আসসালামু আলায়কুম ।

সবাই আশা করি ভালোই আছেন ? যাই হোক আজকে চলে আসলাম উবুন্টু ইন্সটল নিয়ে , অনেকে এই পোস্ট টার জন্য ওয়েট করছিলেন আপনাদের কথা ভেবে লিখতে বসলাম , আমার ২৩ তারিখ থেকে ইয়ার ফাইনাল এক্সাম , এই পোস্ট এর পর হয়ত কিছুটা সময় লেখা লেখির বাইরে থাকতে পারি , এক্সাম শেষ হওয়া মাত্র আবার আপনাদের মাঝে ফিরে আসবো ।

তো বন্ধুরা প্রথমেই এই লিঙ্ক https://www.ubuntu.com/download থেকে উবুন্টু এর সর্বশেষ ভার্সন ১৯.০৪ ডাউনলোড করে নেনে , এটা কাল মানে ১৯ এ এপ্রিল রিলিজ হয়েছে । এর একটা বিশেষ অর্থ আছে । কালকে ছিল এপ্রিল এর ১৯ তারিখ , একটা বিষয় বুঝেন কালকের তারিখ টা ১৯.০৪.১৯ , এই ১৯.০৪ এ উবুন্টু ১৯.০৪ রিলিজ দিলো ওরা ।

ubuntu-19.04-desktop-amd64.iso ফাইল টা ডাউনলোড হয়ে গেলে আপনাকে এটা বুট করতে হবে , এটার আমি ২ টি উপায় বলতেছি । একটা ৪জিবি অথবা এর বেশি যেকোনো pendrive দরকার হবে, pen drive টা পিসি তে লাগিয়ে ফরম্যাট দিন । http://www.poweriso.com/download.php এই লিঙ্ক থেকে Power ISO সফটওয়্যার টা ডাউনলোড করে নেন , তারপর এটা আপনার উইন্ডোজ পিসি তে ইন্সটল করেন , তারপর PowerISO দিয়ে উবুন্টু ১৯.০৪ এর iso ফাইল টা ওপেন করেন , ওপরে টুল থেকে create bootble usb অপশন পাবেন ওই টা তে ক্লিক করে আপনার ইউএসবি পেন ড্রাইভ টা সিলেক্ট করে ওকে দেন , টাইলেই পেন ড্রাইভ বুট হতে শুরু করবে , আমার পিসি তে উইন্ডোজ দেয়া থাকলে আমি খুব ভালভাবে বিষয় টা স্ক্রীন শট দিয়ে বুঝায়ে দিতাম , যাই হোক নেই ওটা নিয়ে ভেবে কাজ নেই , না পারলে কমেন্ট এ বইলেন । আবার আসি ২য় উপায় এ , এটার জন্য আপনাকে ১০১৫ টাকা খরচ করতে হবে , আপনি আপনার কাছের কোন কম্পিউটার সার্ভিসসিং এর দোকান থেকে ১০ টাকা দিয়ে একটা ব্ল্যাংক ডিভিডি কিনে আনেন , ১৫ টাকা অ নিতে পারে ।

এবার ডিভিডি টা আপনার পিসি তে লাগান , তারপর iso ফাইল টা কে আপনার ডিভিডি তে বার্ন করেন এটা সবাই পারে , এটা নিয়ে এর কিছু বললাম না ।

এবার বুট এর কাজ তো শেষ হল , আসুন ইন্সটল এ আসি । আপনি আগে থেকেই একটা পার্টিশন ১০০ জিবি করবেন , তারপর এটা ডিলিট করে ফ্রি স্পেসে এ রাখবেন । না হলে আপনি নতুন বুঝতে পারবেন না কোনটা সি ড্রাইভ ছিল , এতে একটা লাভ হবে আপনার লিনাক্স টা উইন্ডোজ এর সাথে ডুয়েল বুট এ ইন্সটল হবে , এর আপনার নতুন নতুন উইন্ডোজ এর দরকার হবে , লিনাক্স এ এসে প্রথমে ভালো লাগবে না তাই ডুয়েল বুট এ রাখাই বুদ্ধি মানের কাজ হবে , তারপরেও যদি কেও Single boot এ লিনাক্স ব্যাবহার করতে চান তো আসেন প্রসেস টা অ বলতেছি , আপনি খুব ভালো ভাবে মনে রাখবেন আপনার সি ড্রাইভ কত জিবি ছিল ।

