আশা করি সকলে ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকে হয়তো আছেন যারা Youtube এ নতুন বা কাজ শুরু করতে যাচ্ছেন। সেক্ষেত্রে সবার আগে যেটা মাথায় আসে অনেকের সেটা হলো,, চ্যানেলের জন্য একটা ভালো Intro দরকার। আজকে আমি এমন একটা Site নিয়ে কথা বলবো যেখান থেকে আপনারা নিজের চ্যানেলের Information দিয়ে একটা Perfect Intro বানিয়ে নিতো পারবেন এবং সেখান থেকেই সেটা Download করব নিতে পারবেন। চলুন শুরু করা যাক,,

নিচের দেয়া লিংক থেকে আপনি Site এ প্রবেশ করতে পারেন অথবা কোনো ব্রাউজার থেকে renderforest.com লিখলেও আপনি উক্ত Site এ পৌছে যাবেন।
RenderForest

Site এ প্রবেশ করলে প্রথমেই এইরকম একটি Page আসবে।

এখন,, Get Started এ Click করেন। তাহলে নিচের মত একটি Page আসবে।

এখানে অনেক Intro পেয়ে যাবেন। আপনি চাইলে Play করে Intro টি দেখে নিতে পারেন। যদি ভালো লাগে তাহলে কাজ শুরু। আমি একটা Select করেন দেখলাম। তাহলে এরকম একটি Page আসবে।

Creat Now তে Click করুন। তাহলে এরকম একটি Page আসবে।

এখানে আপনি Title হিসেবে আপনার চ্যানেলের নাম দিবেন। নীচে Image থেকে আপনার চ্যানেলের Logo দিতে পারেন। তারপর Preview এ Click করুন। নিচের মত Page আসবে।

Free Preview এ Click করলেই আপনার Intro প্রস্তুত। সেখানে Download লেখা আসবে। Click করলেই অপনার Intro Download হয়ে যাবে।

আশা করছি নতুন Youtuber দের জন্য এটা অনেক কাজে দিবে এবং এখানে অনেক Quality ভিত্তিক Intro পাওয়া যায়।আপনারা একবার হলেও Try করে দেখতে পারেন।

পোস্ট টি ভালো লাগলে Like করতে পারেন। আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই Comment করে জানাবেন যেন পরবর্তীতে সেই ভুল টা এড়িয়ে পোস্ট করতে পারি।

আসসালামুআলাইকুম

19 thoughts on "এবার Online থেকে নিজের মনের মতো করে Intro বানিয়ে নিন। [Best Website For Youtubers]"

  1. Md Liton Shakh Author says:
    Gd post.. but Penzoid is better..
    1. Junayed.hasan Contributor says:
      http://www.penzoid.com এটা পিসির জন্য। sony vegas pro software o lage… সবার তো আর পিসি নাই ব্রো৷ এটাও ভালো আছে দেখলাম। আর যদি yandex / chorme / mojila / puffin ব্রাউজার দিয়ে ডেস্কটপ মোড করে ভালো নেট স্পীড সহ ব্রাওজিং করা যায় তাহলে ভিডিও বানানো সম্ভব। মোবাইল দিয়ে ডেস্কটপ মোডে পেনজোইড এ ঢুকলে হ্যাং করে খুব। এবং ম্যালওয়্যার ও প্রবেশ করে।
      এটা পিসির জন্য এবং আমার জন্যও বেস্ট৷
      ভালো থাকুন।
  2. Shadin Contributor says:
    সেই পোস্ট।
  3. OnuRag_Vaii Contributor says:
    সাইটের লোগো থাকে তো,,,সেটা রিমুব করব কিভাবে…??
  4. HM Tamjid Contributor says:
    ভাই ইউটিউব নিয়া A-Z একটা পোস্ট করেন আমি নতুন চাইতেসি ইউটিউব চেনেল খুলবো, কিভারে Adsense অ্যাকাউন্ট অ্যাড করবো ইউটিউব এ এবং Adsense অ্যাকাউন্ট পাবো কই আরো টুকটাক বিষয় গুলো তুলে ধরবেন ভাই রিকুয়েস্ট করলাম।
    1. EthunAhmed Author Post Creator says:
      আপনার comment এর জন্য ধন্যবাদ। আমি অবশ্যই এই বিষয়ে পোস্ট করবো।
  5. Shuvo Ahmed Raj Contributor says:
    Accha Symphony p11 ki pc sara root kora jabe?? Plz help me
  6. Soyon Contributor says:
    এতো সহজ না,,,, ??

    পালতু ??

  7. zihad5361 Contributor says:
    hi tech,logo reval ai rokom intro banano jabe ki?
    1. EthunAhmed Author Post Creator says:
      okhane onek intro ace..khuje dekhte paren!!
  8. SHAWON 60 Contributor says:
    valo na vau,otate water mark ashe r water mark nia to yputube e kaj kora jai na! tai water mark cara kivabe video download kora jai ba hack kora jai seta bolen…pls

Leave a Reply