আসসালামুআলাইকুম

ট্রিকবিডিতে আমার প্রথম পোস্টে আপনাকে স্বাগতম.
আপনারা সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন কারন ট্রিকবিডিতে অথরদের করা নিত্য নতুন পোস্টে সবাই ভালো থাকারই কথা। আর হ্যাঁ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

আমার এই পোস্ট দেখার পর অনেক অথর অথবা ইউজারের মনে প্রশ্ন উকি দিতে পারে যে আমি একটি মাত্র পোস্ট করে কিভাবে অথর হয়েছি

না ভাই আমি পোস্ট করার পর অথর হয়নি, আমি পোস্ট করার আগেই অথর ছিলাম ২০১৫ সাল থেকে। কথাটা ক্লিয়ার করার জন্য একটা স্ক্রীনশট দেখাচ্ছি।

ট্রিকবিডি যখন ওয়াপকাতে ছিল তখন টেইনার ছিলাম। যখন ট্রিকবিডি ওয়াপকা থেকে শিফট হয় তখন ২০১৫/০৮/১৭ তারিখে নতুন ট্রিকবিডি তে একাউন্ট তৈরি করি। আমার ইউজার আইডি ছিল ৪৭২ মানে ৪৭২ নাম্বার একাউন্ট টা আমি করেছিলাম। আমাকে অথর বানানো হয়ছে আমি জানতামই না।

লেখাপড়ার সমস্যা সহ বিভিন্ন কারণের জন্য আমি অনলাইনে ছিলাম না প্রাই বছর খানেক। তবে অনেকদিন ধরে ট্রিকবিডি তে ভিজিট করছি এবং দেখছি নতুন নতুন পোস্ট নিচ্ছি এক্সপেরিয়েন্স। ২০১৫ তে করা আমার একমাত্র আইডি টার মধ্যে আমি অনেকদিন আগে লগইন করি, তখনই দেখতে পারি আমি এখনো অথর আছি।

আর তখন থেকেই ভাবছি কি দিয়ে শুরু করবো, এইতো শুরু করে দিলান

অনেকেই হয়তো এসব কাহিনি শোনে বোরিং হচ্ছেন তো চলুন শুরু করা যাক মূল পোষ্ট

ক্রিকেট কেনা পছন্দ করে? ক্রিকেট খেলা দেখার জন্য আমরা বিভিন্ন টিভি চ্যানেল, ইউটিউব ও বিভিন্ন সাইটে লাইভ স্ট্রিমিং দেখি। এছাড়াও স্কোর দেখার জন্য ক্রিকবাজ সহ বিভিন্ন সাইট অথবা এপ্স ইউজ করে থাকি ।

ক্রিকেট এক্সচেঞ্জ নামে এই এপ্স লাইভ স্কোর প্রদর্শন করে। আজকের পোষ্টি এই এপ্স সম্পর্কেই।

ক্রিকেট এক্সচেঞ্জ ডাওনলোড লিংক

google drive link
Mediafire link

আরো অনেক এরকম সফটওয়্যার বা সাইট থাকতে কেন ক্রিকেট এক্সচেঞ্জ ব্যবহার করবেন ?

ক্রিকেট এক্সচেঞ্জ আপনাকে সঠিক তথ্য, পরিস্থিতি সহ দ্রুত ক্রিকেট স্কোর সরবরাহ করবে। এছাড়াও সমস্ত আন্তর্জাতিক, লীগ, মহিলা, ওডিআই, টি ২০, টেস্ট ম্যাচ ও সিরিজের তথ্য জানতে এবং লাইভ ম্যাচের স্কোর দেখতে পারবেন। আরো রয়েছে খেলার স্থানের নাম সহ আইসিসি র্যাঙ্কিং ও পোল।

