bangladesh flag.jpg

আমাদের প্রিয় বাংলাদেশের বিভিন্ন শহর ভিন্ন ঐতিহ্যে ভরপুর। প্রায় প্রত্যেকটি শহরের রয়েছে নিজস্ব ইতিহাস। দেশের বিখ্যাত শহরগুলোর মধ্যে বেশিরভাগ শহরেরই রয়েছে পুরাতন নাম। নিচে কয়েকটি শহরের পুরাতন নাম উল্লেখ করা হলো। যেমন-

১। চট্টগ্রাম- ইসলামাবাদ।

২। খুলনা- জাহানাবাদ।

৩। সিলেট- জালালাবাদ।

৪। যশোর- খিলাফাতাবাদ।

৫। বাগেরহাট- খলিফাবাদ।

৬। ময়মনসিংহ- নাসিরাবাদ।

৭। ফরিদপুর- ফাতেহাবাদ।

৮। বরিশাল- ইসমাইলপুর/চন্দ্রদ্বীপ।

৯। কুমিল্লা- ত্রিপুরা।

১০। কুষ্টিয়া- নদীয়া।

১১। ফেনী- শমসের নগর।

১২। জামালপুর- সিংহজানী।
১৩। দিনাজপুর-গন্ডোয়ানাল্যান্ড। ১৪। ভোলা- শাহবাজপুর। ১৫। মুন্সিগঞ্জ- বিক্রমপুর। ১৬। গাইবান্ধা- ভবানীগঞ্জ। ১৭। রাজবাড়ী- গোয়ালান্দ। ১৮। কক্সবাজার- ফালকিং। ১৯। মহাস্থানগড়- পুন্ড্রবর্ধৃন। ২০। ময়নামতি- রোহিতগিরি। ২১। সোনারগাঁও- সুবর্ণৃগ্রাম। ২২। ময়নামতি- রোহিতগিরি। ২৩। লালবাগ- তেহাবাগ। ২৪। নোয়াখালি- সুধারামপুর। ২৪। ময়মনসিংহ- নাসিরাবাদ। ২৫। মেহেরপুর- মুজিবনগর/ বৈদ্যনাথতলা। ২৬। আসাদ গেট- আইয়ুব গেট।
২৭। সাতক্ষীরা- সাতঘরিয়া। ২৮। শেরে বাংলা নগর- আইয়ুব নগর। ২৯। রাঙামাটি- হরিকেল। ৩০। সেন্টমার্টিন- নারিকেল জিঞ্জিরা। ৩১। নিঝুম দ্বীপ- বাউলার চর। এছাড়া নদীর নামও পুরাতন ছিল। যেমন- ১। পদ্মা- কীর্তিনাশা। ২। যমুনা- জোনাই নদী। ৩। ব্রহ্মপুত্র- লৌহিত্য। ৪। বুড়িগঙ্গা- দোলাই নদী/খাল

2 thoughts on "এক নজরে দেখে নিন, বাংলাদেশের কোন শহরের পুরাতন নাম কি?"

  1. JûStÎñ ShÎrÅjÛl IsLåM Contributor says:
    wowwwwwww….onek kiso janlam

Leave a Reply