আপনার ফোন থেকে কি বিকাশ অ্যাপ ঢুকা যাচ্ছে না বা ঢুকলে Eroor দেখাই।

ভয় এর কারন নাই এর সমাধান আছে আর এটি হওয়ার মূল কারন হচ্ছে একটা ফোন থেকে আনেক গুলা বিকাশ একাউন্ট খুলার জন্য তাই তাড়া আপনার ফোনের lp বা IMEI number block করে দিয়েছে তাই আর বিকাশ অ্যাপ ঢুকা যাচ্ছে। আর এই সমস্যা সমাধান পেতে আপনাকে বিকাশ এর কাস্টমারদের সাথে যোগাযোগ করতে হবে।

যোগাযোগ করবেন কি ভাবে

বিকাশ এর কাস্টমারদের সাথে সরাসরি কথা বলতে 0255663001 তে কর্ল দিন।
বা তাদের সাথে সরাসরি Live Chat কথা বলেন। আর আপনার সমস্যা টা বলে তা হলে আপনার lp বা IMEI number unblock করে দিবে। এর পরে আপনি আবার আগের মত বিকাশ অ্যাপ ঢুকতে পারবেন।

আর হে একটা ফোন থেকে একটা একাউন্ট এর বেশি একাউন্ট খুলবেন না। না হলে এই সমস্যা টা হবে।

এখন ঘরে বসেই আপনার ফোন দিয়ে বিকাশ একাউন্ট খুলুন আর নিয়ে নিন ফ্রি ১৫০ টাকা বোনাস

9 thoughts on "আপনার ফোন থেকে কি বিকাশ অ্যাপ ঢুকা যাচ্ছে না বা ঢুকলে Eroor দেখাই নিয়ে নিন সমস্যা সমাধান।"

  1. omorfaruk Contributor says:
    tik hote koto somoy lagce aponer
  2. Mukles Hossen Author says:
    কতক্ষণ পরে ঠিক হবে
  3. Sohug420 Contributor says:
    কনো লাভ হয়নি ঠিক তো করেনি
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      ki bolche
  4. Sohug420 Contributor says:
    আপনি আর ব্যবহার করতে পারবেন না
  5. ruhul45 Contributor says:
    ভাই বিকাশ অ্যাপটি ইনইস্টল করার পরে ওপেন করলে প্রথম পেজ এ থাকে এই রকম ( ০০০) ৩ টা চিহ্ন আসে রানিনং করে আর কিছুই আসে না এখন আর কি কোন উপায় আছে আর হে আমার ফোন টা নন রুট
  6. Hridoyksp Contributor says:
    account create er por mobile recharge option ti chara onno kono option asche na jmon (SEND MONEY
  7. Hridoyksp Contributor says:
    account create er por mobile recharge option ti chara onno kono option asche na jmon (SEND MONEY

Leave a Reply