ট্রিকবিডিতে সম্প্রতি অথর হলাম, এদিকে বছরটা যাই যাই করছে,, আবার এই বছরটা এতটাই ঘটনাবহুল,
তো ভাবলাম ২০১৮ নিয়েই একটা রিভিউ লিখি, ?
অনেক উত্থান-পতন, আলোচনা-সমালোচনা আর ভাইরালবহুল ছিল ২০১৮।
এরই ৫০ টা টপিক নিয়ে একটা পোস্ট,
সারা বছরটা একটা পোস্টে দিয়ে দিলাম, যদিও বড় পোস্ট আজকের যুগে কেউ পরে না,, তো শুরু করি…
১) বরিশালের রংমিস্ত্রীর প্রেমের টানে আমেরিকান তরুনি চলে এলেন বাংলাদেশে।
২) বহুল ভাইরাল প্রিয়া প্রকাশ আগারওয়াল এর একটা মিউজিক ভিডিওতে চোখ মারা।
৩) GPA-5 পাওয়ার কথা একজন ছাত্রের ফেল করে কান্নার ভিডিও।
৪) হয়েছি রে পটাকা, পটাকা, পটাকা ??
৫) টি এস সি এর চত্তরে চুমু খাওয়ার দৃশ্য।
৬) নাসির-সুবহা।
৭) সিফাত উল্লাহ ওরফে সেফুদা ?
৮) মাইনুল আহসান নোবেল,, (সা রে গা মা পা)
৯) FIFA World Cup 2018 রাশিয়া বিশ্বকাপ।
১০) মাইয়া ও মাইয়ারে তুই……… সবাই শুনছে তাই লিখলাম না।
১১) তামিম ইকবালের শিলংকার বিপক্ষে এক হাতে ব্যাটিং,,?
১২) মুশফিক এর নাগিন ডান্স,,
১৩) মেহেদি মিরাজের “ক্ষিদা লাগছে একটু পানি খাই” ভিডিও ?
১৪) এই বসেন বসেন,, বসে যান,, এ ছাড়াও হাজারো টিকটক মিউজিক্যালি, যা বিনোদনের একটা বড় উৎস হয়ে গেছে।
১৫) বাংলাদেশের রাস্তায় এলিয়েন মোমো,, যিনি নাকি সরকারের লোক। অনেক দর্শককে হাসিয়েছে।
১৬) H. H. H. H2O এই গানটা এবং miss Bangladesh নিয়ে অনেক ফান করা হয়েছে।
যদিও H2O নামে ধানমন্ডিতে একটা রেস্টুরেন্ট আছে।
১৮) হে যুবক,, ভালা লইয়াই থাইকো,, নেশা,, দেবি,, নির্ঘুম,, বুকের বা পাশে। এগুলা ১৮ এর আবিস্কার, কপিরাইট করা
১৯) সানাই আপুর কথা না ই বা বললাম।
২০) সাকিব-অপু,, ও তাদের বাচ্চা,,
২১) পেয়েছি এডভেটাইজ অফ দা ইয়ার (|) মেরিন সিটি মেগা কমপ্লেক্স (||) বাংলাদেশে কোনো ফকির মিসকিন নাই ??
প্রথমবার এডটা টিভিতে দেখছিলাম পরে গ্রুপে গ্রুপে দেখি। আর বিনোদন লই,, ??
