সামনে এই রকম আসবে। এখান থেকে গুগলে সার্চ, ভাষা বদলাতে পারবেন।

?আসা করি বুঝে গেছেন। না বুঝলে নিচের ভিডিওটা দেখুন।

?এইভাবে আপনি ব্যবহার করতে পরবেন।আপনার এই পোস্টটি যদি ভালো লাগে তাহলে কষ্ট করে একটা কমেন্ট করিয়েন এতে করে আমার নতুন নতুন পোস্ট নিয়ে আসতে উৎসাহিত করবে।

আমার চেনেলটা থেকে ঘুরে আসেন ভাল লাগলে, Subscribe করতে ভুলবেন না।

Tech শিক্ষক (SUBSCRIBE)

?আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস পোস্ট পেতে ট্রিকবিডি এর সাথেই থাকুন।

আল্লাহ হাফেজ

9 thoughts on "মোবাইলের নতুন লুক দিবে এই এপটা, সবাই দেখেন।"

  1. MD Sagor Ahmed Author says:
    Kicui bujlam na, app tar kaj ki ? LoL post
    1. Avatar photo Shuhanur Rahman Contributor says:
      R8. Sagor Ahmed Bro
  2. Avatar photo MRS Author says:
    এটি একটি ডায়েলার এপ অনেক আগে ব্যাবহার করেছিলাম ভালো লেগেছে।
  3. Avatar photo MRS Author says:
    এটি একটি ডায়েলার এপ অনেক আগে ব্যাবহার করেছিলাম ভালো লেগেছে। তবে পোষ্টকারী ভাইয়ের উদ্দেশ্যে বলছি আপনি কি বিষয়ের উপর পোস্ট করেছেন অ্যাপসটির কাজ কি সেটি অনেকেরই বোধগম্য হবে না অনুগ্রহপূর্বক বিষয়টি বিশ্লেষিত ভাবে আলোচনা করলে সবার জন্য ভালো হতো ধন্যবাদ
  4. Avatar photo Piprar Doctor (Shahin) Author says:
    ভালো লাগলো না
  5. Avatar photo Fåhäd [Trickbd Fan] Author says:
    উপস্থাপন ভাল হয় নাই
  6. Avatar photo M. Ashik Contributor says:
    vai..akta request..
    pes 2018 game ta r review dile khusi hotam..r ata ki 2gb ram a colbe kina..
  7. Avatar photo ShimantoBest Contributor says:
    Hmm vai tik….
  8. একজনের কমেন্টে সবার সারা একই ভালো লাগলো না।
    অনেক সুন্দর পোষ্ট

Leave a Reply