আডমুব হলো গুগলের একটি প্রডাক্ট। এর কাজ হলো অ্যাপ এ আডস শো করানো আর এর আয় যুক্ত হয় গুগল আডসেন্স এ।
বর্তমানে অনেকেই আডমুব এ কাজ করছেন অনেকের একাউন্ট রোজ রোজ খুব ডিজাবল্ড ও হয়ে যাচ্ছে।
এই ডিজাবল্ড কেনই বা হচ্ছে আর কি করলে ডিজাবল্ড হবে না সেটা নিয়েই আজ আলোচনা করব। এছাড়াও আপনারা অনেকে অ্যাপ বানাচ্ছেন কিন্তু সেই অ্যাপ এ আডস আসছে না, সেই সমস্যার ও সমাধান দিব ইনশাআল্লাহ।
প্রথমেই, যারা এডমুব সম্পর্কে জানেন না বা নতুন কাজ করতে চাচ্ছেন তাদের উদ্দ্যেশ্যে কিছু কথা বলি।
এডমুব একাউন্ট কিভাবে করবেন –
এডমুব একাউন্ট করা খুবিই সহজ। আপনার শুধু একটা গুগল একাউন্ট বা জিমেইল একাউন্ট লাগবে। আর জিমেইল একাউউ তো সবারিই আছে।
তো আপনাকে যা করতে হবে সিম্পলি apps.admob.com এই লিংকে যান, তার পর সাইন আপ করুন এডমুব হয়ে যাবে। আর আডসেন্স ও অটোমেটিক হয়ে যাবে আলাদা করে কিছু করতে হবে না।
আমার একাউন্ট আছে বলে স্ক্রিনশট দিতে পারলাম না। না পারলে কমেন্ট করেন ওর আমায় ফেবুতে নক দিয়ে সাহায্য করব।
যাই হোক, এডমুব / আডসেন্স একাউন্ট তো হয়েই গেল। এবার অ্যাপ এ আডস লাগানোর পালা।
অ্যাপ কিভাবে বানাবেন ও আডস বসাবেন?
আপনি তো কোডিং জানেন না! পিসি নাই! জাভাস্ক্রিপ্ট জানেন না! তাহলে আপনি কি অ্যাপ বানাতে পারবেন না?
অবশ্যই বানাতে পারবেন। আর সেটা আপনার ফোন বা পিসি দুইটা থেকেই বানাতে পারবেন। সেখানে আডস ও বসাইতে পারবেন আর আয় ও করতে পারবেন।
যেহেতু আপনি নিজে অ্যাপ বানাতে পারবেন না, তাই অন্যের বানানো অ্যাপ এর প্রজেক্ট আপনাকে মোডিফাই করে নিজের আডস বসাতে হবে।
এটা কিভাবে বসাবেন এই নিয়ে ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে দেখে নিবেন। ট্রিকবিডিতেও সম্ভবত পোস্ট আছে আমি কমেন্টে লিংক দিয়ে দিব।
আর হ্যা, প্রজেক্ট ফাইল বা AIA ফাইল ভুলেও টাকা দিয়ে কিনতে যাইয়েন না। কারন সব ফাইল ইউজ করা যাবে না একাউন্ট নষ্ট হয়ে যাবে। আবার এইটাও ভাবেন না যে, আমি আপনাকে ফাইল দিয়ে টাকা চাইব।
ভাই আমি কাউকে ইনবক্সেই ডাকব না। তো কারো থেকে টাকা নেয়ার প্রশ্নই আসে না। আমার কাছে অনেক ফাইল আছে আমি আপনাদের সেগুলা ফ্রিতে দিয়ে দিব। সে জন্য পুরো পোস্ট দেখুন।
আর আপনারা চাইলে সেই সব ফাইল ও ফাইল কিভাবে ইডিট করবে সব নিয়ে বিস্তারিত পোস্ট আমি ট্রিকবিডিতে প্রতিদিন একটা করে করব। পোস্ট চাইলে কমেন্ট করে জানাবেন।
একাউন্ট ডিজাবল এর কারন!