২২) বাংলাদেশের রেসলিং ফুটবল,, সম্ভাবত “আবহনি এবং কলাবাগান স্পোটিং” এর মধ্যে খেলা চলছিল, মাঝপথে শুরু হয়ে যায় মারামারি,, মানে বিনোদন।
২৩) তামিম ইকবালের ফাইং ক্যাচ,, ইউটিউবে অসংখ্যবার ভিউ হওয়া এই ক্যাচটা আইসিসির ওয়ান্ডার ক্যাচ এ যায়গা পেয়েছে।
২৪) (ভিরাট-আনুষ্কা)(রনভির-দীপিকা) ( সোনম-আনন্দ) (প্রিয়াঙ্কা-নিক) (তাসকিন-নাঈমা) এদের বিয়েও বেশ ভাল আলোচনার বিষয় ছিল।
২৫) বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার কারাবাস।
২৬) তাহসান-মিথিলা টপিক ছিল একটা সময়ের বেশ গুরুত্বপুর্ন টপিক।
২৭) নিদাহাস ট্রফিতে মাহমুদুল্লাহ মুশফিক এর অসাধারন পারফরমেন্সে ফাইনালে ওঠে বাংলাদেশ।
আম্পায়ার এর ভুল সিদ্ধান্তে সাকিব আল হাসান ক্রিজে থাকা মাহমুদুল্লাহ ও মুশফিককে মাঠ ছাড়ার নির্দেশ দেয়, যা নিয়ে মাসজুড়ে তোলপার থাকে সারা দেশ।
২৮) হিরো আলম,, এবং মাসরাফি বিন মর্তুজার নির্বাচনে আসা নিয়ে বিভিন্ন তর্ক বিতর্কের সৃষ্টি হয়েছে জনমনে।
২৯) “কোঠা সংষ্কার আন্দোলন”। এ টপিক নিয়ে কথা বললে অনেক পাঠকের ভ্রু কুচকে যাবে,, পোস্ট বড় করব না।
৩০) “নিরাপদ সড়ক আন্দোলন”। লাখো শিক্ষার্থির রাস্তায় নেমে আসা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয়বার ইতিহাস সৃষ্টি করেছিল।
২০১৮ আমাদের দিয়েছে কিছু অসাধারন প্রতিভা
নোবেল, সিথি, মিরাজ, আরও অনেক অনেক প্রতিভা,,
কেড়ে নিয়েছে প্রানের মানুষ একটি রত্ন আইয়ুব বাচ্চু।
আমরা পেয়েছে কিছু রিনিউ করা ডায়লগ যা আমাদের বিনোদনের ভান্ডারকে করেছে সমৃদ্ধ।
৩১) আহো ভাতিজা আহো “ডিপজল”
৩২) মদ খাবি মানুষ হবি “সেফুদা”
৩৩) বাংলাদেশে কোনো ফকির মিসকিন নাই “বিটিভি”
৩৪) সিল মাইরা দিমু “ডিপজল”
৩৫) হিসাব বোঝোনা.? দুদু খাও “ডিপজল”
৩৬) বাংলাদেশ এডুকেশন সিস্টেম *+*-*-*-*-*- “অকৃতকার্য ছাত্র”
৩৭) মজা তুমিও পাইছো, আমিও পাইছি “সুবহা”
৩৯) দিনাজপুরে বাতাবিলেবুর বাম্পার ফলন ফলেছে, কৃষক খুশিতেই মরে যাচ্ছে “বিটিভি”
৪০) আমি একটু হাসি এটা আমার অপরাধ.? ”
৪১) তোমাদের সবার হাতে মোবাইল ফোন, কে দিয়েছে.? “???”
৪২) H2O অর্থ ধানমন্ডি রেস্টুরেন্ট ”
৪৩) চল জাইগ্যা পা*** “ডিপজল”
৪৪) যারা কোঠাবিরোধি আন্দোলন করছে সবাই রাজাকারের বাচ্চা ”
৪৫) ১৬ কোটি মানুষের হাতে ১৪ কোটি মোবাইল ফোন “ওবায়দুল কাদের চৌধুরি”
৪৬) মারব ওপরতলায় ব্যাথা পাবি নিচতলায় ” হিরো আলম”
৪৭) তুইও সমান আমিও সমান আসো খেলব “শামিম ওসমান”
৪৮) ওই সালার পুতেরা মোনাজাত ধর ”
৪৯) এগুলা ইডিট করা যায় ভাই “আহসান হাবিব পেয়ার”
৫০) মারব বগুরায়, লাশ পরবে মাগুরায় “হিরো আলম” (( এক পোস্টে পুরোটা হয়তো দিতে পারিনি, অনেকটা মনেও নেই,, ভুল ত্রুটি মার্জনীয়,, পোস্ট কেমন লাগলো আর কোনো টপিক বাদ পরে গেলে কমেন্টে জানাবেন))
পরিশেষে বলি, ২০১৯ সবার জীবনে ২০১৮ এর চেয়ে বেশি সমৃদ্ধি নিয়ে আসুক।
Happy new year ?
একটা লাইক আশা করছিলাম, ?
আমি নিজের মত লিখেছি ✌
& happy new year
Tech Related Kono Kisui Nai 😀
tnx for comment
ইতিহাস বলে ট্রিকবিডির সেরা সকল পোস্টগুলোতেও কিছু না কিছু নেতিবাচক কমেন্ট ছিল,
কিন্তু এর মধ্যেও কিছু ইতিবাচক মন্তব্যই প্রমান করে আমার পোস্ট এর সার্থকতা।