আসসালামু আলাইকুম।

আমরা অনেকই চিন্তায় পড়ে যাই ওয়েবসাইট বানানোর আগে আবার অনেকে দোটানার মধ্য পড়ে যায় ওয়ার্ডপ্রেস ই ভালো নাহ ব্লগার ই ভালো এইরকম একটা মনোভাব আরকি।

ওয়ার্ডপ্রেস দিয়ে বানানোর সুবিধা গুলো নিচে দেওয়া হলোঃ
(১) যারা ওয়েব ডেপলোপিং শিখছে বিশেষ করে ওয়ার্ডপ্রেস এর এ টু জেট তাদের কাছে কাস্টমাইজ করা একদম সহজ ।

(২) ডিজাইন করা পানির মতো সহজ।

(৩) প্লাগিনের মাধ্যমে অতিরিক্ত সুযোগ সুবিধা পাওয়া যায়।

(৪) ইনকামের জন্য ইচ্ছে মতো যেখানে খুশি সেখানেই এ্যাড সো করানো যায়।

ওয়ার্ডপ্রেস দিয়ে বানানোর অসুবিধা গুলো নিচে দেওয়া হলোঃ

(১) কাস্টমাইজ করার জন্য প্রচুর জ্ঞান থাকতে হবে ওয়ার্ডপ্রেস সম্পর্কে। কোনোভাবে একটু ভুল আপডেট করলে সাইট তাহলেই ৪০৪ ইরর হয়ে যাবে।

(২) ডেইলি ব্যাকআপ নেওয়া জানতে হবে আবার কোনো কারনে সমস্যা হলে রিস্টোর করতে হবে এ ব্যপারে প্রচুর দক্ষ হতে হবে।

(৩) থিমের বা প্লাগিন ইডিট করতে হলে পিএইচপি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে নুন্যতম।

(৪) ভালো কোম্পানির হোস্টিং প্যাক কেনার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ থাকতে হবে।

(৫) ব্লগারের তুলনায় অধিক সময়ে গুগল এ্যাডসেন্স পাওয়া যায়।

উপরোক্ত কাজ গুলোর মধ্য আপনি কয়টা পারেন?

যদি সবগুলো পারেন তাহলে আজই শুরু করে দিন ওয়েবসাইট তৈরি করে লেখালেখি।

আর যদি না পারেন তাহলে শিখুন। যেসময় এগুলো সম্পুর্ন ভাবে শিখতে পারবেন তখনই খেলার জন্য মাঠে নামুন নাহলে লেজগুটিয়ে পালানো ছাড়া উপায় থাকবে নাহ।

ব্লগার দিয়ে বানানোর সুবিধা গুলো নিচে দেওয়া হলোঃ
(১) যেকোনো সাধারণ লোক ইজিলি কাস্টমাইজ করতে পারবে।

(২) হোস্টিং প্যাক কেনার প্রয়োজন হয় না, গুগলই ফ্রিতে হোস্টিং দিয়ে থাকে।

(৩) গুগল থেকে সাইট হ্যাক হওয়ার কোনো চান্চ থাকেনা কারন স্বয়ং গুগল ব্লগার সাইটের নিরাপত্তার দায়িত্বে থাকে।
কিন্তু আপনার ট্প ডোমেইন আপনাকেই হ্যাকার থেকে নিরাপত্তায় রাখতে হবে।

(৪) পোস্ট লিখতে সময় ওয়ার্ডপ্রেস সাইটের তুলনায় অনেক কম লাগে।

(৪) গ্যাজেটের মাধ্যমে কিছু এক্সট্রা সুযোগ সুবিধা পাওয়া যায়।

(৫) ওয়ার্ডপ্রেসের তুলনায় কম সময়েই গুগল এ্যাডসেন্স পাওয়া যায়।

ব্লগারের দিয়ে বানানোর অসুবিধা গুলো নিচে দেওয়া হলোঃ
(১) ওয়ার্ডপ্রেসে যেমন নোটিফিকেশন প্লাগিন ব্যবহার করে কেউ কমেন্ট করলে নোটিফিকেশন পাওয়া যায়, ব্লগারে এ সুবিধা নেই।

(২) ওয়ার্ডপ্রেসে যেমন কমেন্ট সিস্টেম আছে ব্লগারে এরকম কমেন্ট সিস্টেম নেই।

(৩) ইচ্ছা মতো ওয়ার্ডপ্রেসের মতো ইনকামের জন্য এ্যাড সো করানো যায় না।

(৪) ওয়ার্ডপ্রেস যেমন ইডিটর, মডেরেটর, সাবস্ক্রাইবার বানানো যায় ব্লগারে যায়না তবে অথর বানানো যায়।

আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন ভাই আপনার কি মতামত, কোনটি দিয়ে তৈরী করলে ভালো হবে?

তাহলে আমি বলবো আপনার যদি ওয়ার্ডপ্রেস সম্পর্কে প্রচুর প্রচুর পরিমাণে জ্ঞান থাকে ডেপলপ করা সম্পর্কে তাহলে ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে পারেন ভাইয়া।

কিন্তু মুখে যদি বলেন আমি সব পারি তাহলে কিন্তু হবে না আপনি একটা প্রথমে সাইট বানিয়ে ফুল ভেঙ্গে চুড়ে তৈরী করুন তারপরেই বলবেন যে আমি পারি।

আর যদি না পারেন তাহলে ব্লগার দিয়ে তৈরী করুন, বসে না থেকে।

যেটা দিয়েই তৈরী করুন না কেনো প্রচুর ধৈর্য থাকতে হবে আপনার, আর প্রচুর পরিশ্রম করতে হবে তাহলে আমি নিশ্চিত আপনাকে সফল হতে কেউ আটকে রাখতে পারবে না।


আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com

10 thoughts on "আপনি কি একটি ওয়েবসাইট বানাতে চান, ব্লগার দিয়ে নাকি ওয়ার্ডপ্রেস দিয়ে? কোনটি সবচেয়ে ভালো? জেনে নিন বিস্তারিত"

  1. Dj Niloy Contributor says:
    আপনার blogger templates টা দিবেন
    1. স্বপ্ন Author Post Creator says:
      এই টেমপ্লেটটি নিয়ে ট্রিকবিডি অথর জীবন রায় পোস্ট করেছে দেখুন
    2. স্বপ্ন Author Post Creator says:
      এই টেমপ্লেটটি নিয়ে ট্রিকবিডি অথর জীবন রায় পোস্ট করেছে দেখুন
    3. Dj Niloy Contributor says:
      Please link
  2. SHAWON 60 Contributor says:
    .com এই ধরনের ওয়েব সাইট কিভাবে তৈরি করে?
    1. স্বপ্ন Author Post Creator says:
      ডোমেইন কিনে এ্যাড করলেই হয়
    2. SHAWON 60 Contributor says:
      Kivabe kinbo r kon website?
    3. স্বপ্ন Author Post Creator says:
      ?
  3. bappi banik Author says:
    blogee site tekhe valo add publisher ki ase income r jonno…. help korun.

Leave a Reply