আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই?
আশা করি অনেক ভালো আছেন এবং থাকবেন।

ভাইয়ারা  আমরা তো সারাদিন শুধু আমরা ট্রিক নিয়েই বিজি থাকি তাইনা। √ কেউ হ্যাকিং, √কেউ ফ্রি নেট √কেউ অনলাইন ইনকাম √কেউবা রিভিউ।  সারাদিন এগুলা নিয়েই থাকলেই কি আর হবে।

আমাদের মধ্যে  ক্রিকেট প্রেমিক অনেকেই আছে  যারা কোনো খেলাও মিস করেন না।

সবকিছু ঠিক থাকলে বিপিএলের ষষ্ঠ আসর মাঠে গড়াবে জানুয়ারিতেই। সে তুলনায় বেশ আগেই দল সাজিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

তো অনেকেই প্লেয়ার কোন দলে কারা তা জানে না। তাই  এই আজকের পোস্টটা দিলাম ।  আশাকরি কাজে লাগবে।

আপনারা হইতো শুনেছেন↓

আজ প্লেয়ার্স ড্রাফটে সব ফ্র্যাঞ্চাইজি মোটামুটি গুছিয়ে এনেছে কাজ। আইকনরা আগেই দলগুলোর সঙ্গে চুক্তি করে ফেলায় আগ্রহটা হয়তো একটু কম ছিল। কিন্তু অন্যান্য খেলোয়াড়রা কে কোথায় যাচ্ছেন, সেটি নিয়ে একটা কৌতূহল তো ছিলই। তা ছাড়া দিন শেষে কোন দল ভালো হলো, আর কোন দলে ঘাটতি রয়ে গেছে তা নিয়ে জানার ইচ্ছা তো থাকছেন।

চলুন দেখে নেওয়া যাক, বিপিএলে এবার ফ্র্যাঞ্চাইজিগুলোর বর্তমান অবস্থা— 


রংপুর রাইডার্স: মাশরাফি বিন মুর্তজা, ক্রিস গেইল, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, বেনি হাওয়েল, ওশেন থমাস, আবুল হাসান, ফারদীন হোসেন, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, রবি বোপারা, রাইলি রুশো, ফরহাদ রেজা, মেহেদী মারুফ, শফিউল ইসলাম এবং সোহাগ গাজী।


ঢাকা ডায়নাইমটস: সাকিব আল হাসান, সুনিল নারাইন, রোভমান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হজরতউল্লাহ জাজাই, নাঈম শেখ, আসিফ হাসান, শাহাদাত হোসেন, কাজী অনিক, মিজানুর রহমান, অ্যান্ড্রু বার্চ, ইয়ান বেল, রনি তালুকদার, শুভাগত হোম, রুবেল হোসেন এবং নুরুল হাসান।


সিলেট সিক্সার্স: লিটন দাস, নাসির হোসেন, সাব্বির রহমান, সোহেল তানভীর, ডেভিড ওয়ার্নার, সন্দীপ লামিচানে, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান, মেহেদি হাসান রানা, গুলবদীন নাইব, আন্দ্রে ফ্লেচার, অলক কাপালি, জাকির আলী, নাবিল সামাদ, ইবাদাত হোসেন, ফাবিয়ান অ্যালেন, মোহাম্মদ ইরফান, আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, আফীফ হোসেন এবং তাসকিন আহমেদ।


খুলনা টাইটানস: মাহমুদুল্লাহ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্রাফেট, ডাভিড মালান, আলী খান, ব্রেন্ডন টেলর, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, তানভীর ইসলাম, মাহিদুল অঙ্কন, সুভাশিষ রায়, জুনায়েদ সিদ্দিকী, জহীর খান, শেরফান রাদারফোর্ড, তাইজুল ইসলাম, আল আমিন, জহুরুল ইসলাম এবং শরিফুল ইসলাম।


কুমিল্লা ভিক্টোরিয়ানস: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক, আসেলা গুনারত্নে, লিয়াম ডসন, আমিন ইয়ামিন, এভিন লুইস, ওয়াকার সালামখিল, শামসুর রহমান, সানজিত সাহা, মোশাররফ হোসেন, মোহাম্মদ শহীদ, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, আবু হায়দার রনি, এনামুল হক, মেহেদি হাসান এবং জিয়াউর রহমান।


