আচ্ছা আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনার কি উচিৎ নয়, মার্কেটপ্লেস এর আদেশ নিষেধ, বিধী বিধান, আচরণ বিধী, গোপোনীয়তা। আমার মনে হয় এগুলা জানা প্রত্যেকটা ফ্রিল্যান্সারদের একান্ত কর্তব্য।
চলেন তাহলে দেখি কি কি করা যাবে আর কি কি করা যাবে না।
শুরুতেই একটা কথা বলি, আপনার একাউন্ট কেন সাস্পেন্ড করেছে সেটা আপনার মেইলে ৩-৪ কারণ উল্লেখ করে সাপোর্ট থেকে মেইল পাঠায়। যদি আপনি এগুলা না করে থাকেন তাহলে তাদের মেইল এর রিপ্লে করে কথা বলে সমাধান করে নিতে হবে। আর আপনি যদি আসলেই অই অপকর্ম করে থাকেন তাহলে আইডি ক্লোজ হবে এটা নিয়ে সন্দেহ নেই ।
পার্সোনাল নিয়ম সৃঙ্খলার মধ্যে আছেঃ
- আপনাকে নৈতিকতা ও নিষ্ঠা মেনে কাজ করতে হবে ।
- আপনাকে ফ্রিল্যান্সারের সমস্ত নীতি মেনে চলতে হবে।
- আপনাকে সম্মান করতে হবে বহারকারীর অধিকার এর ব্যাপারে ।
- আপনি গোপনীয় তথ্য অপব্যবহার করতে পাবেন না, বা অন্য কোনও অবৈধ অনুশীলনে অংশ নিতে পারবেন না।
- আপনাকে ব্যবহারকারীর আগ্রহ, অধিকার এবং সুরক্ষার জন্য সম্মান করতে হবে।
- আপনি কেউকে হয়রানি করবেন না , হুমকি বা বৈষম্য সৃষ্টি করবেন না ।
- আপনি নিজের বা অন্য কোনও পরিচয় মিথ্যা বলতে পারবেন না এবং আপনাকে সত্য এবং সঠিক তথ্য সরবরাহ করতে হবে।
- আপনি এই সাইটের বাইরে পেমেন্ট নিয়ে পারবেন না।
- আপনি কাজ না পারলে প্রোজেক্ট এক্সেপ্ট করবেন না বা ক্লায়েন্ট কে বলে দিতে হবে আপনি কাজ পারেন না ।
শেষেরটা বলা যাবে না ।
ইউজার এর বিষয়বস্ত গুলো দেখুন এইবারঃ
- আপনি যখন ফ্রিল্যান্সারে প্রোজেক্ট পাবলিশ করতে যাবেন তার আগে আপনাকে নিম্নের বিষয় গুলা মাথায় রাখতে হবে, তা না হলে আইডি চান্দে পাঠিয়ে দেবে।
- আপনি কোনো কপিরাইট লেখা বা অন্য কোনো কিছু যেটা নিয়ম ভাংবে সেই জাতিয় কোনো লেখা পোস্ট করা যাবে না।
- আপনি কোনো নিয়ম বিরোধী বা নিয়ম ভাঙ্গে করে এই রকম পোস্ট করা থেকে বিরত থাকবেন ।
- কারো সম্মানহানী হয় এই রকম কোনো পোস্ট করা যাবে না।
- কোনো খারাপ/অশ্লীল/পর্নোগ্রাফিযুক্ত পোস্ট করা যাবে না ।
- আপনি এমন কিছু পোস্ট করবেন না যার মধ্যে কোনও ব্যক্তি বা তথ্য অসম্পূর্ণ, মিথ্যা বা ভুল।
- আপনি যদি কোনো সিস্টেম এর ক্ষতি করার উদ্দেশ্যে কোনো ভাইরাস বা প্রোগ্রামিং টুলস শেয়ার করবেন তো মরবেন ।
- আপনি এমন কিছু পোস্ট করবেন না যা ফ্রিল্যান্সার ডট কমের ঘাড়ে উপরে উঠে না বসে (ব্যবসার ক্ষতি) । এটা মাথায় রাখবেন ।
সিক্রেট বিষয় বস্তুঃ
- আপনাকে ফ্রিল্যান্সার এর গোপনীয়তা অবশ্যই মেনে চলতে হবে।
- ফ্রিল্যান্সার এর যে সাইন গুলা আছে ( এন ডি এ, আইপি রেটিং, বা অন্যান্য যে গুলা আছে) এই গুলা শেয়ার করা থেকে বিরত থাকেন।
যোগাযোগ করবেনঃ
- সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এর মধ্যে এইটা ভিন্ন। আপনি ফ্রিল্যান্সার এর বাইরে কোনো প্রকার যোগাযোগ করতে পারবেন না । এতে আপনার ক্ষতি হবে । কিভাবে হবে বলি, আপনি যদি কোনো প্রোজেক্ট নিয়ে
- কাজ করে টাকা না পান তাহলে এইটা ফ্রিল্যান্সার দেখবে না। আপনি ইনবক্সে ইমেইল, স্কাইপি, বা বাইরে কথা বলার মত কোনো কিছু শেয়ার করা থেকে বিরত থাকবেন ।
- এই সব কিছু পর্যালোচনা করে ডলার উইথড্র করার সময় । যদি ভুল কিছু বা এই ধরণের কিছু পায় তাহলে আপনার খবর আছে।
দূর্নীতি বা প্রতারণাঃ
- আপনি কোনো ধরণের জালিয়াতি করতে পারবেন না।
- এক আইপি থেকে একাধিক আইডি চালাবেন তো বাঁশ খাবেন ।
- আপনি অন্যায় ভাবে টাকা লেন দেন করবেন তাহলেও বাঁশ খাবেন ।
- আপনি কোনো ব্যাপারে মিথ্যা বা কাউকে উদ্দেশ্য করে মিথ্যা ছড়ানোর জন্য এই সাইট ব্যবহার করলেও বাঁশ খাবেন ।
- আপনাকে অতিরঞ্জিত, খারাপ মন্তব্য এবং আজাইরা রেফারেন্স এড়িয়ে চলতে হবে না হলে বাঁশ।
- আপনি কাউকে গালিগালাজ করতে পারবেন না। আক্রমনাত্মক কোনো কথা বলাতে পারবেন না বললেই ধরিয়ে দেবে।
- যদি স্প্যাম করেন তাইলে তো মাশাল্লাহ কোনো কথাই নাই । হাতে ধরিয়ে দেবে বাঁশস
- পেমেন্টের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি (যেমন বিটকয়েন, ইথেরিয়াম ইত্যাদি) এইগুলা সাপোর্ট করেনা , টাকা পয়সা লেন দেন করার জন্য এই সাইট ব্যবহার করা থেকে দূরে থাকেন।
এই গুলা ছাড়া আরো আছে যদি পড়তে চান তাহলে কমেন্ট করে জানাবেন । আগামীতে পোস্ট করা হবে ইনশাহ আল্লাহ ।
সাথে থাকার জন্য ধন্যবাদ ।
ফ্রিল্যান্সার বাংলাদেশ গ্রুপে জয়েন করতে এখানে ক্লিক করেন ।
ফ্রিল্যান্সার সাপোর্টে গ্রুপে জয়েন করতে এখানে ক্লিক করেন
ফ্রিল্যান্সার সাপোর্টে পেইজে লাইক দিয়ে আপডেট থাকুন।