গুগল সব সময় চায় ইউজারগন যাতে আডস এ তাদের পার্সোনাল ইন্টারেস্ট থেকে ক্লিক করে। তাদের যেন কোন ফোর্স ক্লিক করানো না হয়।
মনে করেন আপনি একটা আডস দেখলেন এক বাইকের আডস। এখন আপনার যদি বাইকটি কেনার বা সেটা সম্পর্কে জানার আগ্রহ থাকে আর সেই আগ্রহ থেকে আপনি সেখানে ক্লিক দেন এটাই হলো পার্সোনাল ইন্টারেস্ট থেকে ক্লিক।
আর অপর দিকে আপনি বাইকের প্রতি আগ্রহী না। কিন্তু আপনাকে কেউ বলল এই আডস এ ক্লিক দিলে আপনাকে ১০ টাকা দেয়া হবে, সেক্ষেত্রে আপনি ক্লিক দিলে এটা হলো ফোর্স ক্লিক।
মনে হয় বুঝে গেছেন গুগল কোনটা সাপোর্ট করে আর কোনটা করে না। এখন সবাই দেখি আর্নিং অ্যাপ তৈরি করে এবং টাকার বিনিময়ে সেখানে ক্লিক দিয়ে নেয়। ফলে একাউন্ট মারা যায় ?
আর হ্যা, আরেকটা কথা। আমি যতোদুর জানি ভিপিএন ইউজ এর কারনে আডসেন্স কখনো ডিজাবল্ড হয় না। কারন #Dington সহো আরো অনেক অ্যাপ ভিপিএন দিয়ে আডস দেখতে বলে।
আর হ্যা, যদি কখনো দেখেন কেউ ইচ্ছে করে আপনার আডস এ ক্লিক দিচ্ছে তাহলে কি করবেন?
সিম্পল এই লিংকে যান। গিয়ে সাবমিট দিন একাউন্ট এর কিছুই হবে না।
এখন তাহলে ভাবছেন যে, কি করা যায়?
এমন অ্যাপ বানান যেখানে কাউকে ক্লিক করতে বলবেন না কোন আডস এ শুধু আডস দেখতে বলবেন। এতে হয়ত আয় অনেক কম হবে কিন্তু পেমেন্ট আপনি নিশ্চিত পাবেন।
এরকম অ্যাপ কিভাবে বানাবেন? আপনারা যদি চান আজ রাতেই সেই টিউটোরিয়াল নিয়ে পোস্ট দিব। হ্যা, ফ্রিতে কোন টাকা চাইব না কারো থেকে। শুধু আপনাদের ভালোবাসা চাই ??
অ্যাপ বানাতে পারি কিন্তু আডস আসে না!
যাদের অনেক আগের পুরাতন আডসেন্স তাদের এই সমস্যা হয় না। কিন্তু যারা নতুন আডমুব এ কাজ করেন তাদের প্রায় সবারিই এই সমস্যা হয়ে থাকে যে আডস আসে না।
কোন কন্টেন্ট নাই বা অ্যাপ এর মান ভাল না বা একাধিক আডস বসানোর জন্য আডস আসে না এগুলা কিচ্ছু না ভাই।
SDK সমস্যার কারনে এই আডস আসতে সমস্যা হয়। আপনি সিম্পলি Apk editor pro অ্যাপ দিয়ে আপনার বানানো অ্যাপ টি ইডিট করে এক্সপোর্ট করুন দেখবেন ঠিকিই আডস আসবে।
আর হ্যা, সকাল থেকে দুপুরের মধ্যে এই কাজ টা কইরেন। কারন নতুন এডমুব একাউন্ট এ বিকেলে বা রাতে আডস আসতে সমস্যা হয়।
download – Apk Editor Pro
এপিকে ইডিটর এর লিংক না পেলে বা ইডিট করতে না পারলে এই ভিডিওটি দেখে নিতে পারেন।
যাই হোক আডমুব এ প্রায় ২ বছর ধরে কাজ করছি আর নিজের অভিজ্ঞতা থেকেই এই টিপস গুলা দিলাম। আমার মনে হয় না ফ্রিতে কেউ টিপস গুলা দিবে আপনাকে।
কোথাও কিছু না বুঝলে বা কোন প্রশ্ন থাকলে কমেন্ট করেন। আমি সমাধান দেয়ার চেষ্টা করব। আর স্ক্রিনশট দিতে পারলাম না তার জন্য দুঃখীত!
ভাল লাগলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন – Salam The XDA
আমার ফেসবুক – Abdus Salam
And koto to hole Tula jeba a shiomproka ekta post korben plz
dekhte hole apni sei channel er link diben…!!!!”””!!!!
ami programming c, java, r python language pari..
ekhon kotha holo ami kivabe apps ta banabo.
laptop e kon software use korle sohojei apps banate parbo..
plz bbolen
And er jonno lapton a min 8 GB ram lagbe.
link dile khub khusi hotam
account korchi oi gmail ta diye e tahole ki kono
problem hobe??