আবার পিসি Restart/Reboot দেন । পিসি তে আপনার ল্যাপটপ এর নাম আশা মাত্র আপনার বুট বাঁটন চাপুন , আশা করি সবাই তাদের বুট বাঁটন কোনটা জানেন , যারা জানেন না ভয় পাওয়ার কিছু নাই বলতেছি

মূলত বেশির ভাগ কম্পিউটার F12 তে বুট হয় , আপনার টা F12 তে না হলে ESC, F1 ,F2 , F9 , F10

এই গুলার মধ্যেই একটাতে বুট হবে আশা করি ।

বুট অপশন থেকে আপনার পেন ড্রাইভ হলে USB Drive সিলেক্ট করেন , এর ডিভিডি হলে CD/DVD সিলেক্ট করেন ।

এবার স্ক্রীন শট এর মত পেইজ আসবে , এখান থেকে আপনি Try Ubuntu তে ক্লিক করেন ।

 

এবার নিচের মত পেইজ পাবেন ।

এখান থেকে ওই যে ওপরে ইন্সটল উবুন্টু তে ক্লিক দেন

আবার এই রকম একটা পেইজ পাবেন

কিবোর্ড লেআউট সিলেক্ট করেন

 

আবার একটা মেইন বিষয় ইন্টারনেট কানেকশন ,

আপনি যদি এখন ইন্টারনেট কানেকশন দেন তো পরে আপনার এর কোন প্রব্লেম হবে না , এখনে বেশি এমবি লাগবে না , ৫০০ এমবি হলেই হবে । আপনার বাসায় ওয়াইফাই না থাকলে ফোন এ hotspot ওন করে নেট কানেকশন দেন । যারা ইন্টারনেট কানেকশন দিতে পারবেন না তাদের টেনশন এর কারণ নেই “I don’t want to connect wifi network right now” টা সিলেক্ট করে আগে বাড়েন ।

স্ক্রীন শট এর মত টিক দিয়ে নেক্সট এ যান ।

 

এবার সব থেকে মেইন বিষয় ,

আপনি কোন দিকে তাকাবেন না ভুল করলে হার্ড ডিস্ক ফরম্যাট হয়ে যেতে পারে , Something Else” এ ক্লিক করে নেক্সট এ যান ।

দেখেন আমি ১১০ জিবি ফ্রি স্পেস রাখছি ,

এখন যারা single বুট এ দিবেন তারা তো এর ফ্রি স্পেস এখানে পাবেন না তারা দেখেন যে ড্রাইভার আপনার উইন্ডোজ ইন্সটল দেয়া ছিল সেটার পাশে আপনার উইন্ডোজ এর নাম লেখা থাকবে

exmple : /dev /sda3 / ntfs 100000 (Windows 10)

এই রকম থাকবে ।

সেইটা শুধু ডিলিট দিবেন টাইলেই ফ্রি স্পেস পাবেন ।

আবার আসি ,

সব থেকে সহজ ও অল্প তে পার্টিশন বানাবো খেয়াল করেন । আমার ফ্রি স্পেস আছে ১১০ জিবি মানে ১০৯৯৯৯ ।

এখানে আমি ৯৯৯৯ জিবি দিলান Swap area এর জন্য , এটা হচ্ছে RAM এর স্পেস , আপনার RAM যা আছে টার থেকে একটু বেশি দিবেন , আমার RAM 4GB কিন্তু আমি দিলাম ১০ জিবি ।

আমি এটা ভার্চুয়াল বক্স থেকে দিচ্ছি না , আপনাদের জন্য সরাসরি ভাবে ল্যাপটপ এ দিচ্ছি ।

আবার এর একটা পার্টিশন বানাতে হবে , বাকি যে ফ্রি স্পেস আছে সেটা “Ext 4 Jour…….” এ দেন ।

