আসসালামু আলাঈকুম,
অনেক শিক্ষার্থীই কোডিং শিখতে আগ্রহী। তবে কম্পিউটার ছাড়া কোডিং শেখা বেশ অসুবিধাজনক। তাই স্মার্টফোনে যাতে কোডিং শেখা যায় সেজন্য গ্রাসহপার নামে একটি অ্যাপ তৈরি করেছে ওয়েব জায়ান্ট গুগল।
পরীক্ষামূলকভাবে বিভিন্ন পণ্য বানাতে গুগল আয়োজিত কর্মশালা ‘এরিয়া ১২০’-এ অংশ নেওয়া কোডারদের একটি দল এই অ্যাপ বানিয়েছেন। অ্যাপটির মাধ্যমে স্মার্টফোনের প্রোগ্রামিং শেখা যাবে।
***এক নজরে অ্যাপটির ফিচার সমূহ***
১. অ্যাপটিতে প্রোগ্রামিংয়ের বেসিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
২. এতে কয়েকটি কোর্স রাখা হয়েছে। এর মধ্যে একটি ‘দ্য ফান্ডামেন্টালস’। কোড কীভাবে কাজ করে তা এই কোর্সের মাধ্যমে শেখা যাবে।
৩. এছাড়া, আরও দুটি কোর্স রয়েছে গ্রাসহপারে। এর মধ্যে একটিতে শেখানো হবে ডি৩ লাইব্রেরি ব্যবহার করে কীভাবে কোনো আকৃতি আঁকা যায় এবং অন্যটিতে ডি৩ ব্যবহার করে আরও জটিল ফাংশন তৈরি করা শেখানো হবে।
৪. অ্যাপে থাকা প্লেগ্রাউন্ড অপশনে কোড লিখে টেস্ট করা যাবে।
৫. এটি ব্যবহার করার সময় কোনো অসুবিধার মুখে পড়লে সমাধান পাওয়া যাবে সাপোর্ট ফোরাম থেকে।
গুগল প্লেস্টোর থেকে ৪.৭ রেটিং প্রাপ্ত অ্যাপটি 10 লাখের বেশি বার ডাউনলোড করা হয়েছে। এই ঠিকানা থেকে বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
ধন্যবাদ♠??????✨?
এটা কি অফলাইন অনলাইন?
আর কত এমবি?
এতে কি বাংলা আছে?