আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?
আল্লাহর রহমতে আমি ভালোই আছি
বরাবরের মতো আমি আজকেই একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি । কি সম্পর্কে আজকে আমি পোস্ট করেছি তা আপনারা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন। তো আমি পোস্টের শুরুতে বেশি কথা বলবো না।
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা হ্যান রাইটিং এর মাধ্যমে Google এ সার্চ করবেন। তাও আবার কোনো সফটওয়্যার ছাড়া। তো চলুন পোস্টটা শুরু করা যাক।
বিস্তারিত পোস্টঃ
আমি আবারও বলছি আজকে পোস্টের বিষয় হলো Handwriting এর মাধ্যমে Google এ সার্চ করবেন।
★ প্রথমেই এই কাজের জন্য যেকোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তবে মনে রাখবেন ব্রাউজারটি যেন HTML5 সাপোর্টেড হতে হবে। এক্ষেত্রে আপনি Chrome ব্রাউজার ব্যবহার করতে পারেন।
★ এবার url enter বক্সে google.com লিখে ইন্টার চাপুন।
★ এবার গুগলের হোমপেইজে চলে আসলে, নিচের চিত্রে দেখানো সেটিংস টিপুন।
★ তারপর সার্চ সেটিংস টিপুন।
★ তারপর নতুন ইন্টারফেজ আসলে একটু নিচের দিকে আসুন তাহলে দেখতে পাবেন হাতেলেখা বা Handwriting লেখা আছে ওটা সক্ষম বা On করে দিন।
★ সক্ষম করার পর একটু নিচে এসে ‘সেভ করুন’ টিপুন।
★ সেভ ক্লিক করার পর নিচের স্কিনশুটের মতো আসলে আপনার handwriting অপশনটি চালু হয়ে গেছে। তারপর ok টিপুন।
★ এবার আপনাকে অটোমেটিকালি হোমপেইজে রিডাইরেক্ট করবে।
★ স্কিনশুটে দেখানো নিচে ডানদিকের কোণায় চিহ্নটায় টিপুন।
★ এবার আপনি গুগলের হোমপেইজের উপর হাত দিয়ে যা লিখবেন তা অটোমেটিকালি সার্চ বক্সে এসে যাবে। ঠিক নিচের স্কিনশুটের মতো।
তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
★যদি কোনো সমস্যা বা দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করুন নিম্নউক্ত মাধ্যমেঃ
.
আল্লাহ হাফেজ
ধন্যবাদ সবাইকে
17 thoughts on "আসুন দেখে নিন, কিভাবে গুগল ওয়েবসাইটের হোমপেইজের উপর Handwriting করে সার্চ করবেন? তাও আবার কোনো সফটওয়্যার ছাড়া। বিস্তারিত পোস্টে।"