আসসালামু আলাইকুম ।
অনেক দিন পর লিখতে বসেছি ।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। কাজের কথায় আসা যাক।
ইন্টারনেট বন্ধ কেন..? :-
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে মোবাইল ইন্টারনেটের ফোর-জি ও থ্রি-জি সেবা ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দিয়েছে সরকার।
আজ শনিবার সন্ধ্যায় এ নির্দেশ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এরপর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গ্রাহকেরা মোবাইল ইন্টারনেট ব্যবহারে ভোগান্তিতে পড়েন। পরবর্তীতে বিটিআরসি ও মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে কথা বলে ফোর-জি ও থ্রি-জি ইন্টারনেট সেবা বন্ধের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
জানতে চাইলে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক প্রথম আলোকে বলেন, অনেক সময় সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে বিটিআরসির সংশ্লিষ্ট বিভাগকে অনেক নির্দেশনা বাস্তবায়ন করতে হয়। কিছু জায়গায় নেটওয়ার্কের কারণে মোবাইল ইন্টারনেট পেতে সমস্যা হতে পারে, সেটা পুরোপুরি বন্ধের মতো না।
অবশ্য মোবাইল ফোন অপারেটররা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে মোবাইল ইন্টারনেট সেবার সঙ্গে যুক্ত একাধিক সূত্র থেকে ফোর–জি ও থ্রি–জি সেবা বন্ধের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিঃ দ্রঃ- আমি বাটন ফোন দিয়ে পোষ্টা করছি তাই বেশি কিছু লিখতে পারি নি আর সময়ো কম আরো কিছু লেখার ইচ্ছা ছিলো কিন্তু পারিনি । তাই আমার দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নেই !
ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।
ভালো থাকুন সুস্থ থাকুন এবং
TrickBD_র সাথেই খাকুন।
ধন্যবাদ।
সুত্রঃ- প্রথমআলো
3জি আছে,,বাট ইন্টারনেটের নেটওর্য়াক নাই,,,
ho no.. sry sry…
আগে জানলে আমি লেখতাম না…
fb o off
Just phone er charge besi jay binimoye bebhar kom hoy somoy loss ei r ki
পিপরার পাখা গজায় মরার সময়
ছাত্রদের প্রতি এই অবিচার
অনেকদিন 2G এর বাতাস গায়ে লাগেনি..
সে যায় হোক এই দেশে কিছু খারাব মানুষের জন্য দেশের আজ এই অবস্তা ।
আল্লাহ সব ছাত্র-ছাত্রীদের হেফাজত করুন।
https://trickbd.com/facebook-tricks/481437?_e_pi_=7%2CPAGE_ID10%2C2439431518
visite our forum https://trick24bd.com