হ্যালো বন্ধুরা,
আজকে আমি কথা বলব একটা এনিমে মুভি নিয়ে। বাংলাদেশে এনিমে তেমন একটা পপুলার না তাই সবাই জানেনা এনিমে জিনিসটা কি। তাছাড়া এনিমে গুলা জাপানি ও ইংরেজী ভাষায় হওয়ার কারনে অনেকেই দেখলেও তেমন আগ্রহ খুঁজে পান না। তবে আমাদের মধ্যে প্রায় ৮০% লোকই হিন্দি ভাষা বুঝি। তাই আজকে আমি যে এনিমে মুভিটা নিয়ে এসেছি এটা হিন্দি ডাবিং করা।
আসলে বলতে গেলে আমি এনিমে দেখি আমার ভালো লাগে কিন্তু সমস্যা একটাই আর তা হলো ভাষাগত সমস্যা। জাপানি তো কিছুই বুঝিনা আর ইংরেজীটা বুঝি কিন্তু তাদের কথা বলা এত স্পিডে জার কারনে পুরাপুরি বুঝা যায় না। তাই ইংরেজীতে দেখেও কোন মজা পাইনা। আর ইংরেজী সাবটাইটেল সহ যদি দেখি তাহলে সাবটাইটেল দেখমু নাকি মুভি দেখমু ?
ইন্ডিয়াতে টিভি চ্যানলে গুলা এসব ডাবিং করে থাকে কিন্তু আমাদের বাংলাদেশে আছে শুধু নিউজ এর চ্যানেল। এদের কাজ হলো একই খবর দিনে হাজার বার রিপিট করা। আর অন্যান্য যেসম চ্যানেল আছে তারা এডভারটাইজমেন্ট দেখিয়ে আর সময় পায় কোথায় এসব ডাবিং করার? ?
সে যাই হোক আমার কিছু দুঃখ শেয়ার করলাম আপনাদের সাথে। আজকে যে মুভিটা নিয়ে কথা বলছি এটার নাম হলোঃ The Garden Of Words (Kotonoha no Niwa – Japanese)..
এই এনিমে টা রিলিজ হয় ২০১৩ সালে। এর পরিচালক হলেন Makoto Shinkai..
Story:
মুভিটার মুল গল্প ১৫ বছর বয়সি একটি ছেলে ও ২৭ বছর বয়সি একটি মেয়েকে নিয়ে। তাদের মধ্যে হঠাৎ দেখা ও বন্ধুত্ব শুরু হয় Shinjuku Gyoen National Garden এ। এরপর থেকে মূল গল্প শুরু।
আসলে মুভিটার পুরো গল্পটা আমি এখানে বলতে চাচ্ছিনা। কারন পুরো গল্পটা বলে দিলে আপনারা দেখে মজা পাবেন না।
Screenshots:
Download Links:
আশা করি এই এনিমেটা আপনাদের কাছে ভালো লাগবে।
11 thoughts on "[Anime Review] ডাউনলোড করে নিন অসাধারণ একটা এনিমে মুভি The Garden Of Words হিন্দি ডাবিং"