আসসালামু আলাইকুম,
চারিদিকে চিকুনগুনিয়া আর ডেঙ্গুর প্রকোপ পাচ্ছে মশার কামড় থেকে এই সব রোগের সৃষ্টি হয়, তাই এই সব রোগ থেকে বাঁচতে সচেনতা বৃদ্ধি সাথে সাথে জেনে নিন কিভাবে ঘর থেকে মশা তাড়াবেন।

গত কিছুদিনে আমাদের প্রতিদিনের ট্রেনসন হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু বৃষ্টির এই দিনে ঘরে এবং ঘরের আশেপাশে যাতে পানি জমতে না পারে সেই দিকে খেয়াল রাখুন, তবে কয়েকটি ঘরোয়া পদ্ধতি অনুসরণ করে ঘর থেকে মশা দূর করতে পারেন আপনি।

মশার ওষুধে অনেকেরই শ্বাসকষ্ট হয়, দেখা দেয় ত্বকের সমস্যাও। তাই জেনে নিন মশা তাড়ানোর ৬টি ঘারোয়া উপায়।

১. বাজারে পাওয়া ল্যাভেন্ডার তেল মশা তাড়াতে দারুণ কার্যকর কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল ঘরে ছিটিয়ে দিন কোন মশার ওষুধ লাগবে না ল্যাভেন্ডার তেল এর গন্ধে মশা ঘরেই ঢুকবে না।

২. নিম তেল ঘরে ছড়ালেও মশা আসে না এছাড়া ঘরের দরজা জানালার সামনে নিম গাছ এর ডাল পাতা সহ রাখলে মশা ঘরে ঢুকে না।

৩. ঘরের জানলার বাইরে যদি তুলসি গাছ লাগান তবেও ঘরে মশা ঢুকবে না।

৪. কফি পাউডার পানিতে মিশিয়ে ঘরের এক কোণে রাখুন গন্ধে মশা আসবে না।

৫. মশা দূরে রাখার জন্য অব্যর্থ লেবু তেল ও ইউক্যালিপটাস তেলের মিশ্রণও। এই মিশ্রণ শরীরে লাগালে মশাতো কামড়াবেই না, সংক্রমণের হাত থেকেও রেহাই পাবেন।

৬. সাধারণত মশা কামড়ানোর সঙ্গে সঙ্গে এক ধরনের জ্বালা সৃষ্টি হয় বিপদ এড়াতে সঙ্গে সঙ্গে ওই জায়গায় অ্যাপেল সিডার ভিনেগার লাগান, এছাড়াও শরীরের যে জায়গায় জ্বালা অনুভূত হবে সেখানে কাঁচা পেঁয়াজ অথবা কাটা রসুন লাগাতে পারেন এতে সংক্রমনের সম্ভাবনা কমবে।

আশা করি এই ঘরোয়া ঘরোয়া উপায় গুলো অবলম্বন করলে মশার থেকে রেহাই পাবেন।
পোস্টটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে আর একটি লাইক দিয়ে উৎসাহিত করুন।
আর আপনি যদি এমনই আনকমন এবং এ ধরনের পোস্ট ভবিষ্যতেও আমার থেকে দেখতে চান তাহলেও আপনাকে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাতে হবে।

সাবস্ক্রাইব করুন আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেল।
আর অ্যান্ড্রয়েড অ্যাপ এবং ওয়েবসাইট তৈরি করার জন্য নক করুন ফেসবুকে।

পোস্টটি আপনার উপকারে আসলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন আজকের মতো এই পর্যন্তই সামনে দেখা হচ্ছে, ধন্যবাদ।

4 thoughts on "ঘর থেকে মশা তাড়ানোর কৌশল, একটি ও মশা পাবে না ছাড় এদের বংশ পাবে না আর নিস্তার | বিস্তারিত পোস্ট এর ভেতর!!!"

  1. Sahariaj Author says:
    হুম অনেকের কাজে লাগবে কিন্তু জেলায় ডেঙ্গু রোগী নেই বললেই চলে
  2. 444mdzahid Contributor says:
    আপনার পোস্টের আইডিয়াটা কি এখান থেকে নেয়া?
    https://youtu.be/QV3Fk8Zz2qk
    1. Imran Contributor Post Creator says:
      Hmmm

Leave a Reply