আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান আল্লাহ্ তায়া লার নামে শুরু করছি _
আমাদের এই পোষ্ট এর শিরোনাম ছিল ঃ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদবী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা (পর্ব-২)
[ আমার পুর্বের ডিফেন্স সম্পর্কে পোষ্ট করার পর অনেকে কমেন্ট করে প্রতিনিয়ত পোষ্ট করার জন্য সময়ের অভাবে প্রতিনিয়ত না পারায় আমি চেষ্টা করবো পোষ্ট করার ]
সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে “
বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান দিয়ে শুরু করলাম আজকের সংক্ষিপ্ত আলোচনা _
এইচ এস সি (HSC) পাশ করে যারা সৈনিক এ জয়েন করবেন তাদের ট্রেইনিং ৬ মাস
এবং যার এস এস সি(SSC) পাশ করে জয়েন করবেন তাদের ১ বছর ।
এইচ এস সি (HSC) পাশ করে যারা আবেদন করবেন তাদের অগ্রাধিকার বেশি থাকে এস এস সি (SSC) এর তুলনায়
(মানে চাকরি হবার সম্বাবনা বেশি থাকে )
একজন সৈনিক ট্রেইনিং অবস্থায় বেতন পাবে ৯,৫০০ টাকা
এবং জয়েন করার পড় পাবে ১৫,৫৮৬ টাকা (সব সহ)
এবং থাকা খাওয়া সব কিছু ফ্রি
প্রতি বছর ৫০০ টাকা করে বেতন বাড়বে
একজন সৈনিক এর সর্বোচ্চ বেতন হবে ৩৭,০০০ টাকা
- সৈনিক এ জয়েন করার পড় সাধারনত প্রথম প্রমশন ৭-৮ বছর পড় পাবেন
- তার পরের গুলো ২-৩ বছর পড় পড় পাবেন
- প্রথম মিশন ৩-৪ বছর পড় পাবেন মিস হুলে আবারো ৩-৪ বছর পড়
- বিয়ে করতে পাড়বেন যখন আপনার বয়স ২৪ বছর হবে
যদি এস এস সি (SSC) এবং এইচ এস সি (HSC) তে রেজাল্ট এস এস সি (SSC) জিপিএ -৫
এবং এইচ এস সি (HSC) জিপিএ ৪.৫ (মিনিমাম) থাকে তাহলে সৈনিক অবস্থায় সরাসরি কমিশিনড অফিসার এ আবেদন করতে পাড়বেন । এবং যার পদবী হবে লেফটেনেন্ট ।
এবং সৈনিক অবস্থায় গ্রাজুয়েশন কমপ্লিট করে সরাসরি জে সি ও তে (JCO) আবেদন করতে পাড়বেন
তবে এস এস সি (SSC) এবং এইচ এস সি (HSC) তে মিনিমাম – জিপিএ ৩.০০ থাকতে হবে
(আজকে এই পর্যন্ত কথা হবে পরবর্তী টিউন এ)
বিদ্রঃ ডিফেন্স জব অথবা মেডিক্যাল যে, কোন সমস্যার সমাধান এবং পপুলার সব জব এবং রহস্য ও রোমাঞ্চ ভিন্ন রকম ভিডিও পেতে আমাদের চ্যানেল টি ভিসিট করতে পারেন। (ভালো লাগলে Subscribe করবেন)
(আমাদের চ্যানেল এ ১০০ সঠিক তথ্য প্রভাইট করা হয়)
আমাদের চ্যানেল – Career Messages
(আমার ম্যাসেঞ্জার GROUP এ জয়েন হয়ে থাকতে পারেন যখন সার্কুলার হবে GROUP এ জানিয়ে দিবো _
এবং যে কোন প্রশ্ন এর উওর দেয়া হয়ে থাকে (বিদ্রঃ সুধুমাএ জব রিলেটেড GROUP এটি)
লিংক – (Career Messages)
যদি কোন যায়গায় বুঝতে সমস্যা হয় টিউমেন্ট করবেন আমি ইন শা আল্লাহ্ উওর দিবো।
আল্লাহ্ হাফেজ
15 thoughts on "বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদবী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা (পর্ব-২)"