আজকের টিউটোরিয়ালটি হলো অনলাইনের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন পদ্ধতি নিয়ে। আমরা অনেকেই আছি জীবিকার্জনের তাগিদে হোক বা অন্য যেকোন কারণেই হোক বিদেশে পাড়ি জমাই। আর এই বিদেশ পাড়ি জমানোর আগে আমাদেরকে পাসপোর্ট এবং পুলিশ ভেরিফিকেশনের সার্টিফিকেট যোগাড় করতে হয়। পুলিশ ভেরিফিকেশনকেই আসলে পুলিশ ক্লিয়ারেন্স বলা হয়। যা এখন অনলাইন সিস্টেম করা হয়েছে। যার কারণে আপনি নিজেনিজেই আপনার পুলিশ ভেরিফিকেশনের কাজটি সেরে নিতে পারবেন। এর জন্য আপনাকে অনলাইনে কয়েকটি ধাপে আবেদন করতে হবে। আবেদন করার পর শহর হলে ৭ দিন আর গ্রামগঞ্জে হলে ১৫ দিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি হাতে পাবেন। তো তা কিভাবে করবেন তা জানতে সম্পূর্ণ টিউটোরিয়ালটি ভালো করে লক্ষ করুন।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে প্রথমে আপনাকে একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সাইটটির লিংক – www.pcc.police.gov.bd হচ্ছে এটি। লিংকটিতে ক্লিক করে সাইটটিতে প্রবেশ করুন।
14 thoughts on "অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স আবেদন পদ্ধতি!"