স্পেশিয়াল ফিচার


– টিভি, ক্রিকবাজ বা অন্যান্য সাইট থেকে মিনিমাম ৩০ সেকেন্ড আগে বল বাই বল লাইভ স্কোর আপডেট পাবেন।
– সাউন সিস্টেম আছে সব কিছু ইংলিশ বা হিন্দিতে আপডেট বলে দিবে। সাউন্ড ইচ্ছা করলে অফ করে রাখা যাবে।

সম্পূর্ণ লাইভ ম্যাচ বিস্তারিত:
– দলের বর্তমান ফর্ম এবং স্কোয়াড সঙ্গে সম্পূর্ণ ম্যাচের তথ্য।
– বল বাই বল দ্রুত আপডেট।
– সেশন আপডেট ।
– সম্পূর্ণ বিস্তারিত স্কোর।

ফিক্সচার:
– আসন্ন এবং সাম্প্রতিক ম্যাচ বিস্তারিত।
– শ্রেণীবদ্ধ ম্যাচ সময়সূচী (আন্তর্জাতিক, ওডিআই, টেস্ট, টি ২০ লীগ, মহিলা)।
– অনুসন্ধান তারিখ অনুযায়ী, দল অনুযায়ী এবং সিরিজ অনুযায়ি ।
– আপকামিং ম্যাচ প্রচার তারিখ এবং সময়

র্যাংকিং এবং পোলস:
– শ্রেণীবদ্ধ আইসিসি র্যাঙ্কিং।
পুরুষ এবং মহিলা সম্পূর্ণ র্যাঙ্কিং।
– মাসিক, সাপ্তাহিক এবং বার্ষিক লিডারবোর্ডের সাথে পোলের ব্যবস্থা আছে।

কারো সাথে বল বাই বল বেট/বাজি/জোয়া যায় বলেন ধরলে/খেললে সিওর টাকা পকেটে আসবে ??
,
না ভাই যা ভাবছেন তা না আমি এসব খেলি না, আমার সাথের একটা খেলে, এই এপ্সের সন্ধান তার কাছেই পাইছি

ট্রিকবিডিতে এই এপ্স নিয়ে পোষ্ট করা হয়নি আমি চেক করেছি। তারপরও যদি কোন পোষ্ট আগে হয়ে থাকে তাহলে আমি ক্ষমাপার্থী,
যেহেতু প্রথম পোষ্ট সকল দোষ ক্রটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
,
অতি তাড়াতাড়ি ২ টা এপ্স নিয়ে আসব আমি মনে করি সেগুলো প্রতিটা অথরের প্রয়োজন।
তো আজ আমি আসি, দেখা হবে পরবর্তি পোষ্টে।

আর হে, কালকে বাংলাদেশের ফাইনাল খেলার জন্য দোয়া করবেন, ??

17 thoughts on "ক্রিকেট লাইভ স্কোর দেখার বেস্ট এপ্স, স্কোর দেখুন সবার আগে।"

  1. Shadin Contributor says:
    ওয়াও!
    নাইচ অ্যাপ, ভাইয়া।
    1. Masud Miah Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া
  2. Trickbd Support Moderator says:
    গুড পোষ্ট।
    1. Masud Miah Author Post Creator says:
      ধন্যবাদ
  3. alaminmeh Contributor says:
    @Masud Mia bro, kindly Ad free/ Premium version ta dewa jabe?
    1. Masud Miah Author Post Creator says:
      এটা একটা ইন্ডিয়ান এপ্স, এড ফ্রি করতে পেইড করতে হবে। ধন্যবাদ।
    1. Masud Miah Author Post Creator says:
      Thanks
    1. Masud Miah Author Post Creator says:
      thanks
  4. Mehedi Hasan Contributor says:
    এটা কি ফ্রি
    1. Masud Miah Author Post Creator says:
      na bro mb lagbe.. beshi mb lagbe na auto score update hobe page reload er jamela nai.
  5. Ajidur Rahman Subscriber says:
    good post bro:-*
  6. Nijom Contributor says:
    sound off korbo kivabe
    1. Masud Miah Author Post Creator says:
      Score board page er down e jan, sekhane sound language change and sound on/of korar option paben

Leave a Reply