আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই,
দোয়া করি সবাই সবসময় ভালো থাকুন।
ভাই পোস্ট করতে ভালো লাগেনা কারন যেমন পোস্ট ই করুন না কেনো আপনাকে গালি খেতে হবেই বা রিপোর্ট দিবেই।
আচ্ছা ভালোভাবে বুঝিয়ে বলেন পরে আর হবেনা। কারন ট্রিকবিডিতে পোস্ট দেয়ার পর রিমুভ হইনা। আর একজন বাজে কমেন্ট করলেই পুরা লাইন হয় বাজে কমেন্ট এর। যাই হোক বাদ দিন।আজ আপনাদের একটি ভালো লাগার মত পোস্ট নিয়ে এসেছি আমার মনে হয় আপনাদের এটা জেনে রাখলে এক্টুও লচ হবেনা।
যারা জানেন তারা প্লিজ কমেন্ট না করে চলে যান।
অনেক কষ্ট করেই অনেকে পোস্ট বানাই। অনেকেই আমরা আমাদের মোবাইলে বিভিন্ন লক ইউজ করি Pattern, Voice, Face,Pin,Password. অনেক
সময় এমন হয় নিজেই সেই প্যাটার্ন লকটি ভুলে
যান।
আবার এই প্যাটার্ন নিজেই ভুলে গেলে
দুর্ভোগের শেষ থাকে না।
এ সমস্যা থেকে রেহাই পেতে হলে
মোবাইল ফোন রিসেট কিংবা কাস্টমার কেয়ারে
যাওয়া ছাড়া আপনার হাতে আর কোনো অপশন
নাই।
কেউ কেউ একে হার্ড রিসেট বলে
কারণ এটি সেটের একচুয়্যাল ফ্যাক্টরি সেটিংস
ফিরিয়ে আনে।
আসুন জেনে নেই কিভাবে
আমরা কোনো অ্যান্ড্রয়েড সেট রিসেট এর মাধ্যমে আবার ফিরিয়ে আনবো
রিসেট করার সময় আপনাকে যে বিষয়গুলো মনে রাখতে হবে :
# ইন্টারনাল মেমোরি কিংবা ফোন মেমোরির ইন্সটল করা সমস্ত অ্যাপ এবং ডাটা হারিয়ে যাবে।
# ফোন মেমোরিতে সেভ করা সমস্ত ফোন নাম্বারও মুছে যাবে।
# সেক্ষেত্রে আপনাকে আবারও প্রয়োজনীয় অ্যাপগুলো ইন্সটল করে নিতে হবে।
# আপনার কাস্টমাইজ করা সমস্ত সেটিংসই মুছে যাবে। এক কথায় সব কিছু আবার সেটিং করে নিতে হবে।
তো নিচের স্টেপ ফলো করুন :-
একসঙ্গে ‘up volume key’,
‘Power button’ এবং ‘Home button’ চেপে ধরতে হবে “মানে ৩টা বাটন একসাথে” যতক্ষণ না Recovery Mode
Screen আসে।
স্যামসাং মোবাইলের ক্ষেত্রে উপরের পদ্ধতি কাজ করে।
আবার সিম্ফোনি কিংবা ওয়াল্টন মোবাইলের ক্ষেত্রে মডেল অনুযায়ী
↓
‘up volume key’, & ‘Power button’
কিংবা
‘Down volume key’,&‘Power button’
চেপে ধরলেই Recovery Mode Screen চলে আসে এক্ষেত্রে হোম বাটনে চেপে ধতে হয় না।
এরপর ভলিউম কী ব্যবহার করে কার্সর নিচে নামিয়ে ‘wipe data/factory reset’ অপশনে
আনুন এবং সিলেক্ট করার জন্য হোমে বাটনে প্রেস করুন।
এখন নিশ্চিত করার জন্য আরেকটি
স্ক্রিন আসবে এখানে ‘Yes’ বাটন সিলেক্ট
করতে হবে।
এবার কিছুসময় অপেক্ষা করুন
রিসেট হওয়ার পর আপনার ফোন আপনা-আপনি
চালু হবে, ততক্ষন অপেক্ষা করুন।
আর যদি বন্ধ না হয় এমন আসে তাহলে
ক্লিক করবেন।
কাজ শেষ আপনার মোবাইল ফিরে পেলেন।
কারো বুঝতে প্রব্লেম হলে এই ভিডিও দেখুন।
ভিডিও কেমন হচ্ছে বানানো এবং পোস্ট কেমন হচ্ছে তা কমেন্ট করে জানান আমাকে আপনারা প্লিজ একটু সাপোর্ট করেন জেনো এমন পোস্ট করতে পারি। তাই ↓ ক্লিক করে আমার Channel ভালো লাগলে সাবস্কাইব কববেন।
ভালো থাকুন সুস্থ থাকুন।
Have a Good Day.
ভালো থাকুন সুস্থ থাকুন।
যেকোনো প্রয়োজনে ফেজবুকে মেসেজ দিবেন।
আর হ্যা ট্রিকবিডির সাথেই থাকবেন সবসময়।
sobai jane
parle new kesu den
সবার কাজে লাগবে এমন কিছু আছে?
সবার কাজে লাগবে এমন কিছু আছে?
Symphony w65!
নতুন কিছু থাকলে দাও…
ei post trickbd te aro ace
তাহলে তো খারাপ কমেন্টই পাবেন।
আর পোস্টের মানতো একেবারে……০০০০০।
কিছু কইলাম নাহ
এটা কোনো পোস্ট হইলো ?
একদম পুরাতন, প্রায় সবাই জানে ।
আবার বলেন খারাপ কমেন্ট না করতে । আপনি বুজতেই পারছেন আপনার পোস্ট এর মান কেমন । তা না হলে খারাপ কমেন্ট আশা করতেন না ।
আপনাদের জন্য ই ট্রিকবিডির আজ এই অবস্তা ।
/বি:দ্র: দুঃখিত, যে পোস্ট করেছেন খারাপ কমেন্ট না করে পারলাম না ।
Bole dewa ochit cilo j phone restore hoye jbe
R phne er sob data muche jabe
MRI.RK420