আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান আল্লাহ্ তায়া লার নামে শুরু করছি _
আমাদের এই পোষ্ট এর শিরোনাম ছিল ঃ বাংলাদেশ সেনাবাহিনী টেকনিক্যাল ট্রেড (বিস্তারিত
[ যদি ও এটি টেকনোলজি বিষয় পোষ্ট নয় তারপর আশা করি অনেকের অনেক তথ্য জানা হবে এবং উপকার হবে ]
“সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে “
বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান দিয়ে শুরু করলাম আজকের পোষ্ট _
এই সার্কুলার কোথায় পাবেন?
টেকনিক্যাল ট্রেড এর আলাদা কোন সার্কুলার হয় না এটি আপনারা পাবেন সাধারন সৈনিক এর সার্কুলার এর ডান পাশে ছোট করে লিখা আছে দেখবেন (সেনাসন্তান ও কারিগরি ট্রেড)
আপনাদের বোঝার সুবিধার জন্য নিচে একটি স্ক্রিন শট দেয়া হলো
কিভাবে আবেদন করবেন?
সার্কুলার এ একটি ঠিকানা আছে সেই ঠিকানায় সোনালি ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট করে আবেদন করতে হবে (২০০ টাকা)
কবে কোথায় মাঠ হবে ঃ
সার্কুলার এ তারিখ লিখা থাকবে নিয়ম অনুযায়ী আবেদন পএ সংগ্রহ করতে হবে একদিন এবং জমা দিতে হবে পূরণ করে পরের দিন বা নিদিষ্ট তারিখ এ এবং জমা দেয়ার সময় কবে মাঠ হবে সেটির তারিখ শুনে যেতে হবে কারন কারন ভিত্তিক তারিখ পরিবর্তন হতে পারে।আবেদন পএ তোলার সময় এস এস সি এর কাগজ পাতি নিয়ে যাবেন প্রয়োজন হতে পারে ।
(বিদ্রঃ আপনি যে কোন জেলা থেকে যে কোন আর্মস সেন্টার এর আবেদন পএ তুলে ভর্তি পরিক্ষা দিতে পারবেন তবে যে সেন্টার থেকে আবেদন পএ তুলবেন সেখানেই মাঠ/ভর্তি পরিক্ষা দিতে হবে)
শিক্ষাগত যোগ্যতা ঃ
- এস এস সি S.S.C (সর্বনিম্ন ) GPA-3.0 (মিনিমাম)
শারীরিক যোগ্যতা ঃ
বয়স
১৭-২১
পুরুষ
- উচ্চতা ঃ ৫’৬ মিনিমাম (সাধারন স্কেল এ ৫’৭ থাকা লাগবে )
- বুকের মাপঃ ৩০-৩২ (সাধারন ভাবে ৩০ এবং নিশ্বাস নিয়ে ফুলিয়ে ২ ইঞ্চি বাড়িয়ে ৩২ হতে হবে মিনিমাম)
- ওজনঃ মিনিমাম ৫০ থেকে সর্বোচ্চ ৬০-৬৫ (উচ্চতা এর উপর নির্ভর করে ওজন হিসাব করা হব)
- চোখঃ ৬/৬ (৬/৬ এর থেকে একটু বেশি থাকলে ভালো)
মহিলা
- উচ্চতা ঃ (৫ ফুট ৩ ইঞ্চি), ওজন (১০৩ পাউন্ড), বুকের মাপ (২৮ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) থাকতে হবে।
- ওজনঃ ৪৭ কেজি
- বুকের মাপঃ
- বুকের মাপ (সাধারন ভাবে ২৮ এবং নিশ্বাস নিয়ে ফুলিয়ে ২ ইঞ্চি বাড়িয়ে ৩০ হতে হবে মিনিমাম
- চোখঃ ৬/৬ (৬/৬ এর থেকে একটু বেশি থাকলে ভালো)
অতিরিক্ত যোগ্যতা ঃ
যেহেতু এটি টেকনিক্যাল ট্রেড সে জন্য আপনা্র ট্রেড এর উপর ভিত্তি করে টেকনিক্যাল সার্টিফিকেট থাকা লাগবে
যেমন ঃ কম্পিউটার ট্রেড বা এস এম টি ট্রেড এর জন্য আপনার মিনিমাম ৬ মাস মেয়াদি কম্পিউটার সার্টিফিকেট থাকা লাগবে ,তদ্রূপ ড্রাইভিং ট্রেড এর জন্য ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে ।এভাবে যে, যে ট্রেড এ আবেদন ফ্রম তুলবেন সেটির সার্টিফিকেট থাকা লাগবে । (আবশ্যক)
কিভাবে পরিক্ষা হবে ?
১ম
প্রাথমিক মেডিক্যাল
শারীরিক যোগ্যতা
লিখিত পরিক্ষা
সাঁতার পরিক্ষা
ফাইনাল মেডিক্যাল
ট্রেড লিখিক পরিক্ষা
ট্রেড ব্যাবহারিক পরিক্ষা
ভাইবা
নিয়োগ পএ
সমাপ্ত
( আজকে এই পর্যন্ত কথা হবে পরবর্তী পোস্ট এ )
বিদ্রঃ ডিফেন্স জব অথবা মেডিক্যাল যে, কোন সমস্যার সমাধান এবং পপুলার সব জব এবং রহস্য ও রোমাঞ্চ ভিন্ন রকম ভিডিও পেতে আমাদের চ্যানেল টি ভিসিট করতে পারেন। (ভালো লাগলে Subscribe করবেন)
(আমাদের চ্যানেল এ ১০০ সঠিক তথ্য প্রভাইট করা হয়)
আমাদের চ্যানেল – Career Messages
(আমার ম্যাসেঞ্জার GROUP এ জয়েন হয়ে থাকতে পারেন যখন সার্কুলার হবে GROUP এ জানিয়ে দিবো _
এবং যে কোন প্রশ্ন এর উওর দেয়া হয়ে থাকে (বিদ্রঃ সুধুমাএ জব রিলেটেড GROUP এটি)
লিংক – (Career Messages)
যদি কোন যায়গায় বুঝতে সমস্যা হয় টিউমেন্ট করবেন আমি ইন শা আল্লাহ্ উওর দিবো।
আল্লাহ্ হাফেজ
(আল্লাহ্ হাফেজ)
Ami ki ai jober jonno.apply korte parbo…?