আসসালামু আলাইকুম ।
সবাই কেমন আছেন ।
আল্লাহ্র রহমতেআশা করি ভালো আছেন ।
আজ আলোচনার বিষয় —–
অভ্র কিবোর্ড_এ বাংলা কয়েকটি গুরুত্বপূর্ণ যুক্তাক্ষর এর বানান ঠিক করে লেখার বিয়ষে ।
দিন যতই যাচ্ছে অভ্র কিবোর্ড এর ব্যাবহার বাংলাদেশে ততই বাড়ছে । তার সাথে বাড়ছে বানান ভুল করার প্রবণতা । তাই আজ কয়েকটি বানান শিখে নিন কাজে লাগবে ।তাহলে চলুন এবার শুরু করি।
TH দিয়ে ৎ লিখুনঃ
হঠাৎ=hoTha Th
Hs দিয়ে হসন্ত লিখুনঃ
আল্লাহ্=allah hs
চন্দ্রবিন্দু লিখুন qq দিয়েঃ
ছাঁনা=cha qq na
ং লিখুন ng দিয়েঃ
বাংলাদেশ=ba ng ladesh
ঙ লিখুন Ng দিয়েঃ
বঙ্গ=bo Ng g
ঞ লিখুন NG দিয়েঃ
মিঞা=mi NG a
w দিয়ে ব-ফলা লিখুনঃ
শ্বাস=sh w as
y, z কিংবা Z দিয়ে য-ফলা লিখুনঃ
ব্যবহার=b y bohar/b z bohar/b Z bohar
স্বরবর্ণের পরে য-ফলা দিন Z দিয়েঃ
অ্যানিমেশন=o Z animeSon
rri দিয়ে ঋ বা ঋ-কার লিখুনঃ
ঋণ=rri N
বৃত্ত=b rri tto
রেফ লিখুন (vowel) + rr + (consonant) দিয়েঃ
u rr di=উর্দি
nI rr mol=নির্মল
বিশেষ কিছু যুক্তাক্ষর
ক্ষ=kkh বা kSh
ক্ষ্ণ=kkhN (ক্ষ+ণ=kkh+N)
জ্ঞ=gg
ঞ্চ=NGc (ঞ+চ=NG+c)
ষ্ণ=ShN ( ষ+ণ=Sh+N)
হ্ম=hm
ঞ্জ=nj
ঞ্চ=nc আরো কিছু গুরুত্বপূর্ণ উদাহরণঃ
লক্ষ্ণৌ=lokkhNOU
কর্তৃত্ব=korrtrritw
শিক্ষা=shikSha/shikkha
ছাত্র=chatro
বৈষ্ণব=bOIShNb
সমুদ্র=somudro
রিদ্মিক=ridmik
ব্রহ্মপুত্র=brohmputro
ময়মনসিংহ=moymonosingoh
শম্ভূগঞ্জ=shomvUgonj আশা করি সবাই বুঝতে পেরেছেন । আজ এখানেই শেষ করলাম
শেষ কথাঃ
=পোষ্টটি ভালো লাগলে লাইক দিয়েন ।
= আমি Trickbd তে নতুন তাই কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
= কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন ।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ।আর Trickbd সাথেই থাকবেন ।
সবাই দেখেছেও।
তাছাড়া এগুলো কিন্তু যারা অভ্র ব্যবহার করে তারা ঠিকই জানে।
আপনি 10 মাস আগে পোষ্ট করেছেন কিন্তু আপনার প্রোফাইল এ তো দেখতে পাচ্ছি না ।