রাজশাহী কিংস: মোস্তাফিজুর রহমান, মমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, কায়েস আহমেদ, ক্রিশ্চিয়ান জঙ্কার, মোহাম্মদ সামি, সেকুগে প্রসন্ন, রায়ান টেন ডেসকাট, মার্শাল আইয়ুব, কামরুল রাব্বি, ইশুরু উদানা, লরি ইভান্স, আরাফাত সানি, সৌম্য সরকার, ফজলে রাব্বী এবং মোহাম্মদ আলাউদ্দিন বাবু।


চিটাগং ভাইকিংস: মুশফিকুর রহিম, সিকান্দার রাজা, লুক রনকি, সানজামুল ইসলাম, মোহাম্মদ শেহজাদ, রবি ফ্রাইলিংক, শাদমান ইসলাম, নাজিবুল্লাহ জাদরান, ইয়াসির আলী চৌধুরী, নিহাদুজ্জামান, মোহাম্মদ আশরাফুল, রবিউল হক, ক্যামেরন ডেলপোর্ট, দাশুন শানাকা, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন এবং আবু জায়েদ।

এই ভিডিওটি দেখে আরো সহজে আর ছবি সহ দেখে নিন।

আমাদের Channel Star Online Bangla

জারা অনলাইন এ থেকে ইনকাম করতে চান তাদের জন্য এই Channel

উপরের সকল তথ্য আমি ইন্টারনেট থেকে খুজে খুজে পোস্ট টি করেছি ভূল হলে আমি দায়ীনা।

ট্রিকবিডির সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং জানতে চাই আপনার ফেভারিট টিম কোনটা?

23 thoughts on "বিপিএলে ২০১৯ কোন দলে কারা দেখে নিন। BPL 2019 All Team Players Name"

    1. OMOR FARUK ANIK Contributor Post Creator says:
      Onk tnks apnkew amar channel ta ase plg supportkoren.
  1. Sahariaj Author says:
    রংপুর আমার প্রিয় দল
    1. OMOR FARUK ANIK Contributor Post Creator says:
      তাইmasrafi as tai? vai vallagle subceibe korben
  2. MD Muktasim Contributor says:
    vai,nice post
  3. Hemu Author says:
    Vai ami rangpur thaki.gotobar amra champion hoise.eibaro hobo inshallah.ekbar aro strong rangpur riders ab de viliars ar gayle mile sobaike fatay dibe.Joy Rangpur Riders,Joy Rangpur Bashi
    1. OMOR FARUK ANIK Contributor Post Creator says:
      Dekhen eibar sob dol hard
  4. Ajidur Rahman Subscriber says:
    ধন্যবাদ,,,অামি সিলেট দলকে সাপোর্ট করি।কারন অামি সিলেটি,
  5. Fahim Ahmod Contributor says:
    Sylhet…. is my life
  6. EA Mahin Contributor says:
    Kichu bolte parsi na.Barisal fact ?
    1. OMOR FARUK ANIK Contributor Post Creator says:
      ???????
  7. Tanvir Ahmed Author says:
    ভাই, বরিশাল কেন বাদ পরল?
  8. tahzib Contributor says:
    rajshahi ki vule galo eta t20 khala? r jitina
  9. TR TanviR Contributor says:
    রংপুর।
    মাশরাফি বস যেখানে আছে সেখানে তো আমরাই।
  10. Unknown Contributor says:
    ধন্যবাদ ভাল একটি বিষয় নিয়ে লিখেছেন ।বাংলায় সব নিউজ পেতে ভিজিট করুন নতুন সকাল ডট কম এ।
  11. A M Contributor says:
    gd post bro
  12. Osman0 Contributor says:
    Rangpur favourite
  13. Lipon Islam Author says:
    ami rangpurer supporter because ami rangpuira :p
  14. almasud139 Contributor says:
    rajshahir team ta valo hoyni

Leave a Reply