Be a Trainer! Share your knowledge.
Home » Uncategorized » [Wifi] এবার ডিভাইসের IP Adress না,, দেখুন কোন ডিভাইসটি আপনার রাউটারে কানেক্ট আছে।

[Wifi] এবার ডিভাইসের IP Adress না,, দেখুন কোন ডিভাইসটি আপনার রাউটারে কানেক্ট আছে।

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

চলুন এটা সম্পর্কে কিছু ধারনা জেনে নেয়া যাকঃ
যাহোক আবারো আমি আপনাদের মাঝে ওয়াইফাই নিয়ে একটি পোস্ট নিয়ে এলাম তো,,, আপনারা অনেকেই জানেন যে Router setup page এ গিয়ে আপনার Router এ কতজন কানেক্ট আছে তা দেখতে পারেন। কিন্তু সেখানে কোনো ডিভাইসের নাম show করে না সেজন্য আপনি জানতে পারেন না যে,,, আসলেই কোন ডিভাইসটি আপনার রাউটার কানেক্ট আছে শুধুমাত্র আইপি অ্যাড্রেস জানা যায়। আজ আমি আপনাদের মাঝে একটি অ্যাপ নিয়ে হাজির হয়েছি যার মাধ্যমে আপনি খুব সহজে দেখতে পারবেন কোন ডিভাইস টি আপনার রাউটার connect আছে। তাছাড়া Router setup page এ গিয়ে তার খোঁজ করতে অনেক সময় লেগে যায় কিন্তু আপনি এই অ্যাপটার সাহায্যে খুব কম সময়ে জানতে পারবেন আসলে কোন ডিভাইস টি connect আছে।। তাছাড়া অ্যাপটির মাধ্যমে আপনি বিভিন্ন router এর admin panel এর Default পাসওয়ার্ড এবং ডিটেইলস্ জানতে পারবেন।। তাছাড়া কোনো browser না ব্যবহার করে আপনি অ্যাপটার সাহায্যে খুব সহজে Router setup page এ লগইন করতে পারবেন এবং এখান থেকেই রাউটার এর যাবতীয় কাজ করতে পারবেন..। আরেকটা মজার বিষয় হলো কেউ এডমিন প্যানেলে ঢুকতে না পারলে ও দেখে নিতে পারবেন কোন কোন ডিভাইস কানেক্ট আছে।
তো চলুন দেখে নিই কিভাবে একটি অ্যাপটির সাহায্যে কোন কোন ডিভাইস connect আছে তা দেখবেন।
তো আপনারা নিচের দেওয়া লিঙ্ক থেকে অ্যাপটা ডাউনলোড করে নিন।

অ্যাপটির নামঃWifi Router Master

ডাউনলোড লিঙ্কঃ(only 4.45 MB)

Click here to download

(1) প্রথমে অ্যাপটাতে প্রবেশ করুন,, তারপর Who is On my wifi এ ক্লিক করুন।

দেখুন আমার এখানে কয়টি ডিভাইস অনলাইনে আছে এবং কয়টি ডিভাইস অফলাইনে আছে তা দেখতে পাচ্ছেন এবং Samsung,Gionee এই ডিভাইস গুলো শো করছে কিন্তু আপনার Router setup page এ দেখতে পারবেন না কোন ডিভাইস আসলে আছে।

এখন ডিভাইসটির ওপর ক্লিক করে আপনি ডিভাইসটি পুরো ডিটেলস জানতে পারবেন যেমনঃ IP address, Mac address ইত্যাদি।

এবার Router setting এ ক্লিক করে আপনি কোন ব্রাউজার ছাড়াই এখান থেকেই আপনার Router setup page এ লগইন করতে পারবেন।


Router password এ ক্লিক করে আপনি যেকোন রাউটারের Default Password ও Default username জানতে পারবেন।


এরপর আপনি Signal এ ক্লিক করে wifi signal মানে কতটুকু speed সেটা জানতে পারবেন।

Tools এ ক্লিক করে আপনি রাউটারের আরও তথ্য পেতে পারেন।

আশা করি সবাই ভালো থাকবেন।নিত্য নতুন ট্রিক ও ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।পরবর্তীতে আরো এরকম টিপস্ পেতে সাথেই থাকুন।

সকলের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন।

আশা করি কেউ খারাপ কমেন্ট করবেন না।কোন সমস্যা হলে কমেন্ট করে জানান।

আল্লাহ হাফেজ

যেকোন প্রয়োজনেঃ

On Facebook | Messenger | On Twitter
6 years ago (Sep 02, 2018)

About Author (53)

Md Mahfuzur Rohman
author

Department of Information and Communication Technology.♦♦♦ Islamic University,Bangladesh

Trickbd Official Telegram

16 responses to “[Wifi] এবার ডিভাইসের IP Adress না,, দেখুন কোন ডিভাইসটি আপনার রাউটারে কানেক্ট আছে।”

  1. Nadim Mahmud Khan Contributor says:

    Wow gd post thanks

  2. M.Alam Contributor says:

    ভালো পোষ্ট।
    এগিয়ে যান

  3. shuvo khan Contributor says:

    bro ip block kora kivaba r ip open kora kivaba..

    ip block korla ki wifi r connected hoy na

  4. MD Esmail Author says:

    Lekhake kivabe colour kore?bro

Leave a Reply

Switch To Desktop Version