ব্যাস , হয়ে গেল । এবার Install Now ক্লিক দেন , যা আসবে continue ক্লিক দেন ,

আপনার লোকেশান টা দেন

 এবার  ইউজার নাম এর Password দিয়ে দেন,

continue ক্লিক দেন, ব্যাস শুরু হয়ে গেলো ইন্সটল ।

ইন্সটল হয়ে গেলে Restart দেন ।

এবার restart হয়ে গেলে apt টা আপডেট দেন ।

“sudo apt-get update”

আপডেট হয়ে গেলে , রান করান “sudo apt upgrade” তাইলেই পুরাটা আপডেট হয়ে যাবে ।

যারা ওয়াইফাই connect না করে ইন্সটল দিয়েছিলেন তারা শুধু apt update দিবেন , apt upgarde দিবেন না ।

আর আপাদের আর একটা প্রবলেম হবে সেইটা হচ্ছে গান , ভিডিও প্লে হবে না।

তার জন্য প্লাগইন এর দরকার হবে ।

আপনি শুধু apt update দিয়ে , একটা গান প্লে করেন দেখবেন প্লাগিন ইন্সটল করতে বলবে তখন প্লাগিন টা ইন্সটল দিবেন , ব্যাস হয়ে গেলো ।

কোন সমস্যা হলে কমেন্ট এ জানান ।

ফেইসবুক এ আমি Facebook

 

13 thoughts on "Ubuntu Install (উবুন্টু ইন্সটল) বিস্তারিত ।"

  1. Riasat Ali Contributor says:
    সুন্দর পোস্ট। কিন্তু মাঝেমধ্যে GRUB ঝামেলা করে।
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      ধন্যবাদ
  2. কাব্য Author says:
    nice but kichu pic show kortechena
    pic gula show koran please
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      পিক তো ঠিক আছে
  3. Shahriar Ahmed Shovon Author says:
    ভাই মিনিমাম রিকুয়ারমেন্ট কত?? মানে, কত ram লাগবে??
    1. Partha Majumder Contributor says:
      2 gb ram holeo cholbe..
  4. Hacker420 Contributor says:
    এটার সুবিধা কি
  5. SP Sagor Prince Contributor says:
    ভাই আমার একটা D link Wifi adapter আছে।।।
    উবুন্টু ইন্সটাল দেওয়ার পর কিভাবে আডাপ্টার টা ইন্সটাল দিবো।।।
    প্লিজ বলেন ভাই
  6. bipul121321 Contributor says:
    partishon ta r aktu details bujai 1 ta post dile valo hoito.
  7. towfikomar Contributor says:
    আমার পিসিতে ৪ টা পার্টিশন আছে।আমি উইন্ডোজ বাদ দিয়ে শুধু উবুন্তু ইউস করতে চাই।এখন ইন্সটল করতে গেলে কি সি ড্রাইভ বাদে অন্য ড্রাইভের ডেটা গুলো মুছে যাবে???
    1. Ariyan Ahmed Akash Author Post Creator says:
      না । শুধু সি ড্রাইভ মুছে যাবে
  8. towfikomar Contributor says:
    আমার পিসিতে ৪ টা পার্টিশন আছে।আমি উইন্ডোজ বাদ দিয়ে শুধু উবুন্তু ইউস করতে চাই।এখন ইন্সটল করতে গেলে কি সি ড্রাইভ বাদে অন্য ড্রাইভের ডেটা গুলো মুছে যাবে??? ?
  9. AHAlif1122 Contributor says:
    ব্রো আমি লিনাক্স সম্পর্কে আগে জানতাম না, আপনার পোষ্ট পড়ে ইন্টারেস্টেড হইছি।। আমি একদম নতুন আমি কী উবুন্টু ইনস্টল দিব?? আর লিনাক্স ইউজ করলে কী এন্টি ভাইরাস ইউজ করতে হয় প্লিজ রিপ্লাই দিবেন। আমি আজকেই লিনাক্স ডাউনলোড দিতে চাই ইনশাল্লাহ।।

Leave a Reply