আসসালামু আলাইকুম।
বাংলাদেশের শতকরা ৫০% লোকেরাই মনে হয় ব্লগার সাইটের সাথে জড়িত। এদের সবারই ছোটো খাটো, আবার কারো বড়, পারসোনাল কিংবা বিজনেস সাইট রয়েছে।
সবাই চায় তাদের সাইটে যেনো গুগলের এড গুলো দেখিয়ে কিছু পয়সা পকেটে রাখতে পারে।

কিন্তু সঠিক উপায়ে সাইট কাস্টমাইজ করতে না পারায় গুগলে এডসেন্সের জন্য সাবমিট করলে এডসেন্স পায় না, রিভিউ হতেই ১৪ দিন লেগে যায় এরপরে গুগল বলে আপনার সাইটের এই সমাধান সলভ করুন ওটা করুন “অনেক অনেক “ভেজাল পড়ে যায়। বিরুক্ত হয়ে অনেক সাইটের মালিক সাইটে এডসেন্স পাওয়ার আশাই ছেড়ে দেয়।

আমি প্রথমে এই সমস্যার সম্মুখীন হয়েছি, এরপরে ২২ দিন পরে এডসেন্স পেয়েছি।
সেই দিনই অন্য একটি ফোন দিয়ে একটা সাইটের জন্য এডসেন্সের জন্য আবেদন করি মাত্র তিনদিনের মধ্য এপ্রুভাল পেয়ে যাই।

তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি টিপস গুলো।

(১) সাইটে ৩৫+ পোস্ট থাকতে হবে।
(২) সাইটে দুইটি পেজ থাকতেই হবে, কন্টাক্ট আস আর এবাউট আস।

(৩) সাইটের কন্টেন্টগু‌লো কপি পেস্ট হতে পারবেনা, ডাউনলোড লিংক ডাইরেক্ট সাইটের হতে হবে।

(৪) সাইটে অতিরিক্ত পেজ রাখা যাবে না।

(৫) সাইটের পোস্টে লেখার পরিমাণ কমপক্ষে মোবাইলের স্কিনের ১ পেজ হতে হবে।

(৬) পোস্টগুলো টেকনোলজি, এন্ড্রোয়েড টিপস, লাইফস্টাইল, কম্পিউটার টিপস। এসই বিষয়ের লেখার সাইটে গুগল তাড়াতাড়ি রেসপন্স করে।

সাইটে কখনোই হ্যাকিং পোস্ট করে সাবমিট করবেন না।
কিছু ভুল ধারণাঃ
অনেকেই মনে করেন সাইটের বয়স ৩ মাসের বেশি হতে হবে।

টপলেভেল ডোমেইন এ্যাড করলে তার বয়স ১ মাসের বেশি হতে হবে।

সাইটে প্রতিদিন ৫০+ ভিজিটর আসতে হবে।


আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com

14 thoughts on "ব্লগার সাইটে দ্রুতগতিতে গুগল এডেসেন্স এপ্রুভাল পাওয়ার কিছু টিপস।"

  1. Tubelight Contributor says:
    apni kon domain use korchen??
    1. স্বপ্ন Author Post Creator says:
      টপলেভেল ডটকম ডোমেইন।
    2. স্বপ্ন Author Post Creator says:
      তবে মজার ব্যাপার হলো ব্লগার সাবডোমেইনে অনেক রুলস ছাড়াই অতি শিগ্রই এডসেন্স এপ্রুভ হয়।
  2. Emon Author says:
    Blog website theke Koto income hoy sadharonoto?
    1. স্বপ্ন Author Post Creator says:
      ভাই এ্যাড রেট + ভিজিটর +ক্লিকের উপরে নির্ভর করে ইনকাম।
      ছোটখাটো ওয়েবসাইট ২০ -৮০ টাকা হয় ডেইলি।
  3. md zakir Contributor says:
    bs load site ki payment kore na…??
    Kw janan please
    1. Shadin Contributor says:
      না।
    2. Shadin Contributor says:
      স্ক্যাম করেছে।
  4. Lucifa Expert Author says:
    অধিকাংশ তথ্যই ভুল। এই সব ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না।
  5. Master Minarul Contributor says:
    DLd link googoe drive, bdupload asob siter hle hba ki
  6. Md Maruf Mondol Subscriber says:
    vai ami Google Adsnes pri na plesas hlrp me amar blogger Websites asc but adsense nai
  7. MD RACHEL UDDIN Contributor says:
    Vai fb link den apnr
  8. Jakir Choudhuri Joy Contributor says:
    যে কারো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করুন খুব সহজেই ট্রিকটি দেখতে ব্লগার সাইট ইউটিউব ফেসবুক পেজ লিংক এ যে কোন একটিতে ক্লিক করুন
    ব্লগার সাইট লিংক http://bit.ly/2ZlH02o
    ইউটিউব লিংক http://bit.ly/2ZlVqiV
    ফেসবুক পেইজ লিংক http://bit.ly/2ZlHmWM
  9. Shahriar Ahmed Shovon Author says:
    পোস্ট কোয়ালিটিই প্রধান, কোয়ানটিটি নয়। ৩৫+ পোস্ট লাগে না, মাত্র ৬ টা পোস্টেও এপ্রুভ হয় দেখেছি কোয়ালিটি ভালো হলে।

Leave a Reply